নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

রোজিনা ইসলাম এর ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড’

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১০:৫৪



সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম, যিনি বাংলাদেশে করোনাকালে স্বাস্থ্য খাতের অনিয়ম তুলে ধরতে গিয়ে নিগ্রহ, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন। নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড তাঁকে এ বছরের ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ দিয়েছে। তিনি পুরস্কারটি পেয়েছেন সেরা অদম্য সাংবাদিক বা মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট শ্রেণিতে।

গত ১৭ মে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে হেনস্তার শিকার হন। তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। পরে তাঁকে শতবছরের পুরোনো ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে’ গ্রেপ্তার দেখানো হয়। রোজিনার পাসপোর্ট জব্দ করার কারনে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি । তার স্বামী অনুষ্ঠানে রোজিনার পক্ষে পুরস্কার গ্রহন করেন । রোজিনা ছিলেন ভারচুয়াল অনলাইনে ।

রোজিনার ফাইল চুরির অভিযোগের মধ্যেই গত পরশু অভাবনীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ক্যাবিনেট থেকে ১৭ টি ফাইল চুরি হয় ।


অভিনন্দন রোজিনা ইসলাম ।

ছবিঃ প্র আলো

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৩

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন রোজিনা ইসলাম।

০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:১৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ।

২| ০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অভিনন্দন রোজিনা ইসলামকে ধন্যবাদ সাহসী সাংবাদিকতাকে।

০৩ রা নভেম্বর, ২০২১ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


এখন তিনি কি নিয়ে লিখছেন?

০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১

শাহ আজিজ বলেছেন: তার মামলা বিচারাধীন বিধায় তিনি লিখছেন না ।

৪| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

সোহানী বলেছেন: অভিনন্দন রোজিনা।

বিশ্বের দরবারে আবারো আমরা সাংবাদিক নির্যাতনের তকমা মাথায় নিলাম। গুড গুড গুড

আবার কি ফাইল গায়েব হলো?

০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: পরশুর গায়েবে কার হাত আছে এখনো জানা যায়নি । ঐ রুমে বাইরের কারো প্রবেশের সুযোগ নেই ।


কে যে বলির পাঁঠা হয় কে জানে !

৫| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

ঢাবিয়ান বলেছেন: অভিনন্দন রোজিনা। সাহসী ও নির্ভীক সাংবাদিকদের যে কি পরিমান হুমকি, ধামকি ও অত্যচার নির্যাতনের মধ্যে যেতে হয় তা প্রায়ই ফেসবুকে দেখি। এই পুরুষ্কার রোজিনার একার নয় , এই পুরুষ্কার নীর্ভিক সাংবাদিকতার।

০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

শাহ আজিজ বলেছেন: রোজিনা খুব গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছিলেন , স্বাস্থ্য বিভাগের দুর্নীতি ।

৬| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আগের অভিযোগকের সঠিক তদন্ত করে বিচার দরকার ছিলো, তাহলে লোক বুঝতো যে সরকারী নথি চুরি করতে নাই। কে জানে, হয়ত স্বাস্থ্য মন্ত্রাণালয়ের চুরিটাও ঠেকে যেতো!

০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: আসলে কি নিয়ে তদন্ত করবে ? ফাইল খুল্লেই বিচারক দেখবে কি চড়া হাড়ে চুরি , লুট তরাজ হয়েছে । থলের বিড়াল বেরিয়ে আসত । এখন চোরকে ধরার দরকার নাই কুত্তা ঠেকা ব্যাপার হয়ে গেছে ।

৭| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:১৪

Abida-আবিদা বলেছেন: সংগ্রামী নারী সাংবাদিক রোজিনার লড়াইকে সম্মান জানাই। তার প্রতি নিপীড়নকে নিন্দা!

০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে সকল লড়াইয়ে আমাদের সমর্থন ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাংবাদিকরা ঐক্যবদ্ধ না।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১:৫০

শাহ আজিজ বলেছেন: ঐখানেই যত গোলমাল ।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৬:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ডাকাতের ঘরে ঢুকে লুটের মালের হিসাব খোঁজার মতো সাহস সবার হয় না।
রোজিনাকে অভিনন্দন।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৫

শাহ আজিজ বলেছেন: উপযুক্ত সম্বোধন :)

১০| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: রোজিনাদের বিশ্বের জন্য প্রয়োজন। তাঁর পুরস্কার যথাযথ।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:২৮

শাহ আজিজ বলেছেন: এটি বেশ আলোচিত ঘটনা ছিল । ভঙ্গুর স্বাস্থ্য বিভাগের কেউ ভিডিও করে তা সামাজিক মাধ্যমে তা ছেড়ে দিয়েছিল ।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১০:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক কষ্টার্জিত পুরষ্কার তার জন্য।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১০:৩৬

শাহ আজিজ বলেছেন: কষ্ট না করলে কেষ্ট মেলে না । একদম বাঘের ঘরে হাত দিয়েছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.