নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ফেসবুক টুইটার ঘুরে দেখছি , হটাত একটা লাইভ দেখা গেল বাইডেন খুব মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে বক্তার বক্তৃতা শুনছেন । পলকহীন তাকিয়ে রইলাম । যেইনা মাথাটা সামান্য দুলে উঠল আমি সোজা হয়ে বসলাম , এটা মনোযোগ দিয়ে বক্তৃতা শোনা নয় , এটা ক্লান্তির ঘুম । হায় হায় কি সর্বনাশ । এবার তিনি চোখ খুলে সোজা আমার দিকে মানে ক্যামেরার দিকে তাকালেন , ঘাবড়ে গেলাম । আবার সেই চোখ বন্ধ , আমি মজা পেয়েছি এজন্য যে ঐতিহাসিক এক বিষয় দেখছি । একজন যুবক এসে তাকে কিছু বললেন , পত্রিকা বলছে এটা তার ঘুম ভাঙ্গিয়ে জাগিয়ে দেবার পলিসি । এবার তাকে বেশ জোরে হাততালি দিতে দেখা গেল । খুব সিরিয়াস শ্রোতা তো । আজ পত্রিকাগুলো পই পই করে নিদ্রা কাহিনী লিখেছে । কারা এটার লাইভ করল তা জানা হয়নি । বয়স্ক মানুষ , কত্ত কাজ , প্লেনের সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ার দৃশ্য আমার বেশ মনে আছে ।
প্রেসিডেন্টের ক'দিন বিশ্রাম নেওয়া দরকার , আমার তো তাই মনে হয় ।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:২৩
শাহ আজিজ বলেছেন: ভাল আছি , তুমি বেশ আছ সুন্দরীদের নিয়ে
২| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:৪৯
স্প্যানকড বলেছেন: হা হা হা...৷ তা বলতে পারেন আছি বেশ ! ধন্যবাদ, ভালো থাকবেন।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৩০
শাহ আজিজ বলেছেন:
৩| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:১৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন করে বলতে নেই।হয়তো গভীর ভাবে ভাবছেন, এর পর কোন দেশের পালা।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৩২
শাহ আজিজ বলেছেন: নাহ , মানতে পারলাম না । আসলেই ঘুমিয়ে যাচ্ছিল । দোষের কিছু নেই এখানে ।
৪| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন:
বয়স বেশী, এসব বক্তব্য শোনার জন্য বসে থাকা উচিত নয়, প্রেস সেক্রেটরীরা জানালেই চলে।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৮
শাহ আজিজ বলেছেন: প্রস্তাব দিয়ে দেখেন , শোনে কিনা ।
এসব বড়বড় সামিটে প্রটোকল ভিন্ন ।
৫| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১০:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমিও বুঝতে পেরেছি।টিভিতে দেখে ছিলাম।
০৩ রা নভেম্বর, ২০২১ রাত ১১:০০
শাহ আজিজ বলেছেন: অনেকেই বুঝেছে , অনেকেই বোঝেনি ।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১২:৪২
মরুর পথে বলেছেন: বৃদ্ধ বয়সে প্রেসিডেন্ট আর কত....
০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১:৪৬
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই । এছাড়া তিনি গেল ২ দিন খুব ব্যাস্ত ছিলেন ।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১:৪৬
নেওয়াজ আলি বলেছেন: বুড়ো মানুষ , পুরা দুনিয়া নিয়ে চিন্তা করতে হয়।
০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১:৪৭
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৪:৫৬
কালো যাদুকর বলেছেন: ইহা একটি সমস্যা । আমেরিকার রাজনীতেতে নিউ ব্লাড দরকার। কিন্তু গত নির্বাচনে সেরকম কাুকে পাওয়া যায়নি। কাজেই এঁকে দিয়েই আপাতত চালাতে হবে। উপায় নাই গোলাম হোসেন।
০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৮
শাহ আজিজ বলেছেন: হ্যা তাই তবে যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ শুধু তারাই যোগ্যতম প্রার্থী , আবাসন ব্যাবসায়ি নয় ।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০২১ ভোর ৫:৪৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাইডেন কাকুর মাঝে মধ্যে বিশ্রাম নেয়াটা প্রয়োজন - কম ধকল তো যাচ্ছে না। তবে বয়সটা মনে হয় সমস্যা হওয়ার কথা নয়। চাইনিজ পলিটব্যুরোর কথাই ধরুন - প্রায় সবাই ৬৫ ঊর্ধ্ব। এদের অনেকেই মিটিঙে ঝিমিয়ে পড়ে। অথচ তাদের প্রজ্ঞা ও দূরদর্শিতার কারণে আজ চীন কোথায় পৌঁছেছে।
০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪২
শাহ আজিজ বলেছেন: প্রাকটিস যে কোন বিষয়ে খুব কাজে দেয় । চীনের বুড়োগুলো বিশ্ববিদ্যালয় পাস করেই নিজের পেশায় চলে যান , একসময় তার ওপর দায়িত্ব ন্যাস্ত হয় । সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকতেই পার্টি ক্যাডার হয়েছে ।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ৮:১১
ঠাকুরমাহমুদ বলেছেন:
স্বামী বিশুদ্ধানন্দ ভাইয়ের সাথে একমত। টেনশানযুক্ত সেমিনার না হলে লাঞ্চের পর সেমিনারে ঘুম আসে এবং আমার মনে হয় ঘুম আসাটাই স্বাভাবিক। আপনি নিজে ঘুমের পক্ষে নাকি বিপক্ষে আছেন?
০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৬
শাহ আজিজ বলেছেন: আমি চীনে দীর্ঘ সময় কাটিয়েছি , লাঞ্চের পর একটু ন্যাপ আসলেই দরকার । অবশ্য খুব ব্যস্ততা থাকলে ন্যাপের কথা ভুলে যাই । এখন দুপুরে খাওয়ার পর ঘুমাই নিয়মিত ।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘুমের বড়ি খেয়েও অনেকের ঘুম আসে না। তাই বলতে হয়, এ ঘুম স্বর্গ থেকে আসে।ঈশ্বর মনে হয় তাঁর প্রতি সন্তুষ্ট।
০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৪
শাহ আজিজ বলেছেন: যেমন আমার মত
১২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঘুমাইয়াও শান্তি নাই। খবর হয়ে যায়
ঘুমাক একটু শান্তিমত
০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৬
শাহ আজিজ বলেছেন: মিটিঙে বিছানা বালিশ নাই
কি যে করি হায় হায় ।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
জুল ভার্ন বলেছেন: ব্যাটা চিরদিনের জন্য ঘুমিয়ে না গেলে দুনিয়ায় আরো অশান্তি তৈরী করবে।
০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৯
শাহ আজিজ বলেছেন: নাহ , ভারসাম্য থাকতে হয় প্রতিটি বিষয়ে । আমেরিকা না থাকলে চীন খেয়ে ফেলত আমাদের । একজন সর্দার থাকা জরুরি ।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ১১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা পাজী ক্যামেরাম্যানরা একটু শান্তিতে চোখ বুজতেও দিবেনা।
০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
শাহ আজিজ বলেছেন: এখন রিপোর্টাররা ছোট ক্যামেরা ব্যাবহার করে । সবখানেই তাদের নজরদারী , হুম !!
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৩৩
জ্যাকেল বলেছেন: পাপেট বেচারা।
০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১০:০৭
শাহ আজিজ বলেছেন: না পাপেট হতে যাবে কেন । দুইবারের ভাইস এবারের ফুল প্রেসিডেন্ট ।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২১ রাত ৮:১৮
স্প্যানকড বলেছেন: কবে জানি পুরাই ঘুমিয়ে যায় ! উনারা ঘুমালেও খবর অথচ রাস্তায় কত মানুষ ঘুমায় একদম বেখবর ! ভালো থাকবেন।