নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ব্রাজিলের পরাজয় ক্যামেরুনের কাছে

০৩ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৭



মনটা বেশ খারাপ হয়ে গেল আবার ভাল লাগছে এই ভেবে ব্রাজিল ১৬ তে টিকে আছে ।
নিচে দেওয়া নোটগুলো আজ প্রথম দেখলাম ।

দেখে বুকটা ফুলে উঠলো , নাহ একদম পিছিয়ে নেই আমরা ।
এখনও শীর্ষে ব্রাজিলের সাম্বা ড্যান্স ।
আসছে দিনগুলোতে ব্রাজিল আমাদের মন ভাংবে না ।

















সৌজন্যেঃ Brazil : The Home Of Legends

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

হেরেছি। আশাহত।

০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

শাহ আজিজ বলেছেন: কোরিয়ার সাথে খেলা হবে । এবার ভাল সিনিয়রদের রেস্ট দিয়েছে সাম্নের খেলাগুলোর জন্য ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

সোনাগাজী বলেছেন:



জাপান, কোরিয়া ও মরক্কোর খেলোয়াড়রা জনাপ্রাণ দিয়ে খেলছে; এদের খেলা ভালো লাগছে।

০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: হুম , আমিও তাই দেখছি , এবারের বিশ্বকাপে কিছু অঘটন না ঘটে ।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

সোনাগাজী বলেছেন:



ইউরোপের প্রতিটি টিমের খেলার মান ছিলো আগের থেকে নীচে; আর্জেন্টিনার খেলোয়াড়রা মেসিকে বল দেয়নি, তারা চেয়ে যে, মেসির সুনামের ক্ষতি হোক।

০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

শাহ আজিজ বলেছেন: এবার এই একটি বিষয় দেখছি যে আমিই গোল করব । ফুটবলের চিরাচরিত নিয়ম যেন পাল্টে যাচ্ছে ।



মাঠের অর্ডারলি ম্যাটার ভেঙ্গে যাচ্ছে ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: এই হারে ব্রাজিল মজা নিয়েছে। হা হা হা

০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

শাহ আজিজ বলেছেন: তাই তো দেখছি ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭

নেওয়াজ আলি বলেছেন: ব্রাজিল ১৬তে চলে গেলেও হেরে যাওয়া কষ্টকর সমর্থকদের জন্য।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৯

শাহ আজিজ বলেছেন: কাল ব্রাজিল তার স্টারদের বিশ্রাম দিয়েছে পরবর্তী খেলায় ভাল করার জন্য , ইনজুরি এড়াতে ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সকালে ঘুম থেকে ওঠে শুনি মন খারাপের খবর । আসলে সমর্থক হিসেবেই গুরুত্ব আসেনি আমার খেলাটি দেখার। ৯০ এ বিশ্বকাপে আর্জেন্টিনা ক্যামেরুন খেলায় আর্জেন্টিনা হেরেছিল। অনেক ফাউল করেছিলো ক্যামেরুণ এপপরে তো ম্যারাডোনাকে খুড়াতে খুড়তে খেলতে হয়েছে ফাইনাল পর্যন্ত। হেরেও আর্জেন্টিনা রানার আপ হয়েছিল। এটা বাজিল দলের পরীক্ষা নিরীক্ষার খেলা। বিশ্পকাপ ফুটলে এমন পরীক্ষা নিরিক্ষা আমার কাছে অযৌক্তিক । কেন সবারই খেলতে হবে। খেলবে বেস্ট টিম। প্রতিটি খেলাতেই জেতার মানসিকতা দরকার বিশ্বের সেরা আসরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.