নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। মেট্রো রেল দিনমান চালু করুন

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২২






মাত্র চার ঘণ্টায় যে পরিমান উৎসুক যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে তাতে খুব ভাল লাগছে দেখে । সকাল ৬ টা থেকে রাত ১১ টা একটানা মেট্রো চালু রাখলে কার কি ক্ষতি হবে । এদেশের মানুষের জন্য মেট্রো রেল নতুন একটা বিষয় । চালু করে দিন আর আনন্দ করতে দিন সাধারন জনগণকে । কি ভাবে ১৭ ঘণ্টা চালাবেন সেটি আপনাদের বিষয় । শুরু করুন । আমাদের বাড়ির কাছের ষ্টেশন চালু হলে আমিও চড়ব নিশ্চিত ।

ওয়েলকাম ইয়ু টু মেট্রো রেল ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৬

জগতারন বলেছেন:
শুরু করুন।
আমাদের বাড়ির কাছের ষ্টেশন চালু হলে আমিও চড়ব নিশ্চিত।


সহমত!

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: আমরা সবাই চড়ব ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৩

অনল চৌধুরী বলেছেন: আমার দু;খ, বিএনপি-খালেদার কারণে দেশে মেট্রো হতে এতোযুগ নষ্ট হলো।
আর এখন ভাড়া বেশী।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: খালেদা ব্যাস্ত থাকতেন হুইস্কির বোতল নিয়ে ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:


ত্রেনে ওথার আগ্রহীদের ছবিতে আপনি আছেন দেখে ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫০

শাহ আজিজ বলেছেন: হা হা হা :P

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৮

কামাল১৮ বলেছেন: সব কিছুই প্রথমে ছোট আকারে হয়।পরে বড় হয়।এতো বড়ে যে বট গাছ সেটাও একসময় ছোট্ট চারাগাছ ছিলো।এক সময় সারা ঢাকা ছেয়ে যাবে মেট্রোরেলে কিন্তু আমরা থাকবো না।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫১

শাহ আজিজ বলেছেন: এই সকালে চোখের পানি ঝরালেন :((

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:৪৪

সোহানী বলেছেন: ভালো কথা। শুরুতো হয়েছে, নিশ্চয় আরো বিস্তার হবে সামনে।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: পেছনে জাইকা আছে , উন্নতি হতেই হবে ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৫

মিরোরডডল বলেছেন:




অনেকে ভাড়া নিয়ে বলছেন ।
পাবলিক ট্রান্সপোর্টের মাঝে মেট্রোরেল নিরাপত্তার দিক থেকে এগিয়ে ।
অনটাইম সার্ভিসের দিক থেকেও ।
এই সুবিধাগুলো পাবার জন্য, মেইনলি নতুন সার্ভিস জাস্ট শুরু হয়েছে, সেভাবে চিন্তা করলে ভাড়া ঠিক আছে ।

সময়ের সাথে পরবর্তীতে ভাড়া রিভিউ হবে, যাতে সবার জন্য সহজলভ্য হয় ।
আশা করি মেট্রোরেল পোস্ট পপুলার পাবলিক ট্রান্সপোর্ট হবে ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৫

শাহ আজিজ বলেছেন: আমি হংকঙ্গে দেখতাম বড় প্রতিষ্ঠান এর কর্ণধার এম টি আর ( আন্দারগ্রউনড) যাচ্ছেন গাদাগাদি করে কারন তাকে সময়ের আগেই অফিস পৌছুতে হবে । তার দামী গাড়ি রাস্তায় জ্যামে বসে । সময়ের বিবেচনায় উত্তরা - মতিঝিল ১০০ টাকা পারফেক্ট । মেট্রোতে জ্যাম হবে না । খুব আরামে একজন তার কাঙ্খিত জায়গায় পৌঁছে যাবেন । আমি অধিকাংশ জায়গায় আন্ডারগ্রাউন্ড এ চড়েছি যা ভুতুড়ে ব্যাপার একটা । ঢাকায় মাটির উপরে চড়ব , চারিদিক দেখতে পারব , ছবি তুলবো - খুব আনন্দ হবে । রাতে সিঙ্গেল কারে রেস্টুরেন্ট খুললে পয়সাওয়ালারা ঝাপিয়ে পড়বে । রাত দুটো পর্যন্ত চলবে । বার থাকলে থাকতে পারে =p~ তবে টাল হলে ভাড়া ১০০০ টাকা ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৩

মিরোরডডল বলেছেন:




টাইপো ছিলো ।
মোস্ট পপুলার পাবলিক ট্রান্সপোর্ট হবে।


৮| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৫

হাসান জামাল গোলাপ বলেছেন: এ নিয়ে অনেক লেখা পড়লাম। দিনশেষে এটি আমাদের সম্পদ।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৮

শাহ আজিজ বলেছেন: আমাদের জীবনে নতুন একটি বিষয় । হুম চারিদিকে অনেক খবর আর ছবি , ভিডিও ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: মেট্রোরেলের কাজ চলার সময় ওইসব রাস্তায় চলাচল করতে অনেক কষ্ট হয়েছে।
সেসব কষ্ট সার্থক হলো অবশেষে। আমি ভীষন খুশি।

৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

শাহ আজিজ বলেছেন: হুম , আসলেও তাই ।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মেট্রো রেলে উঠার জন্যে অনেক লম্বা লাইন। আমি কয়েক সপ্তাহ পরে ট্রাই করবো বলে ভাবছি।

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: এ জন্যই বলছি সব কোচ সকাল থেকে রাত পর্যন্ত চালু করলে ভিড় সামাল দেয়া যাবে । মনে হচ্ছে প্রস্তুতি নেই তেমন ।

১১| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:


হ্যাপি নিউ ইয়ার

০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

শাহ আজিজ বলেছেন: শুভ নব বর্ষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.