নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরো একটা বিরুদ্ধ পরিবেশের বিপরীতে একা দাঁড়িয়ে কিভাবে নিজের ইচ্ছে ও স্বপ্নপূরণ করতে হয় তার জন্য আমাদের অনুপ্রেরণা হতে পারে হিরো আলমের জীবনী
তার টাকা-পয়সা, খ্যাতি, প্রভাব, শিক্ষা কিংবা রূপ—কিছুই ছিলো না। একটা নিম্নবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলায় একবেলা খাবার খেতে পারলে দুইবেলা উপবাস থাকা লাগছে, বাবা চানাচুর বিক্রি করে সংসার চালাতো। সারাদিন হকারি করে রাতে ফিরেই স্ত্রীর সাথে ঝগড়া করা ছিলো তার বাবার নিত্যদিনের কাজ।
ক্লাশ থ্রি বা ফোরে থাকা অবস্থায় এক বৃষ্টিস্নাত রাতে হিরো আলম ওরফে আশরাফুল আলমের মাকে মেরে ছেলেকেসহ ঘর থেকে বের করে দেয়। সে রাতে হিরো আলম মায়ের সাথে চলে আসেন নানার বাড়িতে। এখানেই তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। তারপর ক্যাসেটের দোকান দিয়ে পরিবার চালিয়েছেন। কিন্তু তার স্বপ্ন ছিলো অনেক বড়ো। বলতে গেলে আকাশকুসুম কল্পনা। সিনেমায় অভিনয় করা।
সে যত পরিচালকের কাছে ততজনই তাকে অপমান, তুচ্ছতাচ্ছিল্য করে বিদায় করে দিছে। অথচ দেখেন সে দমিয়ে যায়নি, নিজের স্বপ্নপূরণ করতে কোনো কমতি রাখেনি। একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই করেছে। এবং বলা যায় সফলও হয়েছে। আজকে হয়ত আপনি তাকে ঘৃণা করতে পারেন, মূর্খ বলে গালাগালি করতে পারেন। করেন সমস্যা নাই, কিন্তু তার আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন—
আচ্ছা আপনি যদি সোশ্যাল মিডিয়ায় এতো এতো ট্রল, হাসাহাসির শিকার হতেন, কখনো এভাবে টিকে থাকতে পারতেন, নাকি তার আগেই মানসিকভাবে ভেঙে পড়তেন?
এতো এতো মানুষের কাছে তুচ্ছতাচ্ছিল্য, গালমন্দের শিকার হওয়ার পরও নিজের স্বপ্নপূরণ করতে এভাবে লড়াই করে যেতে পারতেন?
আমার মনে হয় না আপনারা কেউ উত্তর - হ্যা দেবেন। অথচ দেখেন হিরো আলম কিন্তু পেরেছে। আশরাফুল আলম থেকে নিজের নাৃ হিরো আলম বানাতে পেরেছে।
আজকে সে কোটি টাকার মালিক, এক সময় যাঁরা তাকে তুচ্ছতাচ্ছিল্য করতো তারাই আজকে তাকে ব্যবসার জন্য কাছে ডাকছে।
বন্যাসহ বিভিন্ন দূর্যোগে সে সাধ্যমতো মানুষ পাশে দাঁড়িয়েছে। আমরা যাঁরা ফেসবুকে হাই-প্রোফাইল লেকচার দিই, তারা মানুষের জন্য কী করতে পেরেছি!
সে মাত্র ক্লাস থ্রি-ফোর পর্যন্ত পড়ে যে চমৎকারভাবে সাংবাদিকদের নানান কটাক্ষের জবাব দেয় তাতে তার কাছ থেকে শিক্ষিত সমাজের শেখার অনেক কিছু আছে। নিচে দুই-একটা নমুনা দিই—
একবার চ্যানেল টুয়েন্টিফোরে এক উপস্থাপক জিজ্ঞেস করেছিলো, আপনি এত প্রতিভার চাপ সামলান কী করে?
হিরো আলম খুব চমৎকারভাবে উত্তর দিছে, দেখেন আমি গান গাইতে পারি না, অভিনয় পারি না জানি। কিন্তু এরপরও আমি আমার মনের আনন্দের জন্য অভিনয় করতাম। আমি কয়েকটা সিনেমা বানিয়েছি। সেই সিনেমায় গানের জন্য যখন আমি বিভিন্ন গীতিকার, সুরকার, শিল্পীদের কাছে গান চাইলাম, তারা দিল না। তারা বলল, আমাকে গান দিলে তাদের মানসম্মান থাকবে না। তখন আমি বাধ্য হয়ে নিজে গাওয়া শুরু করলাম।
আমি গাইতে পারি না তাও জানি। আল্লাহতালা আমাকে গানের গলা দেননি। তাই বলে কি আমি আমার আনন্দের জন্য গাইতে পারব না?
কয়দিন আগে সাংবাদিক জিজ্ঞেস করছিলো, আপনার কী যোগ্যতা আছে আপনি এমপি নির্বাচন করার?
সে কী উত্তর দিয়েছে জানেন? শুনুন - দেখেন নায়িকা মাহিয়া মাহি চেষ্টা করল, ক্রিকেটার মাশরাফি নির্বাচন করল, মমতাজ নির্বাচন করল, তাদেরকে কখনো এই প্রশ্ন করেছেন, তাদের কী যোগ্যতা আছে এমপি ইলেকশন করার! তারা তো ক্রিকেট খেলেছে, কেউ অভিনয় করেছে, কেউ গান গাইছে। দেখেন আমার পড়ালেখা নাই কিন্তু আমার স্বপ্ন এবং ইচ্ছে আছে মানুষের জন্য কাজ করার। আমি আমার সাধ্যমতো মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করব।
কয়দিন আগে নির্বাচন কমিশন তার প্রার্থীতা বাতিল করেছে, কিন্তু সে দমিয়ে যায়নি। লড়াই করে প্রার্থীতা ফিরে এনেছে এবং বগুড়া ৬ আসন উপ নির্বাচনে একতারা মার্কায় নির্বাচন করবেন।
আমি নিশ্চিত গায়ক মমতাজ কিংবা যে শিক্ষিত এমপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের চাইতে হাজারগুনে হিরো আলম এমপি হওয়ার যোগ্য!
আপনি ঘৃণা তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন, কিন্তু এই হিরো আলম থেকে আমি প্রতিনিয়ত শিখি। কিভাবে একটা বিরুদ্ধ পরিবেশে বিপরীতে একাই লড়াই চালিয়ে যেতো হয়, কিভাবে নিজের স্বপ্নপূরণে লেগে থাকতে হয়— সেটা Hero Alom -এর জীবনের দিকে তাকালে শেখা যাবে!
কে বি মানিকের পেজ থেকে ।।
২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫
শাহ আজিজ বলেছেন: হুম , হিরো আলমরা পাগলামি শুরু করলে বিপদজনক হয়ে ওঠে ।
২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫
শেরজা তপন বলেছেন: সমাজের অভিজাত বা স্টান্ডার্ডের মানদন্ড কে ঠিক করেছে জানতে পারলে ভাল হৈত!
২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৩
শাহ আজিজ বলেছেন: সামন্ত প্রভু আর তাদের চ্যালাব্যালারা ঠিক করেছে বলেই মনে হয় ।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
শাহ আজিজ বলেছেন: কে সুন্দর ?
৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০২
অনল চৌধুরী বলেছেন: এই লোককে নিয়ে যখন সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করতো, সেইসময়ে আমারও তার প্রতি সহানুভূতি ছিলো।
কিন্ত পরে দেখলাম, এটা নীম্ন শ্রেণীর অপরাধী।
এর অপরাধের তালিকা অনেক লম্বা।
গরীব হলেই সাধু হয়না যেমন ধনী হলেই সবাই দুর্নীতিবাজ হয়না।স্ত্রীকে নির্যাতনের মামলায় কারাগারে হিরো আলম
'হিরো' আলমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাবেক স্ত্রী!
২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
শাহ আজিজ বলেছেন: আমি একটা মিশ্র অনুভুতির মধ্যে ছিলাম । তবে তার স্পন্সররা তাকে দিয়ে যা সম্ভব নয় তাই করাতে চেয়েছেন ।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
শিশির খান ১৪ বলেছেন: হিরো আলম আসলেই শিক্ষণীয় চরিত্র মানুষ যে কেনো হিরো আলম আর অনন্ত জলিল কে নিয়ে এতো মজা নেয় তা মাথায় ঢুকে না। হিরো আলম প্রতিকূল পরিবেশে মানুষের শত আক্রমণের বিপরীতে নিজেকে হিরো প্রমান করেছেন তাকে নিয়ে হাসা হাসির দিন শেষ। তবে স্ত্রী নির্যাতনের মামলা টা ভালো লাগে নাই।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬
শাহ আজিজ বলেছেন: চারিদিকের মজা আহরনের বিষয় কম হওয়াতে আলম , জলিল কিছুটা মজার উপকরণ অ্যাড করেছে ।
৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: হিরো আলম যা কিছুই করছে, নিজের বুদ্ধি থেকে করছে না। তাকে কেউ না কেউ উস্কানি দিচ্ছে আর সে লাফাচ্ছে। অবশ্য সে লাফালেও তার উপকার হচ্ছে। এখন সে কোটি টাকার মালিক।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫৮
শাহ আজিজ বলেছেন: লাফাইয়া কোটি টাকা !! বাহ বেশতো , আমরাও শুরু করি ।
৭| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সমাজে এইসব মানুষেরও দরকার আছে।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:০০
শাহ আজিজ বলেছেন: আপনি দুই চার বাক্য লিখে ফেলেন হিরোকে নিয়ে ।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২২
কালো যাদুকর বলেছেন: একদিন হয়ত হিরো আলমরাই সংসদ চালাবে।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:০২
শাহ আজিজ বলেছেন: আলহামদুলিল্লাহ । উন্নতি আর উন্নতি দেখতে পাচ্ছি ।
৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার কাছে ভালোই লাগে হিরো আলমকে। ওর দুই একটা নাটিকা টাইপের অভিনয় দেখিছিলাম। তবে প্রত্যেক মানুষেরই কিছু নেগেটিভ সাইড থাকে। সে কোথা থেকে উঠে এসেছে এটাও বিবেচনা করতে হবে।
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩
শাহ আজিজ বলেছেন: মুখ্য চরিত্রে নয় তবে ভাঁড় চরিত্রে ভাল লাগবে । হুম এই উঠে আসাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারন শিক্ষা আচার আচরন , সামাজিক অবস্থান প্রচণ্ড ছাপ ফেলে আচার আচরনে । এসব আলম দুইদিন হৈ চৈ করে মিলিয়ে যাবে সময়ের সাথে সাথে ।
১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩২
অধীতি বলেছেন: এই যে সাংবাদিকদের প্রশ্ন করার ধরন, এটা হিরো আলম না হলে প্রকাশ পেত না। হিরো আলমের উত্থানের সময়টুকু নিবিড় ভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন ও একটা মুগুরে পরিণত হইছিল বাকি যারা বিপক্ষে ছিলো যেচে গিয়ে শুয়োর হবার চেষ্টা করেছিলো।
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪
শাহ আজিজ বলেছেন: হুম , চমৎকার বলেছেন ।
১১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৩
নীল আকাশ বলেছেন: আমি নিশ্চিত গায়ক মমতাজ কিংবা যে শিক্ষিত এমপি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে নিঃস্ব করে দিচ্ছে, তাদের চাইতে হাজারগুনে হিরো আলম এমপি হওয়ার যোগ্য!
দেশের বর্তমান চোর এমপি মিনিস্টার ও রাজনীতিবিদদের তুলনা হিরো আলম অনেকগূণ ভালো।
উপরের এই লাইনটা আমি সকাল থেকে অনেককেই ফেসবুকে বলে এসেছি।
লেখায় সহমত প্রকাশ করছি।
২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ।
১২| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: কলোম্বিয়ার হাইস্কুলের একটি মেয়েকে স্কুলের সঙ্গীত দলে নেওয়া হয় নি। গানের টিচার বলেছিল - মেয়েটির গলার স্বর ছাগলের মতন। সেই হেরে যাওয়া মেয়েটির নাম শাকিরা।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮
শাহ আজিজ বলেছেন: বাহ , ভাল বিষয় তুলে এনেছ । শাকিরা আমার খুব পছন্দের গায়িকা । ভেবনা আলম আর শাকিরার ভাগ্যরেখা / রাশি ফল একই হবে ।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
হাবিব ইমরান বলেছেন:
হিরো আলম সিনেমার নায়ক না হতে পারলেও অন্য সাইডে বা রাজনীতিতে খুবই ভালো করবে। তার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: আমি বিদ্যা শিক্ষাকে খুব মুল্য দেই । আমরা সীমিত শিক্ষার ফলাফল দেখেছি বা দেখছি ।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: সবার জন্য সবকিছু না, জনপ্রিয়তা পেলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। হিরো আলম সংসদ সদস্য হউক তা আমি চাই না।
সব সম্ভবের এই দেশে হিরো আলম একদিন রষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হইলে হইতেও পরে, ঠিক নেই।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪
শাহ আজিজ বলেছেন: আমাদের আমুল সংস্কার দরকার জীবনযাপনে , চিন্তায় । আমাদের রাজনীতিকগন , জেনারেলরা অসৎ চিন্তায় মগ্ন থাকে বলেই ক্লাস ফাইভ , এইট পাশ লোকেরা সংসদে আসন পায় এবং রাষ্ট্রকে একটি ব্যার্থ রাষ্ট্র বানানোর অশুভ স্বপ্নে মগ্ন থাকে । বদল চাই , বদলাতে চাই ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৮
জুল ভার্ন বলেছেন: শুধু মমতাজ নয়, বর্তমান সংসদের দুই তৃতীয়াংশ এমপি'র সচাইতেই অন্তত সততায় হিরো আলম যোজন যোজন এগিয়ে।