নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে ভারতে গাই গরুকে জড়িয়ে ধরা বা হাগ ডে বাতিল হল । ভ্যালেন্টিন ডে কে ঘিরে ফুল দিবস , চুমু দিবস , জড়িয়ে ধরা দিবসের প্রথা কবে চালু হয়েছে জানিনে তবে ভারতে এই দিবসে নতুনত্ব আনতে এবার গাই গরুকে জড়িয়ে ধরে অধিকতর ভালবাসা প্রকাশের উদ্যোগ বাতিল হল সরকারীভাবেই । বুজলেন কিনা দেবতা বলে কথা , এতদিন গাইএর মুত পান করেছি এবার হাগ হবে না । গাই গরুরা ভয়ানক আতঙ্কে ছিল যে মোচ দাড়িওয়ালা ভারতীয়রা জড়িয়ে ধরতে গিয়ে গিয়ে চুমু খেতে চাইলে আরেক বিপদ কারন এরা ঠিকমতো দাঁত মাজে না । আবার ধর্ষিত হবার ভয় জাগছে মনে । যাক কিক খাবার ভয়ে ব্রাহ্মণরা পিছু হটেছে , বাচা গেলো বাবা ।
কার্টুন - উদয় দেব , ফেসবুক থেকে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৬
শাহ আজিজ বলেছেন: গাইয়ের লাথি বলে কথা , বুজলেন কিনা !
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯
রানার ব্লগ বলেছেন: কোলকাতার একজন সাবেক কলিগ কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বেশ রাগী প্রতিউত্তর দিয়েছেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪
শাহ আজিজ বলেছেন: কি সেই উত্তর ? ছেপে দিন ।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৪
জ্যাক স্মিথ বলেছেন: এক দিন আগে এক ছোট ভাই ফ্রী কিছু চকলেট পেয়েছিল সেখান থেকে আমাকে দুটি খেতে দিয়েছিলো।
আজকে কি হাগ ডে না কিসিং ডে? আমি ঠিক জানি না।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯
শাহ আজিজ বলেছেন: মনে হয় কাল ছিল । আমিও ঠিক জানিনা ।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: ভারত এক অদ্ভুত দেশ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪
শাহ আজিজ বলেছেন: বটে ।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৪
বাকপ্রবাস বলেছেন: কার্টুনটা হেভি ছিল, এ ব্যাপারে কলকাতার ভিন্ন চিন্তক চন্দ্রিল এর একটা স্পিচ বেশ মজা দিয়েছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৭
শাহ আজিজ বলেছেন: কি সেই স্পিচ ? ছেপে দিন ।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
শেরজা তপন বলেছেন: বেশ-তবে অনেকের জন্য হৃদয়-বিদারক!
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
শাহ আজিজ বলেছেন: কাদের জন্য হৃদয় বিদারক , গাই গরুর প্রেমিক না বালিকা প্রেমিক ?
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বটে ।
ভারতে গিয়ে দেখেছি- রেলস্টেশনের ভিতর গরু। টিকিট কাউন্টারে গরু। সেই গরু আবার পটি করে দিয়েছে। শিং ওলা গরু। বুঝেন অবস্থা। যদি গুতো দেয়।
বোলপুর গিয়েছিলাম। কাউন্টারে যাইনি। কারন বিশাল এক গরু। সে সরে না। নড়েও না। আমিও কাউন্টারে যাই না। শেষে একজন অনুরোধ করে টিকিট আনতে পাঠিয়েছিলাম।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: হা হা হা
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৪
শূন্য সারমর্ম বলেছেন:
ভারতের গরুপ্রীতি বিশ্বব্যাপী ব্রান্ডিং দরকার।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: হয়ে আছে অলরেডি
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪২
কামাল১৮ বলেছেন: গরুর প্রতি ভালোবাসা খারাপ কিছু না।কিন্তু বাড়াবাড়ি ভালো না।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: জন্মেই দেখেছি গাই গরু আর বাছুর ।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০২
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: বেশ হাসির ব্যাপারই ছিল -----
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৫২
সোনাগাজী বলেছেন:
কিক ফ্রি? ছবি দেখেহাসলাম।
অনেকই ফ্রি বস্তু পেতে চায়।