নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিনেমা অনেকদিন দেখিনা তবে ফেভারিট হিরো হিরোইনদের একটু আধটু খবর রাখি যদি তা মিডিয়াতে চাউর হয় । গতকাল জানলাম আমাদের একসময়ের হার্টথ্রব হিরোইন জিনাত আমান ৭১ বছরে পা দিয়েছেন । এবং ওইদিনেই ইন্সটাগ্রামে আকাউনট খুলে আগের এবং এখনকার ছবি পোস্ট করেছেন । তার অভিনীত সত্যম শিবম সুন্দরম খুব সাড়া জাগিয়েছিল ৭০ দশকের মাঝামাঝি সময় । আমি পিকিং গিয়ে তারপর আকাংক্ষিত ছবি দেখেছি , কয়েকবার এবং বেশ ভাললাগা ঘিরে ধরল জিনাতকে নিয়ে । আমরা আর্টিস্ট বিধায় তার আংশিক খোলা দেহে কিঞ্চিত বিচরন করতে দ্বিধা করিনি , লজ্জা পাইনি । যৌবনের প্রাথমিক ধাপ বলে কথা । আমি তো শশি কাপুরকে রীতিমত শত্রুর স্থানে বসিয়েছিলাম । প্রায় বছর চল্লিশ বাদে জিনাতের খবর পেয়ে ইন্সটাগ্রামে বসে তার সাম্প্রতিক ছবি পেলাম । আহা বার্ধক্য ঘিরে ধরলেও মুটিয়ে যায়নি জিনাত । সেইরকম হাল্কাপাতলা আছে । কোন মেকাপ ছাড়াই চমৎকার আছে প্রিয় অভিনেত্রীর স্কিন । ভাল থাকুক জিনাত আমান ।
ছবি- ইন্সটাগ্রাম
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: হুম , বাবা রাজকাপুর পুত্তর শশিকে বলে আব পাপ্পি দোও আউর লো হা হা হা ।
রাজকাপুর কে আমি একজন জেনুইন অভিনেতা , প্রযোজক , পরিচালক ও পিতা মনে করি
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: এখনও সুন্দর দেখাচ্ছে। জিনাত আমানের সিনেমাগুলি ভালো লাগে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩০
শাহ আজিজ বলেছেন: ফিগার মেইনটেইন করেছে ভালভাবে ।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৩
শায়মা বলেছেন: আমার কাছে তো ৭১ বছরের ছবিতেই তাকে বেশি সুন্দর লাগছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:৩১
শাহ আজিজ বলেছেন: আমারও , কিন্তু ডরে কই নাই ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৭
রাজীব নুর বলেছেন: সাহসী অভিনেত্রী। তার অনেক মুভি আমি দেখেছি। একটা তো সব সময় চোখে ভাসে। সাদা শাটি পড়েছেন। ব্লাউজ পড়েনি। তারপর পানিতে সেই শাড়ি ভিজে একাকার।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২
শাহ আজিজ বলেছেন: হুম , পাহাড়ি ঝরনার নিচে গোসল বেশ ভাল লেগেছিল ।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪১
কামাল১৮ বলেছেন: ঝর্নায় গোসলের দৃশ্যটা ভাবুন।মনে হবে আবার যৌবনে ফিরে যাই।রাজ কাপুরের সাথে জিনাতের কোন সিনেমা কি আছে?এই চলতিত্রের পরিচালক ছিলেন রাজকাপুর।