নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিক সময়ে তুর্কিতে ভয়াবহ ভুমিকম্পে প্রায় পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে । আমার তুর্কি বন্ধু মুসা সেলিক তার ফেসবুক পেজে কিছু ছবি ছাপিয়েছে । আমরাও নিহতদের জন্য দোয়া করি , ঘরবাড়ি হারানো লক্ষ মানুষের জন্য সহমর্মিতা প্রকাশ করি । ১৯৭৬ সালে চীনের থাং শান শহরটি ৭,৬ মাত্রার ভুমিকম্পে মাটির সাথে মিশে যায় । মারা যায় সাড়ে ছয় লাখ মানুষ ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০২
শাহ আজিজ বলেছেন: ওটা নিয়ে লিখছি শিঘ্রি । এরদোয়ান একটা ক্রিমিনাল , কিলার অফ দিস জেনোসাইড ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৯
কামাল১৮ বলেছেন: তুর্কি সরকার আন্তরিকতার সাথে কিছু করছে না।এলাকাটা কুর্দি প্রথান।তারা কিছুটা খুশিই মনে হয়।ধর্ম আমাদের অমানবিক করে ফেলে।সিরিয়াতেও একই অবস্থা।আল্লাহও বেছে বেছে কুর্দি এলাকাতেই গজব নাজিল করেছেন।কারন আল্লাহ মহান দয়ালু।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩১
শাহ আজিজ বলেছেন: এরদোয়ান একটা ক্রিমিনাল ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৪
নাহল তরকারি বলেছেন: দু:খ জনক।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: মর্মবিদারক ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪৮
ঢাবিয়ান বলেছেন: তুর্কির অবস্থা দেখে ভীষন ভয় লাগছে আমাদের দেশের জন্য। ভুমিকম্প ছাড়াই রানা প্লাজা ধসে পড়েছিল । ভুমিকম্প হলে যে কি হবে ভাবতেও ভয় লাগে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: লীগ দেখাইল খেলা একখান রানা প্লাজা নিয়া ।
আমাদের হার্ড রকের ওপর না সফট ল্যান্ডের ওপর বিধায় বেশি ক্ষতি হবে না তবে যারা দালানের ভিত কাঠামো মজবুত করেনি তাদের কপালে দুঃখ আছে ।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫০
শেরজা তপন বলেছেন: আহা বড় কষ্টের এই চিত্রগুলো!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: এভাবেই ঈশ্বর তার প্রিয় জীবদের দেখভাল করেন ।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২৪
স্প্যানকড বলেছেন: কষ্টের চিত্র দেখতে ইচ্ছে করে না কিন্তু উহাই দেখতে হচ্ছে বারবার। ভালো থাকবেন সব সময়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: কষ্ট , সুখ , আনন্দ , বেদনা নিয়েই জীবন ।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩
মোঃ আবদুল লতিফ সবুজ বলেছেন: দালানের ভগ্নাবশেষ দেখে দালান গুলো ম্যান সম্মত মনে হচ্ছে না একদম। ধ্বংস স্তুপে পরিনত হওয়া দালানের পাশেই একদম অক্ষত দালান ও দেখা যাচ্ছে.।।। তুরুস্ক সরকারও কেন যেন মনে হচ্ছে এই ব্যপারে খুব বেশি আন্তরিক না.।.।.।। ছন্দ ঠিক নেই কোথাও যেন কিছু একটা সমস্যা আছে.।.।। কি সেটা??
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০১
শাহ আজিজ বলেছেন: এসব বিনা অনুমোদনে নির্মিত দালান গুলোকে দায়মুক্তি দিয়েছে এরদোয়ান সরকার দুই দুই বার । যার ফলাফল এই ধংসযজ্ঞ । মোটা ঘুষের বিনিময়ে কতৃপক্ষ লুটেছে কোটি ডলার । দালান ঠিকাদারের বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক । গ্রেফতার হয়েছে কিছু বাকিরা পালিয়েছে কিন্তু মৃতরা ফিরে আসেনি ।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭
এম ডি মুসা বলেছেন: খবরে দেখলাম খুব খারাপ লাগছে তবু কিছু করার নাই
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৪
শাহ আজিজ বলেছেন: শান্তির জন্য প্রার্থনা করুন ।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে মনটা ভীষন খারাপ হয়েছে।
আমি চাইনি, এই পোষ্টে আসতে। কেন যে এলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২১
শাহ আজিজ বলেছেন: এসেই যখন পড়েছ , ভাল করে দেখ ।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৫
অধীতি বলেছেন: আমিতো পুরান ঢাকাতে থাকে। সংবাদে দেখি ঝুঁকিতে আছি চারিদিকে যেই ঘিঞ্জি এলাকা কেউ পালানোর পথও পাবেনা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
শাহ আজিজ বলেছেন: আমাদের শাসকদের কারো মাথায় এই পুরাতন ঢাকা নিয়ে মাথাব্যাথা নেই । এটা নিয়ে একটা মহাপরিকল্পনা করা যেতে পারে । একটি করে সেকশন করে বহুতল বা জমির মালিকদের ইচ্ছা অনুযায়ী দালান হাঁকানো যেতে পারে । গোটা পুরাতন ঢাকা দ্বিতল রাস্তার আওতায় আসবে । খেলার মাঠ , জলাধার , বাগান থাকবে যা পুরাতন ঢাকার পচা কনসেপ্টকে বদলে দেবে । দরকার ফান্ড । বন্ড ছাড়া যেতে পারে যা সাধারন নাগরিকদের টাকায় বেড়ে উঠবে ।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৬
সোনাগাজী বলেছেন:
এরদেগানের সময়, তুরস্কে ফাঁকিবাজীর বিল্ডিং উঠেছে।