নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিশোরগঞ্জের বাজিতপুরের একটি বাড়ির বাইরের দেয়ালের ছবি এটি । নানা রকমের বইয়ের মোড়কের ছবি একে অদ্ভুত সুন্দর একটি আইডিয়া তুলে ধরা হয়েছে । এর নান্দনিক বিষয় অত্যন্ত উচুমানের । আপনিও আপনার প্রিয় বইগুলো এভাবে দেওয়ালে তুলে ধরতে পারেন । শহরের একজন পরিচিত ব্যাক্তি হয়ে উঠুন যার রুচির মান খুব উচু । বি দি ফার্স্ট ।
ছবি - স্বকৃত নোমানের ফেসবুক পেজ থেকে ।
০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:১৫
শাহ আজিজ বলেছেন: আর সেই জন্যই পোস্ট করে দিলাম । কারো না কারো বাড়ি আছে এরকম মফস্বলে । খোদ ঢাকায় গোটা ফ্লাট বাড়িতে হতে পারে এরকম বা ভিন্ন বাঙ্গাল ডিজাইন ।
২| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪২
বিষাদ সময় বলেছেন: চমৎকার আইডিয়া!!!
০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৪
শাহ আজিজ বলেছেন: আমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন এরকম পন্থা অনুসরন করি ।
৩| ১০ ই মার্চ, ২০২৩ রাত ১:৪৬
কামাল১৮ বলেছেন: আইডিয়াটা নতুন।ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে আসছে।ঘরের চোট্ট একটা অংশ উন্মুক্ত পাঠাগার করলে আরো ভালো।দুই একটা পত্রিকা দুই একটা ম্যাগাজিন গোটা কতেক বই।
১০ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৩
শাহ আজিজ বলেছেন: শুরু তো হল এবার এর শাখা প্রশাখা বেরুবে । কাউকে না কাউকে লিড নিতে হয় ।
৪| ১০ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৯
দারাশিকো বলেছেন: দেয়ালে পোস্টার আর রাজনৈতিক চিকা থেকে বাঁচার জন্য এই কষ্ট করতে হয়েছে নিশ্চিত। বাংলাদেশের রং এর কোম্পানীগুলো কিন্তু এই উপায়ে বিজ্ঞাপন দিতে পারে। এলাকাটা সুন্দর আর রঙ্গীন হবে, বিজ্ঞাপনের কাজটাও হবে।
১০ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫৫
শাহ আজিজ বলেছেন: হুম , আমিও তাই ভেবে এই পোষ্টটা দিয়েছি । ভাল ভাল বইয়ের বিজ্ঞাপন এমনিতেই হয়ে যাবে । পোস্টার , চিকা বন্ধ হবে ( সে আশার গুড়ে বালিও হতে পারে ) । বই বিক্রি বাড়বে , রঙ কোম্পানি নিজেদের ব্যাবসা বৃদ্ধির স্বার্থে এসব কাজ প্রমোট করবে , নগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে ।
৫| ১০ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন আইডিয়া। দেখতেও ভালো লাগছে।
১০ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫৪
শাহ আজিজ বলেছেন: কিন্তু কে এর উদ্যোক্তা তা উল্লেখ করেনি নোমান ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দারুণ, রুচিশীল আইডিয়া।