নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা কবো না
শাহ আজিজের ছড়া
না যদি খাও বন্ধু
কথা কবো না
এত খানা সোনারগাওয়ের
বারো রকম স্বাদ
বারো মাছি ঘোরে ফেরে
সুযোগ পায়না
না যদি খাও বন্ধু
দেখা দেব না ।
ওরে হারুন এত খাবার খাইতে গেলে
ফাইটা যাইব প্যাট ,
কি যে কন গয়েশ্বর বাবু
আদেশ পালন করতে গিয়া
আমার অবস্থা জবুথবু
নাকের সামনে প্রোমোশন
হাতছানি দেয় বিদেশ ভ্রমন
আপনি এখন সন্ধ্যা নাগর
চান্দেরও সমান
লীগ পড়লে আপনি মন্ত্রী
দিয়েন চান্স সেবা করার
হারুন ওরে হারুন আই জির চেয়ার
করমু খালি দাও বৌদির রান্ধা ঝোল
সোনারগাওয়ের খাদ্য দামী বড্ড
পেটে সইবে না ! আহ কি শান্তি ডি বির খাবার
৩১ শে জুলাই, ২০২৩ রাত ৮:৪০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ প্রথম পাঠক ।
২| ৩১ শে জুলাই, ২০২৩ রাত ১০:২৯
জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু উনার মাথায় টুপি কেন, এটা আমার কাছে এক বিরাট রহস্য!!
৩১ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৮
শাহ আজিজ বলেছেন: ব্যান্ডেজ তার ওপর টুপি লাগাইছে মনে হয় ।
৩| ৩১ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫০
জ্যাক স্মিথ বলেছেন: না উনি মাঝে মাঝেই টুপি পরেন যদিও তিনি একজন হিন্দু।
৩১ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪১
শাহ আজিজ বলেছেন: নেহরুও টুপি পরতেন ---------
৪| ৩১ শে জুলাই, ২০২৩ রাত ১০:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: গুগল করলেই উনার টুপি পড়া অনেক ছবি পাবেন।
৩১ শে জুলাই, ২০২৩ রাত ১১:৪০
শাহ আজিজ বলেছেন: হয়ত গান্ধী / নেহরুর পথ ধরেছেন ।
৫| ০১ লা আগস্ট, ২০২৩ রাত ১:৫৮
কামাল১৮ বলেছেন: খোকার রক্ত বৃথা গেছে।কারণ সেটাছিলো গরুর কলিজার রক্ত।এটা হিন্দুর রক্ত।দেখাযাক এই রক্তে কতটা কাজ হয়।এই আধলা ইট কোনদিক থেকে আসলো।
০১ লা আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: গ্যাস স্প্লিনটার মাথায় লেগেছে । বি এন পি বলছে গুলি ।
৬| ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১০:০৬
শেরজা তপন বলেছেন: শাহ আজিজ ভাই, এইটা আপনার কয় নম্বর কবিতা?
০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৩১
শাহ আজিজ বলেছেন: জানিনা , গুনে দেখিনি
৭| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:২৫
রানার ব্লগ বলেছেন: জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু উনার মাথায় টুপি কেন, এটা আমার কাছে এক বিরাট রহস্য!!
সময় হইছে ধর্মীয় ইমোশনাল স্যাবটেজ করার । টুপি শেষ ভরসা । হিন্দু মুসলিম ভাই ভাই । টুপিতে তাই দোষ নাই ।
খাবার খেয়ে ও বলে খাই নাই । বোঝেন অবস্থা ।
০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: গয়েশ্বর ফাইসা গেছে ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৩ রাত ৮:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব কিছুই চমৎকার!