নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। নুরুর অ্যালবাম

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৪৩





আজ বিকেলে খুব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে টি এস সি মোড়ে । ছাত্রনেতা নুরুল হক নুরুকে বেধড়ক মারপিট করেছে ছাত্রলীগের কর্মীরা । হটাত ছাত্রলীগ কেন এত অসহনীয় হয়ে গেল জানিনা তবে ঘটনা শুভ নয় ।গণ অধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান প্রথম আলোকে বলেন, নুরুল হকের মুখ দিয়ে রক্ত পড়া এখনো বন্ধ হয়নি। তাঁর মাথায় একাধিক জায়গায় আঘাত লেগেছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর সিটি স্ক্যান করতে হবে। বর্তমানে তিনি কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।





ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র নুরুল হক ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সে সময়ও কয়েক দফায় ছাত্রলীগের হামলার শিকার হয়েছিলেন তিনি। আমি নুরুর সমর্থক নই তবুও বিষয়টি সন্দেহজনক । সরকার বা পুলিশ কিছুই করবে না তবে লীগ মারামারি হানাহানির রাস্তা খুলে রাখল যা শুভ নয় ।





প্রথম আলো





প্রথম আলো

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৫৩

আমি নই বলেছেন: ছাত্রলীগ কবে সহনীয় ছিল? এদেন ব্যান করতে পারলে অন্তত ৫০% ক্রাইম কমে যেত।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: ;) একদম সাইজ করে দিলেন ।

২| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: হিরো আলম মার খাওয়ার পর আমি বলেছিলাম নুরু মার খাবে। দেখলেন তাই হলো।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম , বলেছিলে? বেশ বলেছ । :((

৩| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:০৪

রানার ব্লগ বলেছেন: নুর পাঠা গোত্রের প্রানী। এর একটা ধারনা হইছে সে বর্তমান রাজনীতিতে একটা ফ্যাক্ট কিন্তু এই পাঠা জানে না যে তাকে শূলে চড়িয়ে নিচে বসে কেউ জলপাইয়ের আচার চাটছে।

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:০৫

শাহ আজিজ বলেছেন: কে সে , চাটছে????

৪| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:০৮

রানার ব্লগ বলেছেন: বি এন পি ও কিছু নব্য আওমিলীগ

০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: হুম , জানলাম , ধন্যবাদ ।।

৫| ০৩ রা আগস্ট, ২০২৩ রাত ৩:০৬

কামাল১৮ বলেছেন: নুরের কপালে আরো দুঃখ আছে।ওজন বুঝে কথা বলতে হয়।তার শুরুই ভুল রাজনীতি দিয়ে।সে শিবিরের ক্যাডার।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: শিবিরের ক্যাডার হলেই কি এমনভাবে মারধর করতে হবে ? লীগ এবং জামাত একসময়ে একই সাথে সংগ্রাম করেছে এরশাদের বিরুদ্ধে ।

৬| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৭:২৯

তানভির জুমার বলেছেন: হটাত ছাত্রলীগ কেন এত অসহনীয় হয়ে গেল। এইটা দেখে হাসি পেল ছাত্রলীগ কবে সহনীয় ছিল? এরশাদ জীবনে একটা কাজ ভালো করতে চেয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:২১

শাহ আজিজ বলেছেন: শিবির , লীগ এবং দল কেউইই সহনীয় ছিল না সময় থেকে সময়ে ।

৭| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:

একটা পতাতক আসামীকে নিজের বেডরুমে দিনের পর দিন লুকিয়ে রাখা কি সু নাগরিকেরপরিচয়?

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:২৫

শাহ আজিজ বলেছেন: এই বিষয়ে আমি জানিনা , খুলে বলুন তো !

৮| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ৯:৫০

ধুলো মেঘ বলেছেন: ছাত্রলীগের সাথে হিরো আলম বেয়াদবী করতে যায়, মাইর খায়। ভিপি নুরু বেয়াদবী করে, মাইর খায়। এতে ছাত্রলীগের জাত যায়না - কিন্তু এদের ভিউ বাড়ে।

০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:২৩

শাহ আজিজ বলেছেন: হুম , এদের কেউই নিষ্কলুষ নয় ।

৯| ০৩ রা আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৬

শাওন আহমাদ বলেছেন: ছাত্রলীগ কবে সহনীয় ছিল? এদেন ব্যান করতে পারলে অন্তত ৫০% ক্রাইম কমে যেত। ২

০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: এই সময়ে কোন ছাত্র সংগঠন ক্রাইমমুক্ত নয় ।

১০| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:২২

রানার ব্লগ বলেছেন: @ শাওন আহমাদ @ তানভির জুমার ছাত্র শিবিরের রগ কাটার ইতিহাস সম্পর্কে আপনাদের কোন আইডিয়া আছে ? শিবির একাধারে কতো মানুষ হত্যা করছে এর সম্পর্কে কোন আইডিয়া আছে ? আর লীগ এবং দলের ছাত্র (সন্ত্রাসী) শাখা তো এরা ধার করে চলে । আজ যে লীগ(সন্ত্রাসী) কাল সে দলের (সন্ত্রাসী) হবে । এটাই চলে আসছে ।

১১| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫১

শাওন আহমাদ বলেছেন: এই সময়ে কোন ছাত্র সংগঠন ক্রাইমমুক্ত নয়, এটার সাথেও আমি একমত। আমি কোনো ছাত্র রাজনীতিরই পক্ষে নোই। শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত হোক।

০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ১:২৭

শাহ আজিজ বলেছেন: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে । এটাই আমার আজকের শ্লোগান ।

১২| ০৩ রা আগস্ট, ২০২৩ দুপুর ২:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা সবাই সন্ত্রাসী।

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৫

শাহ আজিজ বলেছেন: এরা এখন সবকিছুই করে ।

১৩| ০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৩:২০

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে । এটাই আমার আজকের শ্লোগান ।


ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে লীগ আর দলে হাহাকার লেগে যাবে । এরা আছেই এদের উছিলায় !!!

০৩ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৪

শাহ আজিজ বলেছেন: ------------- এবং দুই নেত্রী এটা ভাল বোঝে ---------------

১৪| ০৩ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

মোস্তফা সোহেল বলেছেন: দেশে কথা বলার স্বাধীনতা নাই এটাই তার প্রমান।
আওয়মিলীগ খারাপ কিছু করলেই এক পক্ষ বিএপি কি কি খারাপ করেছে তার ফিরিস্তি গাইতে থাকে।
বিএনপি খারাপ করেছে বলে কি তাদেরও খারাপ কিছু করা জায়েজ হয়ে গেল।
১৫ বছর ক্ষমতাই থেকে সাধারন মানুষের মৌলিক অধিকার গুলো সহজ করা আওয়ামিলীগের উচিত ছিল।
আমি দলকানা লোক পছন্দ করি না।হাজার খারাপ করলেও দলের গুনোগান গাইতে হবে?

০৩ রা আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

শাহ আজিজ বলেছেন: এই দলকানা লোকেদের নিয়েই যত সমস্যা । খারাপকে খারাপ এবং ভালকে ভাল বলার সৎ সাহস নেই এদের । এরাই আগ বাড়িয়ে বিরুপ কথাবার্তা বলে থাকে ।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১২:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: চাত্রলীক নুরু পেটানোই বেশ পটু

০৪ ঠা আগস্ট, ২০২৩ দুপুর ১২:৪৪

শাহ আজিজ বলেছেন: নুরুর গায়ে মাংস নাই হাড্ডিতে মাইরা কি সুখ পায় ছাত্রলিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.