নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭৭ সাল । আমার সিনিয়র রুমমেট রেজা ভাই বললেন চল আজ ঈদের দিন , বেড়িয়ে আসি । রেজা ভাইই একমাত্র ব্যাক্তি যিনি আমায় বিবিধ জায়গায় নিয়ে যান আর নতুন মানুষদের সাথে পরিচয় করিয়ে দেন । ঈদ পার্বণে ছুটি থাকলেও এবার বিদ্রোহী হয়েছি যে ইদে বাড়ি যাবনা । যেতে যেতে আমায় বললেন আমরা এক ছাত্রীর বাসায় যাচ্ছি যে দিল্লিতে শিশু চিত্রকলায় প্রথম পুরস্কার পেয়েছে । রেজা ভাই কিছুদিন আগে একটা ছোট জলরং চিত্র দেখিয়ে বলেছিলেন এটা আমি যে ছাত্রীকে ছবি আকা শেখাই তার আঁকা , দিল্লি পাঠাবো শঙ্কর শিশু চিত্র অংকন প্রতিযোগিতায় । ইস্কাটনে ঢোকার মুখে আমায় রেজা ভাই বললেন শহিদুল্লাহ কায়সারের কথা মনে আছেতো ? মুক্তিযুদ্ধের শহীদ , আমরা তার বাসায় যাচ্ছি । দরজার কাছে একটা বেতের সোফায় বসে সাদা শাড়িতে , সাজগোজ এবং গহনাবিহীন পান্না কায়সার হেসে আমাদের আহবান জানালেন এসো এসো । দুই পিচ্চি একজন শমী আরেকজন অমি । আরেকজন বালককে দেখা গেল যে একই রকম প্রিন্ট খদ্দরের জামা পায়জামা পরে আছে , ও গৃহকর্মী । রেজাভাই আস্তে আস্তে আমায় বললেন ওই ছেলেটিও তাই পরে যা অমি এবং শমী পরে । ঈদ পার্বণের উৎসবে ওর আলাদা বলে কিছু নেই । এবার পান্না আপা আমাদের বললেন টেবিলে খাবার দেওয়া আছে , তুলে দেওয়ার অভ্যাস নেই , না খেলে ঠকবে । আসলেই কত কিছু রান্না করেছেন আপা । পছন্দসই খাবার তুলে নিলাম এবং খেলাম । এরপর দীর্ঘসময় চলে গেছে , প্রবাসী হওয়ার কারনে ছোট বন্ধনটুকু আর রইল না । শমী বড় হয়েছে এবং নাটক সিনেমা করছে । পান্না কায়সার সংসদ সদস্যা হলেন , কাগজে , টি ভি তে দেখি । পান্না আপার শেখানো উৎসবে সমমানের পোশাক আর টেবিলে মুক্ত বিচরন বহুদিন পালন করেছি । স্ত্রী (প্রয়াত) যথেষ্ট আগ্রহ না দেখানোতে বাদ গেল সাম্যবাদ প্রকল্প ।
আজ দুপুরে অনলাইনে পান্না আপার মৃত্যু সংবাদ অনেক স্মৃতিময় সময়কে টেনে আনল । শমী এখন এফ বি সি সি আইএর সহ সভাপতি , ভাল লাগলো জেনে ।
মৃত মানুষের জন্য দোয়া পড়ে নিলাম ।
০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১১:২৪
শাহ আজিজ বলেছেন: তাই হোক ।
২| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:০৯
কামাল১৮ বলেছেন: সংগ্রামী জীবনের অবসান হলো।
০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১১:২৩
শাহ আজিজ বলেছেন: দোয়া ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:০৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার জন্য দোয়া। ২১ বছর বয়সে বিধবা হয়েছেন। তারপরে এক ছেলে আর এক মেয়েকে নিয়ে ৫২ টা বছর পার করে দিলেন।
০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১১:২৩
শাহ আজিজ বলেছেন: হুম ,খুব শক্ত সামর্থ্যবান সংগ্রামী নারী ছিলেন ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১০:৫১
শায়মা বলেছেন: আমি জানতাম না উনার মৃত্যু সংবাদ!
ভালো থাকুন তিনি ওপারের দেশে।
০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ১১:২০
শাহ আজিজ বলেছেন: দোয়া ।
৫| ০৫ ই আগস্ট, ২০২৩ রাত ১:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: গৃহকর্মীর প্রতি তার সাম্যবাদী আচরণটা তার প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দিল। সংগ্রামী মহিলা ছিলেন।
০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:২১
শাহ আজিজ বলেছেন: পান্না আপার অনেক আচরণই আমার ভাল লাগত ।
৬| ০৫ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০
ধুলো মেঘ বলেছেন: শমী কায়সার খুবই অযোগ্য একজন বিজনেস লিডার - কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে সে এই পর্যন্ত আসতে পেরেছে।
০৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৯
শাহ আজিজ বলেছেন: হুম , ওর অভিনয় জীবনই ভাল ছিল , কেন বিজনেস লিডারশিপের দরকার হল জানি না ।
৭| ১৯ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:১৫
সোহানী বলেছেন: পান্না কায়সারকে নিয়ে আরো উচ্ছলতা আশা করেছিলাম পত্রিকায়। কিন্তু পেলাম না।
শমীকে চিনি বিভিন্নভাবে। সবাই এখন দেশে ধান্দাবাজ..................
১৯ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১১
শাহ আজিজ বলেছেন: হা হা হা , আমরাও ধান্দাবাজ হয়ে গেছি ।
পত্রিকাওয়ালা পরীকে চেনে ভাল পান্না কায়সারকে না ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২৩ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।