নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অযথা মিসাইল ছোড়ায় তার তুল্য কেউ নেই এই ভবে । বছরে কিম কয়েক দফা লাফালাফি করে আবারো চুপটি মেরে যায় । কিম জং-উন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল পাক সু ইলকে বরখাস্ত করেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধের আশঙ্কার কথা মাথায় রেখে সেনাবাহিনীকে আরও বেশি করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে কিম অস্ত্রের উৎপাদন বাড়ানো ও সামরিক মহড়া বিস্তৃত করারও নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার শত্রুদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। তবে শত্রু কারা তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এটাই পাগলের বৈশিষ্ট । করোনার শুরুতে কয়েকটি মিসাইল মেরে দুঃখ বা আনন্দ কোনটা প্রকাশ করেছিল জানা যায়নি । করোনায় আক্রান্ত প্রথম ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছিল ।
আমরা অপেক্ষায় রইলাম কিমের শত্রুকে একনজর দেখার জন্য ।
১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:০৭
শাহ আজিজ বলেছেন: হা হা হা , যা বলেছেন ।
২| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:১৮
রিফাত হোসেন বলেছেন: সে বাহিরে পড়াশুনা করেছে। তার বাবা আর সে এক নয়। সম্ভবত, কিম যে কোন সিদ্ধান্তে পারিবারিক ও পারিপার্শ্বিকভাবে প্রভাবিত।
১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১০
শাহ আজিজ বলেছেন: কি জানি বাবা , এরা গুষ্টি শুদ্ধাই পাগল ।
৩| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী/সোনাগাজী ঠিকই বলেছিলেন, কিম, ট্রাম্প, এরদোয়ান আর পুতিন এরা জল্লাদ। এরা পৃথিবীর খারাপ সন্তান।
১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১১
শাহ আজিজ বলেছেন: হুম , কথা ঠিক আছে ।
৪| ১০ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
কামাল১৮ বলেছেন: কোরিয়ার প্রথানশত্রু কোরিয়াকে যারা দুইভাগ করে রেখেছে।আমেরিকা ওখান থেকে তাদের ঘাঁটি সরিয়ে নিলে কালকেই দুই কোরিয়া এক হয়ে যাবে।যেমন হয়েছে ভিয়েতনাম।হাজারো নিশেধাজ্ঞার পরেও দেশটি টিকে আছে।
১০ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
শাহ আজিজ বলেছেন: এই খোঁচাখুচির রাজনীতি থেকে নিষ্কৃতি প্রায় অসম্ভব ।
৫| ১০ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৫০
ঢাবিয়ান বলেছেন: যত নষ্টের গোড়া হচ্ছে সেনাবাহিনী ।একটা সময় হয়ত এমন পৃ্থীবি হবে যখন সেনাবাহীনি বলে আর কিছু থাকবে না।
১০ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৩৩
শাহ আজিজ বলেছেন: কিন্তু লাঠিয়াল থাকবে নিশ্চিত
৬| ১১ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৯
কাছের-মানুষ বলেছেন: দক্ষিন কোরিয়া এবং উত্তর কোরিয়ার যেই যুদ্ধ লেগেছিল সেটার মিমাংসা হয়নি তবে বিগত ৫০-৬০ বছর ধরে তা যুদ্ধ বিরতী চলছে! উত্তর কোরিয়া মাঝে মাঝেই দক্ষিন কোরিয়াকে হুংকার এবং উস্কানি দেয়!
একবার উত্তর কোরিয়া এবং দক্ষিন কোরিয়ার যুদ্ধ লাগে লাগে অবস্থা, আমি তখন কোয়াতে থাকি, যুদ্ধ লাগলে কিভাবে আন্ডার গ্রাউন্ডে লুকাতে হবে সেটা ট্রেনিং দিচ্ছিল যদিও আমি ট্রেনিং এর কথা শুনে হষ্টেল থেকে গায়েব হয়েগিয়েছিলাম!
এই পাগলার মাথা আরো গরম!
১১ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৫৪
শাহ আজিজ বলেছেন: আপনি তো আপনার স্মৃতিবহুল ভাণ্ডার নিয়ে লিখতে পারেন ব্লগে ।
৭| ১১ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: অ্যামেরিকা আর ইউরোপকে ভয়ের মধ্যে রাখার জন্য এরকম পাগল দুই একটা থাকার দরকার আছে। তবে এ কিন্তু সেয়ান পাগল।
১১ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:০৪
শাহ আজিজ বলেছেন: আমার ভাবনা আমেরিকা - ইউরোপ এই পাগলকে পুরো সাপোর্ট দিয়ে টিকিয়ে রেখেছে কারন প্রতিপক্ষের অস্ত্রপাতি থাকলে যুদ্ধগুলো জমে ভাল । মাঝখান দিয়ে চীনের শতভাগ লাভ ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:০১
রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের ১০০ কোটি টাকা বকেয়া ফেরত চান আপনিও শ ফর শত্রু হয়ে যাবেন ।