নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ভুমিকম্প

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৫

টেবিলে বসে খাচ্ছি হটাৎ আমি দুলুনি অনুভব করলাম । আরে এতো প্রচণ্ড দুলুনি । মেয়েও দুলছে , পানি দুলছে , ফিল্টার পানিসহ দুলছে । ভাবছি এস ও এস দিয়ে নেমে যাব নাকি ? ৭ রিক্টার স্কেলের উপরে হবে শিউর । টি ভি বলছে ৫ , বকোয়াজ সব ।


তবে যাই বলুন আজকের দুলুনি উপভোগ করার মত ।

আপনারা কেমন আছেন ?????????????

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৬

অপলক বলেছেন: চরম...

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন

২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৮

অপলক বলেছেন: সিলেট কানাইঘাট থেকে মাত্র ৫ কিমি দূরে। রিক্টার স্কেলে ৫.৫...

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন

৩| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২২

জুন বলেছেন: আমি খেয়ে দেয়ে বিছানায় বসে মোবাইলে ব্রাউজ করছি। তখনই টের পেলাম।

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: আমিও খাচ্ছিলাম------

৪| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



সিলেটের কানাইঘাটে ভূমিকম্প হয়েছে বলে ইউএস সংবাদ জানিয়েছে। ভূমিকম্প ৫.৫ ই ছিলো, ৭ অনেক বড় বিষয়।

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন

৫| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩০

রানার ব্লগ বলেছেন: ৫. ৪২ মাত্রায়

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন

৬| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: ৭ মাত্রার হলে তুরস্কের অবস্থা হতো ঢাকার।৫এর আশেপাশে হবে।যে হারে গরম বাড়ছে বড় মাপের ভুমিকম্প হবার আশংঙ্কা আছে।

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন

৭| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪০

শায়মা বলেছেন: ভাইয়া

এত বড় সড় দুলুনী ৭ না হোক ৬ তো হওয়া উচিৎ ছিলো! :(

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: কি জানি আজকের দুলুনি বেশী ছিল । কিন্তু সবাই বলছে ৫ , কিছু একটা গোলমাল হচ্ছে ।

৮| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,




আতঙ্কজনক। দেশটা তো ভূমিকম্পের ঝুঁকিতে আছেই! কখন যে কি হয়!
সবাই নিরাপদে থাকুন.........

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০০

শাহ আজিজ বলেছেন: ঢাকা এখন কম্পনের এপি সেন্টারের কাছাকাছি । ভাল আছি , ধন্যবাদ আহমেদ ।

৯| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভূমিকম্পের কেন্দ্র কাছে হওয়াতে দুলুনি বেশী অনুভুত হয়েছে। তাই হয়তো সাড়ে পাঁচই সঠিক। ৭ মানে তো ভয়ংকর অবস্থা। ৬ বা তার বেশী হলেই বিপদ।
আমি টের পাই নাই। কয়টার সময় হয়েছিল?

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: পৌনে নয়টার পরপর । আমাদের মিরপুরে দুলুনি বেশী ছিল । আমার মেয়েও বলল এরকম দুলুনি আগে দুলিনি ।

১০| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫০

শেরজা তপন বলেছেন: আমি আর আমার ছেলে কাঁপুনি টের পাইলাম। মনে হল অনেক্ষন ধরে দুলুনি হচ্ছে!!

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: আমরাও মৃদু দুলুনিতে কয়েক মিনিট দুলেছি ।

১১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৯

শায়মা বলেছেন: ভূমিকম্পে আমার আর একদমই ভয় লাগে না। মনে হয় নাহ বাংলাদেশের উপর আর কিছু না থাক আল্লাহর রহমত আছে নইলে এতদিনে তো গুড়া গুড়া হয়ে যাবার কথা ছিলো! #:-S

আমি আসলেই ভুই পাইনা তবে মাথাটা একটু ঘুর ঘুর লাগে।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৭

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ স্পঞ্জ টাইপ মাটি তো তাই দুলুনি রিদমিক , পাহাড়ি রকি এলাকা হলে ক্ষয় ক্ষতি বেশী হতো ।

১২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: আমি কেন যে টের পেলাম না!!!

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৭

শাহ আজিজ বলেছেন: ---------চিকেন খাইতাছিলা ----------

১৩| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ---------চিকেন খাইতাছিলা -----

একদম ঠিক ধরেছেন।

১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৭

শাহ আজিজ বলেছেন: :P

১৪| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

জ্যাক স্মিথ বলেছেন: আমি এই দুনিয়ায় মাত্র দুটি জিনিস ভয় পাই- ১: ভুমিকম্প ২: বজ্রপাত।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৯

শাহ আজিজ বলেছেন: হুম --------------------------- আমিও ডরাই ।

১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১১

শাহ আজিজ বলেছেন: একটা বিষয় লক্ষ্য করেছেন যে কোন মিডিয়াই নিউজ করেনি এ নিয়ে !!

১৫| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি অফিসে ছিলাম কিন্ত কোন ভূমিকম্প টের পেলামনা ।

১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৯

শাহ আজিজ বলেছেন: আপনি কম্প প্রুফ !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.