নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেবিলে বসে খাচ্ছি হটাৎ আমি দুলুনি অনুভব করলাম । আরে এতো প্রচণ্ড দুলুনি । মেয়েও দুলছে , পানি দুলছে , ফিল্টার পানিসহ দুলছে । ভাবছি এস ও এস দিয়ে নেমে যাব নাকি ? ৭ রিক্টার স্কেলের উপরে হবে শিউর । টি ভি বলছে ৫ , বকোয়াজ সব ।
তবে যাই বলুন আজকের দুলুনি উপভোগ করার মত ।
আপনারা কেমন আছেন ?????????????
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৮
অপলক বলেছেন: সিলেট কানাইঘাট থেকে মাত্র ৫ কিমি দূরে। রিক্টার স্কেলে ৫.৫...
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
৩| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২২
জুন বলেছেন: আমি খেয়ে দেয়ে বিছানায় বসে মোবাইলে ব্রাউজ করছি। তখনই টের পেলাম।
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৫
শাহ আজিজ বলেছেন: আমিও খাচ্ছিলাম------
৪| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
সিলেটের কানাইঘাটে ভূমিকম্প হয়েছে বলে ইউএস সংবাদ জানিয়েছে। ভূমিকম্প ৫.৫ ই ছিলো, ৭ অনেক বড় বিষয়।
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
৫| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩০
রানার ব্লগ বলেছেন: ৫. ৪২ মাত্রায়
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
৬| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩১
কামাল১৮ বলেছেন: ৭ মাত্রার হলে তুরস্কের অবস্থা হতো ঢাকার।৫এর আশেপাশে হবে।যে হারে গরম বাড়ছে বড় মাপের ভুমিকম্প হবার আশংঙ্কা আছে।
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন
৭| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪০
শায়মা বলেছেন: ভাইয়া
এত বড় সড় দুলুনী ৭ না হোক ৬ তো হওয়া উচিৎ ছিলো!
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬
শাহ আজিজ বলেছেন: কি জানি আজকের দুলুনি বেশী ছিল । কিন্তু সবাই বলছে ৫ , কিছু একটা গোলমাল হচ্ছে ।
৮| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
আতঙ্কজনক। দেশটা তো ভূমিকম্পের ঝুঁকিতে আছেই! কখন যে কি হয়!
সবাই নিরাপদে থাকুন.........
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: ঢাকা এখন কম্পনের এপি সেন্টারের কাছাকাছি । ভাল আছি , ধন্যবাদ আহমেদ ।
৯| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভূমিকম্পের কেন্দ্র কাছে হওয়াতে দুলুনি বেশী অনুভুত হয়েছে। তাই হয়তো সাড়ে পাঁচই সঠিক। ৭ মানে তো ভয়ংকর অবস্থা। ৬ বা তার বেশী হলেই বিপদ।
আমি টের পাই নাই। কয়টার সময় হয়েছিল?
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৪
শাহ আজিজ বলেছেন: পৌনে নয়টার পরপর । আমাদের মিরপুরে দুলুনি বেশী ছিল । আমার মেয়েও বলল এরকম দুলুনি আগে দুলিনি ।
১০| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫০
শেরজা তপন বলেছেন: আমি আর আমার ছেলে কাঁপুনি টের পাইলাম। মনে হল অনেক্ষন ধরে দুলুনি হচ্ছে!!
১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৫
শাহ আজিজ বলেছেন: আমরাও মৃদু দুলুনিতে কয়েক মিনিট দুলেছি ।
১১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: ভূমিকম্পে আমার আর একদমই ভয় লাগে না। মনে হয় নাহ বাংলাদেশের উপর আর কিছু না থাক আল্লাহর রহমত আছে নইলে এতদিনে তো গুড়া গুড়া হয়ে যাবার কথা ছিলো!
আমি আসলেই ভুই পাইনা তবে মাথাটা একটু ঘুর ঘুর লাগে।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৭
শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ স্পঞ্জ টাইপ মাটি তো তাই দুলুনি রিদমিক , পাহাড়ি রকি এলাকা হলে ক্ষয় ক্ষতি বেশী হতো ।
১২| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: আমি কেন যে টের পেলাম না!!!
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৭
শাহ আজিজ বলেছেন: ---------চিকেন খাইতাছিলা ----------
১৩| ১৫ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ---------চিকেন খাইতাছিলা -----
একদম ঠিক ধরেছেন।
১৫ ই আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৭
শাহ আজিজ বলেছেন:
১৪| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৬
জ্যাক স্মিথ বলেছেন: আমি এই দুনিয়ায় মাত্র দুটি জিনিস ভয় পাই- ১: ভুমিকম্প ২: বজ্রপাত।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:০৯
শাহ আজিজ বলেছেন: হুম --------------------------- আমিও ডরাই ।
১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১১
শাহ আজিজ বলেছেন: একটা বিষয় লক্ষ্য করেছেন যে কোন মিডিয়াই নিউজ করেনি এ নিয়ে !!
১৫| ১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি অফিসে ছিলাম কিন্ত কোন ভূমিকম্প টের পেলামনা ।
১৬ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:২৯
শাহ আজিজ বলেছেন: আপনি কম্প প্রুফ
©somewhere in net ltd.
১| ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৯:১৬
অপলক বলেছেন: চরম...