নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য ফেরারী __আসাদ চৌধুরী
Posted on June 8, 2017 by বাংলা কবিতা
কোথায় পালালো সত্য?
দুধের বোতলে, ভাতের হাঁড়িতে! নেই তো
রেষ্টুরেন্টে, হোটেলে, সেলুনে,
গ্রন্থাগারের গভীর গন্ধে,
টেলিভিশনে বা সিনেমা, বেতারে,
নৌকার খোলে, সাপের ঝাঁপিতে নেই তো।
গুড়ের কলসি, বিষের কৌটো,
চিনির বয়াম, বাজারের ব্যাগ,
সিগারেট কেস, পানের ডিব্বা,
জর্দার শিশি, লক্ষ্মীর সরা,
নকশী পাতিল, চৌকির তলা,
সবি খুঁজলাম, খুঁজে দেখলাম নেই তো!
সাংবাদিকের কাঠের ডেস্কে,
কাগজে, কেতাবে, পুঁথিতে, কলমে,
ইনজেকশনে, দাঁদের মলমে,
ভ্যানিটি ব্যাগে বা পকেটে, আঁচলে
ড্রয়ারে, ব্যাংকে, আয়রণ সেফে
সত্য নামক মহান বস্তু নেই তো!
কবিতায় নেই, সঙ্গীতে নেই
রমণীর চারু ভঙ্গিতে নেই
পাগলের গাঢ় প্রলাপেও নেই
নাটকের কোন সংলাপে নেই
শাসনেও নেই, ভাষণে নেই
আঁধারেও নেই, আলোতেও নেই
রেখাতেও নেই, লেখাতেও নেই,
উত্তরে নেই, প্রশ্নেও নেই
লেবাসে নেই, সিলেবাসে নেই
পারমিটে নেই, বোনাসেও নেই
হতাশায় নেই, আশাতেও নেই
প্রেম-প্রীতি ভালবাসাতেও নেই
এমন কি কালোবাজারেও নেই
কোথায় গেলেন সত্য?
০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২৮
শাহ আজিজ বলেছেন: কবিতাখানি আসাদ চৌধুরীর লেখা ।
২| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৪৩
কামাল১৮ বলেছেন: তার সমসাময়িক আর কেউ বেঁচে নেই। এমনি করে একে একে সবাই চলে যায়।
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৬
শাহ আজিজ বলেছেন: সব্বাইকে যেতে হবে আজ বা কাল ।
৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৭
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
ব্যথিত - এমন একটি চলে যাওয়ার খবর জেনে।
মরনের ওপারেও কবি যেন সদা হাস্যোজ্বল থাকেন এমন প্রার্থনা রইলো।
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২০
শাহ আজিজ বলেছেন: আজ সকালেই পড়ছিলাম আসাদ ভাই ভাল আছেন , সন্ধ্যা রাতে তিনি আর আমাদের জগতের বাসিন্দা নন । পৃথিবীর সবচে অসহায় জীব হচ্ছে মানুষ ----------------
৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২৩
কালো যাদুকর বলেছেন: আপনার ব্লগ পড়লে মনে হয় খবরের কাগজ পড়ছি ( ভাল অর্থে)। আজ মনে হল কবির পোস্ট পড়ছি। কোন পত্রিকাতে আসাদ স্যারের একবিতা এসেছিল?
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৫
শাহ আজিজ বলেছেন: জানিনা , পেলাম তাই ছেপে দিলাম , শুধুই খবরের কাগজ মনে হয় ? অন্য কিছু মনে হয় না ?
৫| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:২৯
অহরহ বলেছেন: আমার সাথে এই কিংবদন্তি কবির দেখা হয়েছিল একবার, গেল জুন মাসে। তখনো কী অসাধারণ অভিব্যক্তি তাঁর মাঝে.....
আমি মর্মাহত.......
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬
শাহ আজিজ বলেছেন: আসাদ ভাই সবসময় প্রানবন্ত থাকতেন ----------------------------
৬| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
ব্লগেও নেই সত্য: অনেকে সত্য কি তাহা বুঝে না, অনেকে সত্য বলে না।
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬
শাহ আজিজ বলেছেন: চমৎকার বলেছেন ।
৭| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:৩৬
মনিরা সুলতানা বলেছেন: কী দারুণ অনুভব!
প্রিয় কবির জন্য শ্রদ্ধা ভালোবাসা। বেহেশত বাসের দোয়া রইলো।
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩১
শাহ আজিজ বলেছেন: আমার ইদানিং বেহেশত নিয়ে বেশ কৌতূহল জেগেছে , দোজগ নিয়েও তেমনি ! ঈশ্বর তুমি এতো কষ্ট আর সুখ দিয়েও নও ক্ষান্ত , দোজগে ঠেলে দিয়ে পুরাতে চাও লালসা ----------- ছিঃ ঈশ্বর ছিঃ --------
৮| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৪
সোনাগাজী বলেছেন:
মনিরা সুলতানা বলেছেন: কী দারুণ অনুভব! প্রিয় কবির জন্য শ্রদ্ধা ভালোবাসা। বেহেশত বাসের দোয়া রইলো।
-কবি বেহেশতে গেলে তো বেকার হয়ে যাবেন, ওখানে বাংগালী হুজুরারা কি বাংলা কবিতা শুনতে আগ্রহী হবেন?
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩২
শাহ আজিজ বলেছেন: ----- কবি তসবি জপবেন ---------
৯| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০৫
রোকসানা লেইস বলেছেন: এই কবিতা শুনে উনার সাথে পরিচয়।
অনেকদিন খুব কষ্ট পেলেন। শান্তিতে ঘুমান এখন
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৪
শাহ আজিজ বলেছেন: বাহ , দারুন ভাগ্যবতী আপনি ।
১০| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৮:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
সত্য হৃদয়েও নেই।
০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৫
শাহ আজিজ বলেছেন: বোমা ফাটালেন একদম -----------------
১১| ০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৫
শায়মা বলেছেন: কবির জন্য প্রার্থনা! ভালো থাকুন কবি ওপারে।
০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩০
শাহ আজিজ বলেছেন: কবি জীবদ্দশায় অনেক ভালোবাসা , সন্মান পেয়েছেন । আসাদ চৌধুরী একজন মর্যাদাবান কবি ।
১২| ০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০০
ঢাবিয়ান বলেছেন: উনার রুহের মাগফেরাত কামনা করি। ভাল থাকুক ওপারে
০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
শাহ আজিজ বলেছেন: দুয়া ।
১৩| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৫
জিনাত নাজিয়া বলেছেন: একদিন সবাই কেই যেতে হবে, তবে এতো এতো বড় গুনি ব্যাক্তিরা চলে কেন যেন খুব শুন্যতা অনুভব করি। হয়তো এদের মতোন কাউকে পাব না বলে। আল্লাহ বেহেশত নসিব করুন, আমিন।
০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৯
শাহ আজিজ বলেছেন: উনি গেলেন , নতুন কেউ আসবেন । কারো জন্য কোন কিছু অপেক্ষা করে না ।
ধন্যবাদ জিনাত ।
১৪| ০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৩:৪৭
কালো যাদুকর বলেছেন: আপনার ব্লগে একটি সাম্প্রতিক বিষয়ের সারমর্ম পাওয়া যায়। এটিবেশ ভাল একটি ব্যাপার।
০৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , একটু বুঝিয়ে বলবেন কি?
১৫| ০৭ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো মানুষ ছিলেন। প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর ভাতিজা ছিলেন। গত বছরে প্রথম সামনা সামনি দেখি এবং ছবি তুলি।
০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
শাহ আজিজ বলেছেন: গাফফার চৌ এর ভাতিজা ছিলেন তা এই প্রথম জানলাম ।
আমাদের অসংখ্যবার দেখা হয়েছে , কথা হয়েছে ।
১৬| ০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: সরি, চাচাতো ভাই ছিলেন। উইকিপিডিয়াতে আব্দুল গাফফার চৌধুরী লিখে সার্চ দিলেই এই দুই চাচাতো ভাইয়ের সম্পর্ক সম্পর্কে জানতে পারবেন। আমি ভুল জানতাম। এখন খুঁজতে গিয়ে দেখি চাচাতো ভাই ছিলেন। দুইজনেরই গ্রামের বাড়ি বরিশাল মেহেদিগঞ্জের উলানিয়ার জমিদার বাড়িতে। ওনাদের বাবারা জমিদার ছিলেন।
আব্দুল গাফফার চৌধুরী
০৭ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
শাহ আজিজ বলেছেন: হুম , জানলাম , ধন্যবাদ ।
১৭| ০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসাদ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রতি অমিত গভীর শ্রদ্ধাঞ্জলি।
আসাদ চৌধুরীর কবিতা খুব বেশি পড়া হয় নাই, কারণ, তার কবিতা তেমন টানে নি, অল্প কিছু কবিতা ছাড়া মনে রাখার মতো উল্লেখযোগ্য কবিতা তার নেই। কলেজে পড়ার সময় কোনো এক অনুষ্ঠানে তার কবিতার বই পেয়েছিলাম পুরস্কার হিসাবে। বইয়ের নাম মনে নেই, তবে, ওগুলো সম্ভবত তার কবিত্বের সেরা সময়ে লেখা কবিতা, কিন্তু আমার কাছে খুবই সাধারণ মানের মনে হয়েছিল।
পৃথিবীতে সত্য বলে কিছু আছে, আজ আর তা মনে হয় না। মিথ্যা বলা একটা শিল্প। মিথ্যাচার আর চাটুকারিতা মিলে একাকার হয়ে গেছে।
আসাদ চৌধুরীর এ কবিতাটার গাঁথুনি ভালো, কিন্তু আবেগে ঠাসা। এটা তার উল্লেখযোগ্য কবিতাগুলোর একটা।
০৭ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:২৬
ইসলামী জ্ঞান বলেছেন: অসাধারণ কবিতা