নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৪



স্বাধীনতার পরে এই ছত্রটি বেশ আকর্ষণ করেছিল আমাকে , নাড়া দিয়েছিল । কে লিখেছিল তা জানার দরকার ছিলনা এই স্কুল বালকের । নিষিদ্ধ রাজনৈতিক দলের সংস্পর্শে আসার কারনে গৃহচ্যুত এবং কবিতারা স্বল্প সময়ের জন্য নির্বাসিত হল। অনেক পরে জানলাম কবি হাফিজ হেলাল এর রচয়িতা । অনেক কবির সাথে দেখা শোনা আলাপ গল্প হয়েছে কিন্তু হাফিজ হেলালের সাথে হয়নি । তিনটি কারনে কবি সংসারী হননি আর ঘর বাধেননি । ১৯৭১ সালের ২৪ মার্চের রাতে বন্ধুর সাথে ওদের হলে গল্প করতে করতে থেকে গেলেন । রাতে ব্যাপক গোলা গুলি আর আগুনের মধ্যে কাটিয়ে সকালে ইকবাল হলের রুমে এসে ব্যাগ গুছিয়ে গেটের কাছে নির্মলেন্দু গুনের সাথে দেখা । গুন বললেন আমিতো তোমার লাশ নিতে এসেছিলাম । আমি ভেবেছি তুমি মারা গেছ । বলেই দুজন কান্নাকাটি করলেন ।
১৯৭৩ সালে প্রেমিকা হেলেন হেলালকে বললেন আজ আমার বিয়ে , বাবা মা ঠিক করেছেন । বড় আঘাত হেলালের জন্য ।

এরপর বাবার মৃত্যুতে ভেঙ্গে পড়লেন হেলাল । কারন শিশুকালে মাকে হারানোর পরে বাবাই ছিলেন একমাত্র নিকটজন । দীর্ঘ বৈরাগ্য জীবন শেষে কবির শরীরটা ভাল নেই । ৭ অক্টোবর কবি ৭৬ বছরে পা দিলেন ।

হাসপাতালের বিছানায় শুয়ে কবি সজ্জনদের বলেছেন ঘর না বাধা একটা ভুল সিদ্ধান্ত ছিল ।

প্রিয় কবি ভাল থাকুন ।


মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৪৮

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: কবির জন্য ভালোবাসা। শ্রদ্ধা।

১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ চৌধুরী ।

২| ১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৭

সোনাগাজী বলেছেন:



পরিবার যদি না'পরে, সমাজ সব মেয়ের ও সব ছেলের বিয়ের দায়িত্ব নেয়ার দরকার; তাতে সমাজ সুখী হবে।

১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০০

শাহ আজিজ বলেছেন: একটা বিবাহ ডট কম খুলতে হবে ।

৩| ১১ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৪০

স্প্যানকড বলেছেন: আমার প্রিয় কবি কদিন আগে উনার জন্মদিন গেল। উনার যে জলে আগুন জ্বলে কবিতা গ্রন্থখানি এখনও হিট। কষ্ট নিবে কষ্ট শিমুল মুস্তফা ভাই এর কন্ঠে উনার কবিতার আবৃত্তি শুনে আমার চোখ ছলছল করছে কতবার। আরও দীর্ঘদিন যেন আমাদের মাঝে তিনি থাকেন সেই দোয়া করছি। আপনিও ভালো থাকবেন।

১১ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৩৮

শাহ আজিজ বলেছেন: আমারও প্রিয় কবিদের একজন । ধন্যবাদ ।

৪| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার পছন্দের কবিদের একজন, তার বেশ কিছু কবিতা আমরা সংরক্ষণ করার চেষ্টা করেছি এখানে। ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: সংরক্ষন করার মতই তার কবিতা । দেখব লিঙ্ক ।

৫| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: এই কবির এক ঘনিষ্ট বন্ধু শশাঙ্ক পাল যে গুনের ঘনিষ্ট বন্ধু ছিলো।৭১রে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে শেষে মারা যায় নভেম্বরের শেষের দিকে।সেই সময় সমাজতন্ত্র যুবসমাজের এক স্বপ্ন ছিলো। কালক্রমে সেই স্বপ্ন ম্লান হয়ে যায়।একটি প্রজন্মের স্বপ্ন শেষ হয়ে যায়।নতুন প্রজন্ম আবার নতুন করে স্বপ্ন দেখবে।

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: আপনি ভাগ্যবান একজন যোদ্ধা হিসেবে ।

৬| ১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:১৩

অধীতি বলেছেন: কবি আবুল হাসানের সঙ্গেও নির্মলেন্দুগুনের সখ্যতা ছিল। হেলাল হাফিজ এত দীর্ঘ সময়ে কেন এত কম কবিতা লিখলেন সেটাই আমাকে আশ্চর্য করে।

১১ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৫

শাহ আজিজ বলেছেন: হেলাল হাফিজ একটু লুকিয়ে থাকার মানুষ ছিলেন । তবুও যা লিখেছেন তাইই গীতা ।

৭| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: এই কবি মাত্র একটা কবিতার বই প্রকাশ করেছেন। ''যে জ্বলে আগুন জ্বলে'।

১২ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৬

শাহ আজিজ বলেছেন: ঐ একটাই আলো জালিয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.