নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজা এবং ইসরাইলে চলতি হামলা পাল্টা হামলায় প্রচুর ক্ষয় ক্ষতি এবং জীবন হানি হয়েছে । সামান্য কিছু সংগ্রহ গাজা এবং তেল আবিবের ।
শুরুতে গাজার দৃশ্য
এবং শেষে তেলআবিবের দৃশ্য ।
১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:১৯
শাহ আজিজ বলেছেন: সমাধানে এগিয়ে আসছে এয়ারক্রাফট ক্যারিয়ার ----------------------
২| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে বুকের ভেতর মোচর দিয়ে উঠলো।
১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২০
শাহ আজিজ বলেছেন: আহত রক্তাক্ত শিশু দেখলে আমার শরীর কাপে ।
৩| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:২৯
স্প্যানকড বলেছেন: এগুলো দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি এরজন্য দায়ী মুসলিম আবাল বিশ্ব নেতাগন। উদাহরণ স্বরুপ বলা যায় এক ব্রুনাই এর রাজার ৭০০০ গাড়ি ! যাদের সম্পদ আছে এরা বিজ্ঞান জ্ঞ্যান চর্চায় বিমুখ সুতরাং মাইর খেতে হবে। এখন ঐ উপরওয়ালা ভরসা ! ভালো থাকবেন।
১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২২
শাহ আজিজ বলেছেন: সহমত , ধন্যবাদ তোমায় ।
৪| ১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:১১
ক্লোন রাফা বলেছেন: আমরা পৃথিবির বেশিরভাগ মানুষ হিপোক্রেট। প্রতি নিয়ত অসত্য বলি । নিজেরা নিজদেেরকে স্বার্থপরের মত বাচিয়ে রাখি।
প্রকৃতপক্ষে আমরা অন্যের জন্য কিছুই করিনা।
কেমন আছেন শা.আজিজ ?
১৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৫
শাহ আজিজ বলেছেন: আমি তো ভাল আছি কিন্তু তোমারে ক্যান জানি বেসামাল মনে হইতাছে
৫| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসরাইল গাজার ঘনবসতি এলাকায় বিমান হামলার আগে ১০ মিনিট আগে স্থানীয় বেতারে নোটিস পাঠায় লোকজন সরে যাওয়ার জন্য, এমনকি বিল্ডিং সুপারভাইজারকে পর্যন্ত ফোন করা হয়। এরপরও সাবধানতার জন্য যে বিল্ডিয়ে মিসাইল বা বোমা মারবে সেটাতে আঘাতের ৪-৫ মিনিট আগে একটি ফ্লেয়ার মারা হয়, যাতে আগে সবাই সাবধান হয়ে সরে যায়। যে কারনে এই বিশাল বোমা ফেলার পরও প্রাণহানি খুবই সামান্য। ২০১০ থেকে এরকমই দেখছি। এটাই হলো ইসরাইলের মানবতা-----হাকা বৈশাখী
১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২১
শাহ আজিজ বলেছেন: মুড়ি মুড়কির মত বোমা মারা অমানবিক । তবে এবার স্থল পথের অভিযান অনেক সমস্যা কমিয়ে দেবে ।
৬| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৩৮
মিরোরডডল বলেছেন:
কি ভয়াবহ!!!!
এগুলো দেখে শুধু একটাই উপলব্ধি হয় মানবতার মৃত্যু হয়েছে।
রাজনীতি আর ধর্মের গ্যাঁড়াকলে মমত্ববোধ মানবতা বলে আর কিছু নেই।
১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৫
শাহ আজিজ বলেছেন: মরুর ঐ অঞ্চলে সব মানুষই বেশী উগ্র । মানবতাবোধ কম ।
৭| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৯
নাহল তরকারি বলেছেন: ইজরাইল এই হামলা শুরু করেছে। এখন ফিলিস্তনী এটার প্রতিরোধ করছে। নিজ দেশ কে নিজেরাই শত্রু মুক্ত করবে।
১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৭
শাহ আজিজ বলেছেন: তাহলে হামাস সিনারি থেকে আউট ??
৮| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৬
মহানব্যক্তি বলেছেন: গাজা স্ট্রিপে ক্ষমতার কেন্দ্রে হামাস। কিন্তু পিএলও-র সঙ্গে হামাসের সাপে-নেউলে সম্পর্ক। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ''হামাস যা করে তা ফিলিস্তিনের মানুষের মানসিকতা নয়।''
১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১৯
শাহ আজিজ বলেছেন: আসলেও হামাসের বেশিরভাগ যোদ্ধা ভাড়া করা ।
৯| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবী উন্নত হয়েছে ঠিকই কিন্তু মানুষগুলো সভ্য হতে পারেনি।
আফসোস!!
১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: হুম , সঠিক বলেছেন ।
১০| ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২৮
মহানব্যক্তি বলেছেন: ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, হামাসের হামলার জবাবে স্থল আক্রমণের পর গাজা পুনরায় দখল করার কোনও ইচ্ছা ইজরায়েলের নেই।
তিনি বলেন, গাজা দখল করতে বা গাজায় থাকার আমাদের কোনও আগ্রহ নেই। তবে যেহেতু আমরা আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করছি এবং তার একমাত্র উপায় হামাসকে নির্মূল করা, তাদের সক্ষমতা মুছে ফেলা।
১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: উত্তম প্রস্তাব কিন্তু দেখতে হবে ইজরায়েল এটা মেনে চলে কিনা । তবে এবার যে হামাস নির্মূল হবে তা প্রায় সঠিক ।
১১| ১৬ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৪২
সাহাদাত উদরাজী বলেছেন: েলিগ্রামে কিছু ভিডিও দেখেছি, কি করুন বর্ব্রতা। ভাষাহীন।
১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৮:২৭
শাহ আজিজ বলেছেন: খুব কঠিন হৃদয়ের অমানুষ ঐ এলাকার লোকের ।
১২| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:২৫
সোনাগাজী বলেছেন:
আরবরা সমস্যা সমাধান করতে জানে না।
১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৬
শাহ আজিজ বলেছেন: সমস্যা পাকাইতে জানে------------------------
১৩| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:৩৭
মনিরা সুলতানা বলেছেন: মানবতার মৃত্যু
১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:০৭
শাহ আজিজ বলেছেন: ঐ তাবৎ এলাকায় কখনই মানবতা ছিল না ।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২১
জ্যাক স্মিথ বলেছেন: বীভৎস!! বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করা উচিৎ, এভাবে চলতে থাকলে পুরো পৃথিবীই ধ্বংস হয়ে যাবে।