নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ২৬ ঘণ্টায় ১৬০ টি পোস্ট ( রি পোস্ট )

১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ৯:০৩

গত রাত ৩০ মার্চ ৭,৪৩ মিঃ থেকে আজ ৩১ মার্চ ৯,৩০ পর্যন্ত সর্বমোট ১৬০ টি পোস্ট এসেছে সামু ব্লগারদের লেখনিতে । দেখা যাচ্ছে প্রতি ঘণ্টায় ৬,১৫ টি পোস্ট পাঠানো হয়েছে । এটি বেশ কম যা আমি ৬ মাস আগে দেখেছি । গতকালের সন্ধ্যার পোস্ট ছিল "সীমান্তের জল রেখা" আর আজ রাতের পোস্ট "জাফর ইকবাল ভক্তরা সাহায্য করুন" ।

প্রতি ঘণ্টায় ১৫ টি পোস্ট সহনশীল এবং ৬ টি পোস্ট নিতান্তই কম । লেখায় প্রনোদনা দিতে হবে । ভালো লেখার জন্য লেখরা বই পুরস্কার হিসাবে পেতে পারেন । যারা বিদেশ থাকেন সেই প্রজন্ম বাংলা লিখতে জানেনা তো তাদের কি নিজের কথামালা ইংরেজিতে লিখলে গ্রহণযোগ্য হবে? শুধু আই পি পরীক্ষা করে তবেই তাদের লেখা ছাপান যেতে পারে যে তারা সত্যি ই দেশের বাইরে থেকে লিখছেন ।

আপনাদের কি মনে হয় এবং সামু পরিচালনা কমিটি কি মনে করেন ।
মন খুলে আপনার ভাবনার কথা লিখুন ।

_________________________________________________________________
উপরে পুরাতন পোস্ট দিয়েছি কারন ব্লগে লেখার বড্ড অভাব । এব্যাপারে কতৃপক্ষ কি ভাবছেন জানা দরকার । গুরুত্বপূর্ণ একটি বিষয় আবিস্কার করে হতভম্ব আমি "আমার পোস্টে আমার প্রতিউত্তরগুলো যত্ন করে ডিলিট করা হয়েছে । কেন এবং কে সেই ক্ষমতাবান ব্যাক্তি যে এই ন্যাক্কারজনক কাণ্ড করেছে । এই পোস্টের অরিজিনে গেলেও একই কাণ্ড দেখবেন"।। লিঙ্কঃhttps://www.somewhereinblog.net/blog/shahaziz1957/29937090

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৪

অধীতি বলেছেন: লেখা আসেনা তাই লিখিনা। বিষয়টা সত্যিই দুঃখ জনক।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: দুঃখিত ।

২| ১৭ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সহমত।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৩| ১৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৫:০৯

মিরোরডডল বলেছেন:




১৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪৮ পোষ্টের পর, সকালের পোষ্ট ১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৯। অনেক গ্যাপ সেটা দেখেছিলাম।

জুনাপু বা তানভীর পোষ্ট দেয়া উচিত এখন।
ওরা নাকি পোষ্ট দিলে সবাই এতো বেশি পোষ্ট দেয় তখন, যে কয়েক ঘণ্টায় ওদের পোষ্ট পরের পাতায় চলে যায় :)

আমার পোস্টে আমার প্রতিউত্তরগুলো যত্ন করে ডিলিট করা হয়েছে । কেন এবং কে সেই ক্ষমতাবান ব্যাক্তি যে এই ন্যাক্কারজনক কাণ্ড করেছে

যতদূর জানি কেউ অন্য কারো পোষ্টে এক্সসেস পায়না এডমিন ছাড়া।
কোথাও ভুল হচ্ছে।

ইউ মাস্ট কন্টাক্ট এডমিন। ওরা বিষয়টা দেখে হেল্প করতে পারবে।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৪

শাহ আজিজ বলেছেন: অ্যাডমিন প্লিজ ।

৪| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি গতকাল বিকেল ৫ টা ৩৪ এ একটা পোস্ট করি। পরবর্তী পোস্ট আসে রাত ৮ টা ৫৭ তে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা আমার পোস্ট ব্যবধান সময়ের।

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: আরও অনেক লেখা দরকার ব্লগে ।

৫| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১১

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: অ্যাডমিন প্লিজ ।

ব্লগ কর্তৃপক্ষকে ইমেইল করতে হবে :)

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫১

শাহ আজিজ বলেছেন: তাই ই করব । ধন্যবাদ ডল ।

৬| ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫১

বাকপ্রবাস বলেছেন: একসময় ব্লগ এর জোয়ার ছিল, বর্তমান সরকার ব্লগের উপর নজরদারি করার ফলে বিভিন্ন ব্লগ ব্ন্ধ হয়ে যায়, ফেবু জনপ্রিয় হয়ে উঠলে সবাই ফেবুতেই ঢলে পরে, প্রযুক্তি পরিবর্তন এবং বর্তমান সরকার এর নজরদারি ও কড়াকড়ির ফলে ব্লগ মার খেয়ে যায়। এখন যারা আছেন সবাই পুরোনো, নতুন ব্লগার এর আসার সংখ্যা খুবই কম। আমি যখন ফেবুতে লিখতাম তখন আমাকে একজনে ব্লগ লিংক দিয়ে বলেছে এখানে লিখ, এখন এমনটা কেউ করেনা, ব্লগ কতৃপক্ষও তেমন ইনভল্ব নেই এখন। আপডেট নাই

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৪

শাহ আজিজ বলেছেন: হুম এমনতরো সরকার আর নেই দরকার ।

৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯

puzzledritzy বলেছেন: একসময় ব্লগে সুনামি হয়েছিল, কিন্তু ব্লগের ওপর সরকারের নজরদারির ফলে অনেকগুলোই বন্ধ হয়ে যায়। যখন Facebook জনপ্রিয়তা লাভ করে, লোকেরা সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ছুটে আসে এবং প্রযুক্তিগত অগ্রগতির ফলে https://eggycar.net/, সরকারী নজরদারি এবং কঠোরতার ফলে ব্লগের মৃত্যু ঘটে।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮

শাহ আজিজ বলেছেন: আপনি কি আমার পোস্টে জবাব দেবার জন্য একটা ফেক নিক খুলেছেন?? আজব লোক আপনি ।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:০৯

Yuksioa বলেছেন: আজব লোক আপনি । ragdoll archers

৯| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:১০

Yuksioa বলেছেন: আজব লোক আপনি । ragdoll archers

১০| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৯

আনডয়মুররায় বলেছেন: I’m constantly inspired by your blog! The way you make each topic approachable without losing any of the details is a real skill. You manage to keep things interesting while packing each post with useful information. It’s obvious you care about creating quality content, and that makes your blog a pleasure to follow. Thank you for the time and dedication you put into each post. https://schoolboyrunawaygame.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.