নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি . বচ্চনদের কাহিনি

২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:০২



চারিদিকে অনেক কিছুই ঘটছে এবং আমরা মুখিয়ে থাকি কি হয় ফিলিস্তিনে , ইসরায়েল হামাস কি করছে ইত্যাদি । এর মধ্যেই নজরে এলো বচ্চন পরিবারের কাহিনী । অমিতাভ বচ্চন আমার যৌবনের প্রিয় নায়ক , জয়া বাঙালী বধু আর ঐশ্বরিয়া বচ্চনদের বহুরানি ।
বচ্চন পরিবারের অন্দরমহলে অশান্তির ছায়া। শোনা যাচ্ছে, অভিষেক-ঐশ্বিরিয়ার দাম্পত্যজীবনের নেমে এসেছে বিষাদের ছায়া।

মাঝে শোনা গিয়েছিল, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে দ্বন্দ্বের জেরে জলসা থেকে বেরিয়ে গেছেন ঐশ্বরিয়া।

এদিকে এই সাংসারিক জটিলতার মাঝে মেয়ে শ্বেতাকে বাড়ি উপহার দিয়েছেন অমিতাভ বচ্চন। ‘প্রতীক্ষা’ নামের এই বাড়িটি পৈতৃকসূত্রে পেয়েছিলেন বিগ-বি। সেটিই তিনি মেয়ের নামে লিখে দিলেন।

এই বাড়িতেই অমিতাভ থাকতেন তার বাবা-মায়ের সঙ্গে। প্রতীক্ষায় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কয়ার ফুট। অন্যটি ৬৭৪ স্কয়ার ফুট।

গত ৮ নভেম্বর এই উপহার ডিড স্বাক্ষর করা হয়েছে বলেই খবর। ডিডের নথির ছবিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে জানা গেছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে।

অমিতাভ ও জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন। তবে এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। তাহলে কী বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই কি শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা? প্রশ্নের উত্তর অজানা।

আপনাদের কিছু জানা থাকলে অ্যাড করুন ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৫

কামাল১৮ বলেছেন: ভবিষ্যতের ঝগড়াঝঁটি এড়ানোর জন্য সঠিক কাজ করেছেন।

২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫১

শাহ আজিজ বলেছেন: ঝগড়া ঝাটি শুরু হয়েছে বলেই পতি গৃহ ত্যাগ ।

২| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১৭

কামাল১৮ বলেছেন: আমার কোন আগ্রহ নাই তাই কিছুই জানি না।

২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫২

শাহ আজিজ বলেছেন: তাহলে সময় নষ্ট না করাই উত্তম ।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:০৮

ডার্ক ম্যান বলেছেন: ঐশ্বরিয়া তো নিজেই অনেক সম্পত্তির মালিক।
বউ-শ্বাশুড়ি দুইজনই খেলোয়াড়

২৭ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৫

শাহ আজিজ বলেছেন: বচ্চন পরিবারে বিয়ের জন্য ঐশ্বরিয়া নিজের কোন ক্যারিয়ার গড়তে পারেনি অথচ তার জন্য বচ্চনরা প্রায় কিছুই করেনি ।

৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: এসব বিষয় জানার আমার কখনও আগ্রহ হয় না।

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

শাহ আজিজ বলেছেন: না হওয়াই ভাল ।

৫| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৩২

সোহানী বলেছেন: আমি বলবো ঐশ্বরিয়াকে যথাযথ মর্যাদা দেয়া হয়নি সেখানে। এ বিয়েটা অমিতাভ বচ্চন জোর করেই ঘটিয়েছে যেখানে ছেলের মতামতের দাম খুব একটা ছিল না। আর ছেলে অভিষেকও পার্সোনালিটি বিহীন, ঐশ্বরিয়াকে বহন করার মতো ক্ষমতা তার কোন কালেই ছিল না্।

২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৫৬

শাহ আজিজ বলেছেন: ঠিক । ঐশ্বরিয়ার এখনো সময় আছে আবার নিজেকে গড়ে নেবার , তাই গড়ুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.