নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। গড়াগড়ি দিয়ে দোয়া পাঠ ----

২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩



দোয়া নানা রকম হয় ।

দোয়ায়ে হাল্কা

দোয়ায়ে চিক্কুর

দোয়ায়ে বুলন্দ

দোয়ায়ে গড়াগড়ি

এর মধ্যে আমি কিছু যোগ কইরা দেই । দোয়ায়ে ব্রেক ড্যান্স , ডিস্কো দোয়া , দোয়ায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইত্যাদি ।

দ্যাখেন কোনটা পছন্দ হয় ।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০১

অধীতি বলেছেন: ভাই আপনার মনটা ১৭ তেই আটকে আছে ;)

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

শাহ আজিজ বলেছেন: তাই যেন থাকে !!

২| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

মোগল সম্রাট বলেছেন:


এটা কি সত্যিই নাকি? :( আমার মনে হয় ফান করে কেউ বানাইছে :)

২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১২

শাহ আজিজ বলেছেন: আমিও খুব সিরিয়াসলি নেইনি , কোন চরম ফাজিল এটি বানিয়েছে হা হা হা

৩| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৪

মোগল সম্রাট বলেছেন:

তবে আগে দেখতাম ফেরি ঘাটে, রেল ইস্টিশনে কিংবা লোকাল বাসে কোথাও গেলে কোন না কোন বাস ষ্টপ থেকে বই বিক্রি করতে ফেরিওয়ালারা উঠতো “দোয়ায় ভান্ডার’’ “ কি করলে কি হয়’’ নামে ছোট্ট বই বেচতো। রুপসা ফেরিঘাট থেকে একবার আমি একটা কিনছিলাম। তাতে সব দোয়া ছিলো যেমনঃ টয়লেটে ঢোকার দোয়া, টয়লেটে বসার দোয়া, ঘুমানোর দোয়া, ধনি হবার দোয়া, ঋন মুক্তির দোয়া, পেটে ব্যাথার দোয়া।


২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: এতো দোয়া আছে যে পইড়া শেষ করা যাইব না । আবার সঙ্গমের দোয়া মাল আউটের দোয়া এগুলোও আছে ।

৪| ২৭ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৮

ঢাবিয়ান বলেছেন: ডিজিটাল দোয়া তাই আর তাবিজে না ভরে কুরিয়ার সার্ভিসে পাঠানো হইবে। =p~

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০১

শাহ আজিজ বলেছেন: আমি ভাবছি ফু পলিতে আটকাইয়া কুরিয়ারে পাঠাইব B-)

৫| ২৭ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২০

কামাল১৮ বলেছেন: এমন কান্নাকাটি দেখেছি এবং শুনেছি।

২৭ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: আপনি কি দোয়া পড়েন ??

৬| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:২৬

কামাল১৮ বলেছেন: দোয়ায় কোন কাজ হয় না।তাই পড়ি না।

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: আপনি কম্যুনিস্ট মানুষ , পৃথিবীর অনেক কিছুই আপনার জন্য নয় ।

৭| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধান্দাবাজির কৌশল!

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৯

শাহ আজিজ বলেছেন: কত ধান্দা এই মোল্লা সমাজে --------------------

৮| ২৮ শে নভেম্বর, ২০২৩ ভোর ৫:১২

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,



:D :D :D
আইডল ব্রেনের টাইডাল চিন্তাভাবনা।

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

শাহ আজিজ বলেছেন: হুম বেশ মজার ব্যাপারটা । আমরা ক্রমশ দোয়ার জীবনে প্রবেশ করছি ।

৯| ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:২৯

noyon2009 বলেছেন: এই পোষ্টার একজন ফেসবুক কন্ট্যান্ট ক্রিয়েটর এর করা তার নাম সিয়াম। তার পেজের নাম SP Creation এইচএসসি রেজাল্ট উপলক্ষ্যে একটা একটি কন্টেন্ট তৈরি করেন মজা হিসেব

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । মজার জিনিস কে বানাইল আর ছাপাইল ব্যাপার না । হাসলে হইল ।

১০| ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:২৬

জুন বলেছেন: এরা তো দেখি সেই প্রফেশনাল মোর্নার্স, হিন্দীতে যাকে বলে রূদালী :-*

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

শাহ আজিজ বলেছেন: :-B :-B হুম

বাজার খুব গরম । ভোটের দোয়া পাই নাই । পাইলে দিমু ।

১১| ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, ক্লিয়ার হওয়া গেল যে, এটা ফেইক একটা বস্তু, যা ফান হিসাবে বানানো হয়েছিল। নইলে কোচিং বাণিজ্যের মতো রুজি-রোজগারের আরেকটা দিগন্ত সহসাই উন্মোচিত হইয়া যাইত :)

২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

শাহ আজিজ বলেছেন: সোনা বাংলাদেশে গ্রামে গঞ্জে এখনো দোয়া সিস্টেম চালু আছে ।

১২| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবির ছেলেটার কাজকর্ম ফেসবুকে দেখেছি। মজা করে বানিয়েছে।

২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৩

শাহ আজিজ বলেছেন: মজা এরকমই হওয়া উচিত ;)

১৩| ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পছন্দ করে।
ইউনিক কিছু সকলেই করতে চায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.