নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। উত্তরকাশীর ৪১ জনকেই অক্ষত উদ্ধার

২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:১২



অবশেষে মুক্তি! উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে বার করা হল আটকে পড়া ৪১ জন শ্রমিককে। রাত ৮টা ৩৮ মিনিটের মধ্যে সম্পন্ন হল কাজ। মঙ্গলবার, ১৭ দিন পর বদ্ধ সুড়ঙ্গ থেকে মুক্তি পেলেন তাঁরা। স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁদের পরিজনেরা। ঘটনাস্থলে উপস্থিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এত দিন ধরে তাঁদের বার করার জন্য নানা ভাবে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ধ্বংসস্তূপ খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছিল না কিছুতেই। খোঁড়ার সময়ে গত শুক্রবার বাধা আসে। ধ্বংসস্তূপের ভিতরের লোহার কাঠামোয় ধাক্কা খেয়ে ভেঙে যায় আমেরিকান খননযন্ত্র। উদ্ধারকাজ থমকে যায়।উদ্ধার করার আগে পর্যন্ত সুড়ঙ্গের শ্রমিকদের সঙ্গে প্রশাসনের তরফে অনবরত যোগাযোগ রাখা হয়েছিল। পাইপের মাধ্যমে তাঁদের সঙ্গে কথা চলছিল। পৌঁছে দেওয়া হচ্ছিল খাবার, জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

সুড়ঙ্গে থাকাকালীন উত্তরকাশীর শ্রমিকদের প্রথম ভিডিয়ো প্রকাশ্যে আসে গত মঙ্গলবার। পাইপের মাধ্যমে ক্যামেরা পাঠান উদ্ধারকারীরা। সেখানেই দেখা যায় সুড়ঙ্গের ভিতর কী ভাবে, কী অবস্থায় তাঁরা রয়েছেন।

অবশেষে উদ্ধার হল ৪১ টি জীবন । আমি লাইভ দেখেছি বি বি সি তে ।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৩১

কামাল১৮ বলেছেন: হামাস এতো এতো সুঁড়ঙ্গ করেও আটকা পরে নাই।তারা ওস্তাদ লোক।সবার জন্য শুভ কামনা।১৭ দিন কম সময় না।

২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০১

শাহ আজিজ বলেছেন: এটা কয়লা প্লাস শক্ত পাথরের ভুমি বালুর নয় । হামাস বেকার হলে মোদীজী হামাসকে কাজে লাগাতে পারে ।

২| ২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:২৬

সোহানী বলেছেন: অনেক স্বস্তি পেয়েছিলাম খবরটিতে। কি আতংকে কেটেছে তাদের সেটা প্রকাশের ভাষা নেই। তারপরও শেষটা ভালো হলো।

২৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০২

শাহ আজিজ বলেছেন: হুম , ৪১ টি পরিবারের মুখে হাসি ফুটেছে ।

৩| ২৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.