নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমোডে বসে আরাম নিচ্ছিলাম । হটাৎ কমোড ঝাকুনি খেতে লাগলো , ঘাবড়াইনি তবে সাথে সাথে ভাবলাম দৌড় কি দিতে হবে ? বাসায় আমি একা , মেয়ে অফিসে গেল মাত্র , মেয়ের কল , ও রিকশায় ছিল টের পায়নি , কলিগরা বলেছে তীব্র ঝাকুনি , আমিও বলি আসলেই তীব্র ছিল তবে সময় সংক্ষিপ্ত । ৫-৬ মাত্রা হবে ।
আপডেট -রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল সাড়ে ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল রামগঞ্জে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা রবিউল হক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬।
আপনারা কে কে দৌড় দিয়েছেন বলেন এবার ।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৪
শাহ আজিজ বলেছেন: আফটার শক হয় এবং তাতে ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে থাকে । যাক ভাল আছেন জেনে ভাল লাগলো ।
২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো বাসায় একা ছিলেন তাই উঠে দৌড় দিলেও সমস্যা ছিল না। দৌড় দিলে মনে সাহস এবং আত্মবিশ্বাস বাড়ে, ভয় চলে যায়। তবে বাসার বাইরে চলে গেলে সমস্যা হত।
ভূমিকম্পের মাত্রা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকম্পের কেন্দ্র থেকে আপনার অবস্থান কত দূরে।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২১
শাহ আজিজ বলেছেন: যাক এযাত্রা ক্ষমা দিলেন আল্লাহ । লিফট সারাই চলছে , ইচ্ছে থাকলেও ভাঙ্গা পায়ের জন্য সিঁড়ি ভাংতে পারতাম না ।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২২
কামাল১৮ বলেছেন: ক্ষয়ক্ষতি হয়ে থাকলে আস্তে আস্তে জানা জাবে।ঢাকার বাড়ী ঘর খুব একটা মজবুত না।বহু মেয়াদ উত্তীর্ণ বাড়ী আছে।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৭
শাহ আজিজ বলেছেন: বিপদটা ওখানেই । নতুন দালান অনেকে মজবুত করে বানায় না পয়সা বাঁচানোর জন্য । ঢাকা নরম মাটির উপর বলে মারাত্মক কিছু হবে না জানিয়েছিলেন ইউ এস জি এস এর এক চীনা কর্মকর্তা ।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫
বাকপ্রবাস বলেছেন: আল্লাহ হেফাজত করুন
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯
শাহ আজিজ বলেছেন: আল্লাহর হেফাজতে কোন জান মালের ক্ষতি হয়নি ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আমি সোফায় বসে ভাবছি কে ঝাঁকুনি দিচ্ছে? সাথে গ্লাস কাপের ঝনঝন।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৩
শাহ আজিজ বলেছেন: হা হা হা । আগেরবার সন্ধ্যার পরে দুলুনিটা চমৎকার ছিল । এবারেরটা বেশ রাগ রাগ ভাব নিয়ে ঝাকুনি দিল ।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৬
সেতু আমিন বলেছেন: আমার এখানে অনেকেই বুঝে নাই যে ভূমিকম্প হচ্ছে আমি চেয়ারে বসে ছিলাম এ জন্য বুঝতে পেরেছিলাম। ৬ মাত্রা বা এর উপরে হলেই অনেক ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশের।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৭
শাহ আজিজ বলেছেন: বাংলাদেশ মানে ঢাকা নরম মাটির অপর বলে তীব্র ভাঙ্গন থেকে বেচে যাবে । নেপাল , আফগানিস্তান , তুর্কি রক স্টোনএর উপরে বিধায় ওদের ক্ষয় ক্ষতি বেশী ।
৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি যে বাসায় থাকি সেটা থর থর করে কাঁপছিল ।
আমার সামনেই আমাদের ফ্রিজটা মনে হয় উল্টে যাচ্ছিল।
কি করব বুঝতে পারছিলাম না ।
হতভম্ব হয়ে গিয়েছিলাম।
০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪
শাহ আজিজ বলেছেন: তাহলেত মাত্রা বেশী ছিল আপনাদের ওখানে , কোন জায়গায় আপনার অবস্থান ?
৮| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভূমিকম্প পরিমাপ করার মিটার মনে হয় বাংলাদেশে নাই।
০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০০
শাহ আজিজ বলেছেন: আমেরিকার ইউ এস জিওগ্রাফিকাল সোসাইটি সারা পৃথিবীর ভুকম্পন মাত্রা মনিটর করে । ওরাই জানিয়ে দেয় বিস্তারিত । কখনো সখনো আগেই জানায় জান মাল নিরাপদ করার লক্ষে ।
৯| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮
পাজী-পোলা বলেছেন: ভূমিকম্পের স্থায়িত্ব হয় ৫-৬ সেকেন্ড, খুব বেশী হলে ১ মিনিট। এর মধ্যে যা হবার হয়ে যাবে, এত অল্প সময়ে দৌড়ে কোথায় যাবেন?
০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
শাহ আজিজ বলেছেন: সেটাই কথা ।
আচ্ছা ৯৯৯ এ কল করলে হয়না ?
১০| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: আল্লাহ মাফ করুক।
০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫
শাহ আজিজ বলেছেন: আল্লাহ মাফ করেছে ।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার বউয়ের আগের চেয়ে সাহস বেড়েছে। আগে ভুমিকম্প হওয়ার সাথে সাথে আমাদেরকে ধরে রাস্তায় নিয়ে যেত। একবার সেহেরির সময়ে নীচে নিয়ে গিয়েছিল। তার চেহারায় আতঙ্ক ছিল। আধা ঘণ্টা পরে বাসায় ফিরি। এই বার সে অল্প ভয় পেয়েছে। আমরা বিছানায় বসে ছিলাম। বিছানা নড়াচড়া করছিল। সেই আগে বলল ভুমিকম্প হচ্ছে। আমি সায় দিলাম। বললাম যে কিছুক্ষণ পর আবার হতে পারে। অনেক সময় দ্বিতীয়বার হয় কিছুক্ষণ পরে।