নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালের চা টা একটু দেরিতেই খাই কিন্তু আজ মন ও শরীর শীতল করা মনোমুগ্ধকর আবহাওয়ায় শরীর ও মন তাগাদা দিল চা খাওয়ার । আমি সাধারনত চা নিজেই বানাই । বেশ শীত করছে । চাদর গায়ে দেবার ইচ্ছেটা বড্ড বেশী জেগে উঠলো । চা নিয়ে পি সির টেবিলে বসে প্রথম চাদর পেচিয়ে কি যে আরাম পেলাম । দ্বিতীয় আরাম প্রথম চমুক । আজ চায়ে কেমন একটা মাদকতা আছে বলে বোঝানো যাবে না । নানা রকম চা আছে আমাদের বাসায় । সব শ্রীলংকা থেকে আনা । এসব খেয়েছি গত কয়েক বছর ধরে কিন্তু আজ মির্জাপুরি চা সাথে নন ফ্যাট দুধ বড্ড ভাল লাগলো ।
শীতের প্রথম প্রহর বেশ ভালই কাটল ।
০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫
শাহ আজিজ বলেছেন: শুভ সকাল তপন ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! আপনার শীতের প্রথম প্রহরের মুগ্ধতার অনুরণন আমাদের মাঝেও ছাড়িয়ে গেলো।
সুপ্রভাত ভাই।
০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯
শাহ আজিজ বলেছেন: সুপ্রভাত মনিরা ।
শীত নেমে আসুক সবার শরীরে ।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭
আঁধারের যুবরাজ বলেছেন: র চা ই বেশি পছন্দ আমার। যদিও চা খুব কম খাওয়া হয় ইদানিং, কফি আমার প্রথম পছন্দ । " Jiaogulan " বলে একটি চা আছে ,শরীর এর জন্য খুব ভালো। আপনিতো চায়নায় ছিলেন ,ওখান থেকে আনিয়ে নিতে পারেন। নানা রোগের উপশম করে থাকে। বিষেশ করে ডায়াবেটিস , স্ট্রেস কমাতে ,শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভালো করে। ক্যাফেইন মুক্ত চা,অনেকে এই চা কে মিরাকেল প্লান্ট বলেন । গুগল করলে বিস্তারিত জানতে পারবেন।
র চা ই বেশি পছন্দ আমার। যদিও চা খুব কম খাওয়া হয় ইদানিং, কফি আমার প্রথম পছন্দ । " Jiaogulan " বলে একটি চা আছে ,শরীরের জন্য খুব ভালো। আপনিতো চায়নায় ছিলেন ,ওখান থেকে আনিয়ে নিতে পারেন। নানা রোগের উপশম করে থাকে। বিষেশ করে ডায়াবেটিস , স্ট্রেস কমাতে ,শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ভালো করে। ক্যাফেইন মুক্ত চা,অনেকে এই চা কে মিরাকেল প্লান্ট বলেন । গুগল করলে বিস্তারিত জানতে পারবেন।
০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ যুবরাজ ।
আমিও দীর্ঘদিন র চা খেয়েছি । চীনের জীবনে চীনা পাতা দিয়ে দিনমান চা খাওয়া । ২০০০ থেকে র চা । গেল কয়েক বছর ডাক্তারের পরামর্শে ফ্যাট ফ্রি মিল্ক দিয়ে চা খাচ্ছি । কদাচিত কফি চায়ে মিশিয়ে । জিয়াওগুলান চা নয় ঠিক তবে চায়ের মত করে খেতে হয় , এটি হারবাল ধরনের পাতা ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
প্রামানিক বলেছেন: সিলেট থেকে চা এনেছিলাম খেতে বেশ মজাই লাগে কিন্তু বাজারের কেনা চা খেয়ে আর মজা পাই না
০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬
শাহ আজিজ বলেছেন: মনে হয় কুড়ি পাতা এনেছিলেন ।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২
ইসিয়াক বলেছেন: এই হালকা শীতে চায়ের মিষ্টি পরশ মন জুড়াতে ওস্তাদ।
চায়ের কালারটা কিন্তু জম্পেশ হয়েছে।
ভালো থাকুন সবসময়।
০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮
শাহ আজিজ বলেছেন: চায়ের ছবি গুগল থেকে কারন আমার চা খাওয়ার পর মনে হল ছবি তো তুল্লাম না ।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯
সেলিম আনোয়ার বলেছেন: এমন শীতে এক কাপ উষ্ণ চা সত্যি অসাধারণ।
০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: সঠিক সময়ে পোস্ট দিয়েছি । আজ না খাইলেও কাইল সকালে মিস যাবেনা ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৭
সামরিন হক বলেছেন: খুব সুন্দর পরিবেশন।
০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৮
কামাল১৮ বলেছেন: অনেক দিন হয় চা খাইনা।আজ চা টা দেখে খেতে ইচ্ছা করছে।
০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৮
শাহ আজিজ বলেছেন: কেন বাসায় কি চা খায় না ?
৯| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩
কামাল১৮ বলেছেন: দুধ চা বানানো একটু ঝামেলাই,তাই গরম দুধে কফি আর সুইটনার দিয়ে সংক্ষেপে কাজ সারি।
০৯ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৭
শাহ আজিজ বলেছেন: এরপর গরম দুধে টি ব্যাগ ছেড়ে খাবেন , হেভভি মজা
১০| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: সকালের প্রথম চা টা ভালো না হলে মেজাজ খারাপ হয়ে যায়। দিনটাই খারাপ হয়ে যায়।
০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৩
শাহ আজিজ বলেছেন: এজন্যই নিজে বানাই ।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
বিজন রয় বলেছেন: আমি চা পান করি না।
কিন্ত ঘটনাক্রমে গতকাল ৪ কাপ চা পান করতে হয়েছে।
এখন আছি বিপদে।
শুভবিকেল।
০৯ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
শাহ আজিজ বলেছেন: বিপদ ? লাইন ডাইরেক্ট ??
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩
শেরজা তপন বলেছেন: শুভ সকাল।