নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাচনী আইন অনুযায়ী আজ শুক্রবার সকাল ৮টায় সব ধরনের প্রচার কর্ম শেষ হয়ে গেছে । প্রার্থীরা এখন দোয়া কালাম পড়ছে । কেউ কেউ শীতের এই চমৎকার প্রহরে ডোন্ট ডিস্টার্ব টাঙ্গিয়ে লেপের নিচে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন । তবে আমার মনে হয় এবারের নির্বাচনে চমকদার কিছু ঘটবে । আপনার কি মনে হয় ??
আপডেটঃ আজ শুক্রবার দেশের ১৬ টি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে । রাজশাহিতে ৪ কেন্দ্রে , ফরিদপুরে ১১ টি কেন্দ্রে আগুন দিয়েছে । গাইবান্ধা ৫ আসনে নির্বাচন স্থগিত ।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১
শাহ আজিজ বলেছেন: স্বতন্ত্র প্রার্থীরা যারা জিতবে তারা যদি একত্রিত হয়ে সরকার গঠনের দিকে এগোয় , কেমন হবে ???
২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫
নয়ন বড়ুয়া বলেছেন: এরা তো সবাই অকপটে বলে, এরা মূলত নৌকা...
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুরাদ সাহেবও কিন্তু স্বতন্ত্রের হয়ে নির্বাচনে এসেছেন। তো সেখানে কীভা্বে বিশ্বাস করা যায যে, তারা নতুন সরকার গঠনে অগ্রসর হবে?
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৬
শাহ আজিজ বলেছেন: কি জানি তবে আওয়ামী ঘরানার ভেতরেই সাপ লুকিয়ে ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৭
তানভির জুমার বলেছেন: ভোট যাকেই দিবেন বিজয়ী নৌকাই তাহলে এই সারকাসের মানে কি?
লেখক বলেছেন: স্বতন্ত্র প্রার্থীরা যারা জিতবে তারা যদি একত্রিত হয়ে সরকার গঠনের দিকে এগোয় , কেমন হবে ???
১৭৬ আসনে কোন প্রতিদ্বন্দী নাই। স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে সরকার গঠন করিবে? বয়স হলে মানুষ জ্ঞান বুদ্ধি লোপ পায়।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫
শাহ আজিজ বলেছেন: বয়স হলে মানুষ জ্ঞান বুদ্ধি লোপ পায়।
আপনার অপমান করার পদ্ধতিটা খুব নির্মম ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৬
শাহ আজিজ বলেছেন: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেছে দলটি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কিছুক্ষন আগের ঘটনা ।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০২
শাহ আজিজ বলেছেন:
৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০
তানভির জুমার বলেছেন: সরি। আপনাকে আপমান করতে চাইনি। বাংলাদেশের ভোটাররা এমন একটি নির্বাচনে ভোট দেবেন, যার ফল আগে থেকেই নির্ধারিত।
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০১
শাহ আজিজ বলেছেন: ঠিক আছে ।
৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৩
নতুন বলেছেন: বয়স হলে মানুষ জ্ঞান বুদ্ধি লোপ পায়।
@তানভির জুমার <<< ব্লগে মতামত প্রকাশের জন্য কাউকে ব্যক্তি আক্রমন করছেন কেন?
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১
শাহ আজিজ বলেছেন: তানভির সরি বলেছে ।
৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৬
বাকপ্রবাস বলেছেন: চমকদারতো সব নির্বাচনেই থাকছে, এক একটা এক এক ষ্টাইলে, এবারেরটা ডামি নির্বাচন। শুরুতেই চমকদার
০৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১
শাহ আজিজ বলেছেন: আমি বেশ সন্দিহান । অপেক্ষায় নির্বাচনের পরদিনের জন্য ।
৮| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: নৌকা প্রতীক হারলেও আসলে আওয়ামীলীগের জয় হবে। কারন স্বতন্ত্র প্রার্থী আসলেই আওয়ামীলীগের লোক।
০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
শাহ আজিজ বলেছেন: অন্য কেউ কি ভিন্ন কিছু খেলছে কিনা বুঝব কি করে ।
৯| ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯
কথামৃত বলেছেন: কি রকম চমকদার হবে এই নিয়ে আরেকটা পোস্ট লিখে ফেলুন
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
শাহ আজিজ বলেছেন: নির্বাচন পার হোক , আমাদের লিখতে হবেনা , জেনে যাবেন হাওয়ায় । কেউ যদি লিখেন তাকে স্বাগতম ।
১০| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
বিজন রয় বলেছেন: চলছে সার্কাস, বিচিত্র সার্কাস।
ভোটের নিয়ে মানুষ আর ভাবছে না।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
শাহ আজিজ বলেছেন: আমি সবার মানে সাধারন মানুষের মধ্যে কোন উদ্দীপনা দেখছি না ।
১১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
বিজন রয় বলেছেন: এই জন্যই তো বললাম সার্কাস, সার্কাস।
ভোট নামক বিষয়টির কবর দেওয়া হয়ে গিয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
শাহ আজিজ বলেছেন: কেন্দ্রগুলোতে আগুন দেওয়া শুরু হয়ে গেছে । রাজশাহীতে ৪ কেন্দ্রে এবং ফরিদপুরে ১১ কেন্দ্রে আগুন দিয়েছে । গাইবান্ধাতে নির্বাচন বন্ধ ঘোষণা করেছে ই সি ।
১২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২০
স্প্যানকড বলেছেন: রাইফেল জিয়ার হ্যাঁ /না ভোট মেনে নিলে এ নির্বাচন মেনে নিতে বি এন পির সমস্যা কি?? আজব !
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩২
শাহ আজিজ বলেছেন: হুম দারুন প্রসঙ্গ টেনেছ । ৯৬ সালে বি এন পি একতরফা নির্বাচন করে পরে বাতিল করেছিল ।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫
মিরোরডডল বলেছেন:
প্রথমে বলা হলো
আমার মনে হয় এবারের নির্বাচনে চমকদার কিছু ঘটবে
এরপর আপডেট
আজ শুক্রবার দেশের ১৬ টি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে
এগুলোই কি চমক???
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪০
শাহ আজিজ বলেছেন: হুম এগুলো কেমনে ঢুকল , আশ্চর্য !! এগুলকেই আপাতত চমক ধরে নিতে হবে বেবি , নো উপায় !!
১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২১
আঁধারের যুবরাজ বলেছেন: @লেখক বলেছেন: ৯৬ সালে বি এন পি একতরফা নির্বাচন করে পরে বাতিল করেছিল ।
- আজিজ ভাই ১৯৯৬ এর নির্বাচন পরে বাতিল হয়নি। তথ্যে ঘাটতি রয়েছে। ওই নির্বাচন হইয়াছিল শুধু মাত্র "তত্ত্বাবধায়ক সরকারের বিল " পাশের জন্য।নির্বাচনের পূর্বেই সকল বিরোধী দল পদত্যাগের কারণে তাদের বিল পাশের সংখ্যাগরিষ্ঠতা ছিল না। নির্বাচনের পূর্বেই তৎকালীন বিএনপি সরকার সেটা বলেছিলো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা পদত্যাগ করেছিল।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২
শাহ আজিজ বলেছেন: আমরা লাগাতার হরতাল করেছিলাম । বি এন পি বাধ্য হল নির্বাচন বাতিল করতে । অতঃপর লীগ জিতে এলো ততাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করে । সেই আওয়ামীলীগ এখন তত্বাবধায়ক অস্বীকার করে গায়ের জোরে নির্বাচন করছে ।
১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪০
শ্রাবণধারা বলেছেন: নির্বাচনের মধ্যে একটা উৎসবের বড় ভাব আছে। এটা নির্বাচনের একটা বড় দিক, সেটা যেমন নির্বাচনই হোক না কেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮
শাহ আজিজ বলেছেন: সেটা একসময়ে ছিল যা দেখেছি জেনেছি । এখন নির্বাচন হিংসাত্মক হয়েছে , লাশ আর তাজা রক্ত না হলে নির্বাচন হয় না ।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: আপনি কি ভোট দিতে যাবেন।
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬
শাহ আজিজ বলেছেন: দুঃখিত , আমার ভোট অন্যের দখলে । ১৪ সালে কেন্দ্রে গিয়ে জানতে পারি আমি নাকি ভোর বেলায় ভোট দিয়ে গেছি । এরপর ঐ মুখো হইনি কখনো ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭
নয়ন বড়ুয়া বলেছেন: হারলেও নৌকা জিতবে, জিতলেও নৌকায় জিতবে। চমকদার আর কী বা হবে দাদা!