নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৭ টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । ফরিদপুর , রাজশাহী এদের মধ্যে অন্যতম । গাইবান্ধা ৫ আসনে নির্বাচন স্থগিত করেছে ই সি । কারন জানা যায়নি । আপনাদের কাছে খবর থাকলে মন্তব্যে উল্লেখ করুন । সাড়ে সাত লাখ নিরাপত্তা কর্মী নামানো হয়েছে কেন্দ্র গুলো পাহারা দেবার জন্য ।
আপডেটঃ ৬ তারিখ সকাল
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে।
-----------------------------------------------------------
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারার দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশ সদস্যের লাশ পাওয়া গেছে। আজ শনিবার সকালে বিদ্যালয়ের পাশের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া গ্রাম পুলিশ সদস্যের নাম রঞ্জিত কুমার দে। তিনি বালিয়াকান্দির চর আড়কান্দি গ্রামের শিবেন্দ্রনাথ দের ছেলে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
--------------------------------------------------------
গাজীপুরে দুই ভোটকেন্দ্রসহ তিন প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন
আগুনে চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ও টিএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯টি কক্ষ এবং বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষ পুড়ে গেছে।
---------------------------------------------------------
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪২
শাহ আজিজ বলেছেন: আমরা সন্দেহের বাইরে কাউকে রাখছি না ।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: প্রহসনের নির্বাচন বর্জন এবং ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জামায়াতের ।।
জামায়াত এখনো টিকে আছে !!!
২| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫২
জ্যাক স্মিথ বলেছেন: আমি আগেই কইসেলাম বিম্পি-জামাত ভোট কেন্দ্রে নাশকতা চালাবে। এরা যে কোন মূল্যে এই নির্বাচনকে বানচাল করতে চায়।
তবে অভ্যন্তরীণ কোন্দলের কারণেও হতে পারে।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: আওয়ামী বঞ্চিত প্রার্থীরা যে এটা ঘটাচ্ছে না তা বলি কি করে ? আঙ্গুল এখন ঐ দিকেই সবার ।
৩| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩
বিজন রয় বলেছেন: আপনি দেখি ভোট বা নির্বাচন নিয়ে খুবই থ্রিল্ড ও এক্সাইটেড!
গত কয়েকদিন এটা নিয়েই আছেন।
তা তো হবে, কারণ আপনারা অগ্রজেরা এই দেশটাকে বানিয়েছেন।
দেশের খারাপ কিছু হতে থাকলে আসলেই কষ্ট হয়।
০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: আমরা ভেতরের খবর জানি বলেই শঙ্কিত । সহমত ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: জামায়াত মাঝে মাঝে প্যা প্যো করে। নৌকারে হারিয়ে স্বতন্ত্র দের জেতাতে হেরা আগে যাবে ভোট কেন্দ্রে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০০
শাহ আজিজ বলেছেন: হ্যা , ওরকম চেষ্টাই হবে আগামিকাল ।
৫| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮
অক্পটে বলেছেন: সমকামী নির্বাচনে এত এ্যকসাইটেড হবার কি আছে। যারা স্বতন্ত্র তারাই নৌকা, যারা নৌকা তারাই সতন্ত্র।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০১
শাহ আজিজ বলেছেন: সমকামী কোথায় পেলেন ?
৬| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: নির্বাচন হয়েই যাবে। মনে হয় না কোনোভাবে দমানো যাবে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০২
শাহ আজিজ বলেছেন: হুম , আপনি সঠিক বলেছেন ।
৭| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫০
মিরোরডডল বলেছেন:
যারাই করুক বিষয়টা নিন্দনীয়।
কি লাভ এগুলো করে???
জ্বালানো পোড়ানো প্রতিবাদের ভাষা হতে পারেনা।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
শাহ আজিজ বলেছেন: যারা জ্বালায় পোড়ায় তাদের মনে যে কি আনন্দ হয় বলে বোঝানো যাবেনা ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমনটা কাম্য নয়। যে কোন ক্ষতিই দেশ ও জাতির জন্য ক্ষতি বয়ে আনে।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৫
শাহ আজিজ বলেছেন: যারা করছে তাদের যদি এই বোধ থাকত ।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
ভোট কেন্দ্রে আগুন !!সর্বনাশী কথা !!
কেন্দ্রও নাই রাতে ভোট ও নাই এবার আর রাতের ভোট বলা যাবেনা ।
খোলামাঠে পর্দা টানিয়েও দিনের বেলায় ভোট গ্রহন চলতে পারে ।
এবার অবশ্য রাতের ভোট আর বিনা ভোট না বলে নাম দেয়া
হয়েছে ডামি ভোট । ভোট নিয়ে বলাই হচ্ছে খেলা হবে খেলা হবে ।
তাই এবার পর্দা টানিয়ে খোলা মাঠে ভেটের খেলা খেলে
ডামি নির্বাচনকে সত্যিকারের মাঠের নির্বাচনে পরিনত করার
সুযোগ পেলেও পেতে পারে নির্বাচনের আয়োজকেরা ।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৮
শাহ আজিজ বলেছেন: এবারের কথিত নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে । এরপর সত্যি সত্যি বিদেশী তত্ত্বাবধানে ভোট হবে ।
১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৬
শাহ আজিজ বলেছেন:
১১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩২
অক্পটে বলেছেন: "এবারের কথিত নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে" মন্তব্যটি আপনার। কেন এই মন্তব্য করেছেন, কিছু না বুঝেই কি করেছেন? এবারের নির্বাচন কারা করছেন। আওয়ামীলীগ এবং আওয়ামীলীগ সমর্থিত, আওয়ামীলীগ খরিদকৃত প্রার্থীরা। মানে সবাই আওয়ামীলীগ। এজন্যই বলেছি সমকামী নির্বাচন। সমকামী সহবাসে বাচ্চা হয়না, সমাজ নষ্ট হয়। আওয়ামীলীগ সমাজ নষ্ট করছে। এরা রাজাকারের চেয়েও খারাপ। আপনার কথা ঠিক, এবারের কথিত নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে। কারণ সমকামী নির্বাচনের ধারণা নিয়ে কেউ এর আগে আর আসেনি বাংলাদেশে। শেখ হাসিনা হচ্ছেন এর প্রবর্তক।
০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫২
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
আমাদের সবার মন মেজাজ একই রকম । আমরা একই রকম ভাবছি দেশকে ঘিরে । দেশটা আমাদের সবার ।
ডুবন্ত তবুও আশাবাদি ।
১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: ট্রেনে আগুন দেওয়াটা খুবই গর্হিত কাজ। এটা মেনে নিতে পারছি না।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
শাহ আজিজ বলেছেন:
১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০০
সেলিম আনোয়ার বলেছেন: ভোট ব্যবস্থায় আগুন আর ভোটকেন্দ্রে আগুন কার দোষ বেশি।
০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
শাহ আজিজ বলেছেন: খুব কঠিন প্রশ্ন । ভোট ব্যাবস্থায় আগুন দিলে কেন্দ্রের আর দরকার নেই । আগুন দিয়ে অনেক কিছুর সমাধান হয় না ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: মনে হয় নৌকা বা স্বতন্ত্র প্রার্থীরা এগুলো করছে। যাদের হারার সম্ভাবনা আছে। বিএনপি জামাতও করতে পারে।