নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ধন্যবাদ সবাইকে

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭







আজকে আমরা বেশ ফ্রি হয়েছি নির্বাচনী ডামাডোল থেকে । একজনের অফিসে গিয়েছি বিকাল নাগাদ । বেশ মনোযোগ দিয়ে দুটো পত্রিকা পড়েছি । তাতে অনলাইন থেকে একটা ভিন্ন আমেজ পেয়েছি । ৪ - ৫ দিন আমরা বেশ ব্যাস্ত ছিলাম আড্ডাতে । গাজী সাহেবও ব্যস্ত রেখেছেন অনেক ব্লগারকে । একটা বিষয় পরিস্কার হয়েছে যে আমরা রাজনীতি বা নির্বাচন বিমুখ নই । আমরাও চলতি ঘটনাতে সক্রিয় অংশগ্রহন করে ইচ্ছুক এবং অভ্যস্ত । এবার আমাদের প্রতিনিয়ত ব্লগিঙ্গে ফিরে আসার পালা । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।




পুনশ্চ - মন্ত্রী পরিষদ গঠন হলে আমরা কয়েকদিন আবার ব্যাস্ত হব ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৮

কামাল১৮ বলেছেন: নির্বাচন ভালো হয়েছে।প্রত্যাশা মতোই হয়েছে।বড়রকমের কোন দর্ঘটনা ঘটে নাই।

০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম , তা হয়েছে বটে তবে শাসকদলের ইচ্ছামাফিক ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাংলাদেশের জনগণের একটা বৈশিষ্ট্য হল তারা নির্বাচনকে একটা উৎসব মনে করে। সেই নির্বাচন ভেড়া বানানোর নির্বাচন হোক অথবা অন্য কোন রকম হোক না কেন। এই কারণে অনেক নাস্তিক এই দেশে এসে বুঝতে পারে যে একজন সৃষ্টিকর্তা নিশ্চয় আছেন নইলে এতো সমস্যার দেশে লোকজন এতো ফুর্তি করে কিভাবে আর দেশটাই বা চলছে কিভাবে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: হ্যা নির্বাচন এদেশে একটা উৎসবের আমেজ নিয়েই আসে । তবে এবারের উৎসব ম্লান হয়েছে অহেতুক রক্তপাত আর শাসক দলের আন্তঃহানাহানির কারনে । সবাই ভাল থাকুন ।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

নয়ন বড়ুয়া বলেছেন: আপনাকে, গাজী ভাইকে, সাজ্জাদ ভাইকে, গোফরান ভাইকেও ধন্যবাদ সামু চাঙ্গা করে রাখার জন্য...

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৩০

রিফাত হোসেন বলেছেন: এই নির্বাচন এর ধাক্কায় আগুনে মানুষ ঝলসে যায়! (ট্রেনে,বাসে)
ব্যাপারটা এরকম যে, খুব সয়ে গিয়েছে তো! তাই কিছু স্বাভাবিক জীবন ধুপ করে নিভে গেলে কিচ্ছু যায় আসে না মানুষের। ধিক্কার তাদের...যারা কালো চশমা নিয়ে ঘুরে।

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৫

শাহ আজিজ বলেছেন: বিজিত কাউকেই আগুনে পুড়ে নিহতদের নাম নিতে শুনিনি , দুঃখ প্রকাশ করতে দেখিনি ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৩

বিজন রয় বলেছেন: নয়ন বড়ুয়া বলেছেন: আপনাকে, গাজী ভাইকে, সাজ্জাদ ভাইকে, গোফরান ভাইকেও ধন্যবাদ সামু চাঙ্গা করে রাখার জন্য...

হে নয়ন বড়ুয়া, আমি কি কিছু করছি না, সামুকে চাঙ্গা রাখার জন্য?

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: :) আপ্নিও যোগ দিয়েছেন আমাদের আয়োজনে । ধন্যবাদ ।

৬| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩১

নয়ন বড়ুয়া বলেছেন: বিজন রয় বলেছেন: নয়ন বড়ুয়া বলেছেন: আপনাকে, গাজী ভাইকে, সাজ্জাদ ভাইকে, গোফরান ভাইকেও ধন্যবাদ সামু চাঙ্গা করে রাখার জন্য...
হে নয়ন বড়ুয়া, আমি কি কিছু করছি না, সামুকে চাঙ্গা রাখার জন্য?


হাহাহ দাদা...
আপনিও ছিলেন দাদা। দুঃখিত, আপনার নাম যোগ করতে ভুলে গিয়েছিলাম...

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

শাহ আজিজ বলেছেন: বিজন খুব ব্যাকআপ দিয়েছে কিন্তু । আমি মিন করেছি তাদের যারা পোস্ট দিয়েছে ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৭

কথামৃত বলেছেন: তবে এই নির্বাচনে আমি খুবই খুশি। কেননা, আমাকে কষ্ট করে কেন্দ্র পর্যন্ত যেতে হয় নি

০৯ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-)

ভাই আমারও একই অবস্থা B-)

৮| ০৯ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে আমি নির্বাচন, মন্ত্রী এমপি বুঝি না। আমি চাই দেশের উন্নয়ন। এবং দূর্নীতি মুক্ত বাংলাদেশ। বেকার মুক্ত বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.