নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কে কি মন্ত্রী হবেন বলে আপনাদের ধারনা

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

নির্বাচিত প্রার্থীরা সবাই আলাদা আলাদা করে স্পিকারের কাছে শপথ নিয়েছেন । আগামিকাল মন্ত্রিত্ব বণ্টন হবে প্রেসিডেন্ট ভবনে । কে কি মন্ত্রী হবেন বলে আপনাদের ধারনা । আমি বানিজ্য মন্ত্রী হিসাবে অন্য কাউকে চাই মুন্সীকে একদম নয় ।

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

প্রামানিক বলেছেন: ক্রীড়া মন্ত্রী ক্রিকেটের খেলোয়াড়কেই দেয়া হোক।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: অতি উত্তম প্রস্তাব । এমনকি সমিতির সদস্যরাও খেলোয়াড় হবেন ।

২| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আসলে সাবের হোসেন চৌধুরীকে ক্রীড়ামন্ত্রী হিসাবে দেখতে চাই। বিসিবি প্রধানের পদ বাই ডিফল্ট ক্রীড়ামন্ত্রীর হাতে থাকবে। ক্রিকেটে এ লোকটার অবদান অবিস্মরণীয়।

ইয়ে, আরেকটা পদ সৃষ্টির আবেদন জানাইতেছি - মিনিস্ট্রি অব ব্লগিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আপনাকে আমি টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চাই।

১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: হুম , সাবের হোসেন চৌ একজন কীর্তিমান মানুষ ।




মিনিস্ট্রি অব ব্লগিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া । মাথা খারাপ ? এসব দায়িত্ব আমার দ্বারা হবেনা । মাফ চাই --------------




৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

সোনাগাজী বলেছেন:


অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্প মন্ত্রী ও সায়েন্স এন্ড টেকনোলোজী মন্ত্রী বিদেশী বাংলাদেশী পাওয়া যায় কিনা, দেখার দরকার।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

শাহ আজিজ বলেছেন: এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট । সরকার যদি কিছুটা ছাড় দেয় তাহলেই সম্ভব ।

৪| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:


ফরেন মিনিষ্টার মোমেন সাহেবের সিটিজেনশীপ কেড়ে নেয়ার দরকার; ইহার মাথায় মাটি ব্যতিত কিছুই নেই

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: মোমেন সাহেব বিলকুল বাদ । অন্য কাউকে যার কূটনীতিক অভিজ্ঞতা আছে যেমন পরাজিত শমসের মবিন চৌ কে দেয়া যেতে পারে ।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:


দীপুমনিকে সাংস্কৃতিক ও বিনোদন মান্ত্রী করার দরকার। কামাল সাহেবকে স্পোর্টস'এ দেয়ার দরকার।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: উনি পেশায় ডাক্তার , তাকে চিকিৎসা খাতেই রাখা উচিত । স্বাস্থ্য খাত থেকে ব্যাবসায়ী হটাতে হবে ।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৭

নয়ন বড়ুয়া বলেছেন: মাশরাফিকে এইবার প্রতি মন্ত্রীত্ব টাইপ কিছু দেওয়া দরকার। সুমন সাহেব কী প্রতিমন্ত্রীত্ব পাবেন? আপনার কী ধারণা?

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২

শাহ আজিজ বলেছেন: এদের নাম শোনা যাচ্ছে না তবে আশা ছাড়লে চলবে না ।

৭| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২

নতুন বলেছেন: মাশরাফিকে এইবার প্রতি মন্ত্রীত্ব টাইপ কিছু দেওয়া দরকার।

উনাকে মন্ত্রি সভায় আনবেন প্রধানমন্ত্রী এবার।

সুমন সাহেব এবার মুজিব কোট পাবেন, পবের বার হয়তো ভালো করবেন।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪

শাহ আজিজ বলেছেন: ম্যাশের ব্যাপারে আমি আশাবাদি । সুমন কথা বেশী বলে , ওকে নিয়ে ভরসা নাই ।

৮| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

এক চালা টিনের ঘর বলেছেন: Trust me, people has np interest about this. They just want to live with a healthy life.

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০২

শাহ আজিজ বলেছেন: আমি বেশ আগ্রহ ভরে সার্কাস দেখছি ।

৯| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্প মন্ত্রী ও সায়েন্স এন্ড টেকনোলোজী মন্ত্রী হওয়ার মতো কেহ এবার নির্বাচিত হয়নি।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: দেখি কাল কি হয় , কিভাবে ম্যানেজ হয় নতুন সরকার ।

১০| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:



দীপুমনি ছাত্রলীগ করে ডাক্তারী শেষ করেছে; ক্লাশেও যায়নি।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

শাহ আজিজ বলেছেন: :P :P =p~ চাইপা যান গাজী সাব ।

১১| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১১

কামাল১৮ বলেছেন: যারা এমপি না এমন মন্ত্রী হতে পারে ১০%।সরকার যে কাউকে মন্ত্রী করতে পারে।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

শাহ আজিজ বলেছেন: সেটাই উত্তম হবে । এক্সপার্ট লোকেরা ভোটে জেতে না ।

১২| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৫

কামাল১৮ বলেছেন: আমাদের মন্ত্রীদের রাজনীতি করা ছাড়া খুব একটা কাজ থাকে না।কাজ যা করার সেক্রেটারী করে।

১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

শাহ আজিজ বলেছেন: এজন্যই টেকনোক্রাট মন্ত্রিদের কোটা বাড়াতে হবে ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২০

ডঃ এম এ আলী বলেছেন:




প্রথম আলোর সংবাদ ভাষ্যে দেখা যায়
নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল,
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ
মালেকসহ ১৫ জন মন্ত্রী। এ ছাড়া ১৩ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী বাদ পড়েছেন।


সাবের হোসেন সম্ভবত ক্রিড়া মন্ত্রীর দায়িত্ব পাবেন ।
ফাও , বেফাস আর অদরকারী বকবকানী মোমেন, হম কামাল , আর মুনসি সাহেবের বাদ আনেক আগেই হলে
ভাল হতো । যাহোক আগামী কাল জানা যাবে কার কপালে কি জুটছে ।

উপরে মন্তব্যের ঘরে বিজ্ঞ ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর প্রস্তাবিত মিনিস্ট্রি অব ব্লগিং অ্যান্ড
সোশ্যাল মিডিয়া আর সেখানে টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে আপনাকে দেখতে
চাওয়ার সাথে সহমত ।

উপরে করা সোনাগাজীর ৩ নং মন্তব্যটিও প্রনিধানযোগ্য । সোনাগাজীকে টেকনোক্রেট কোটায় শেখ হাছিনার
এডভাইজার করা হলে হাছিনার গুণী প্রধানমন্ত্রী হওয়া অনেকটাই সহজ হবে ।

ডক্টর রাজ্জাককে শুধু মাত্র একটি বেফাস কথামালার জন্য তালিকার বাইরে না রেখে তার বিষয়টা পুণ বিবেচনার
অবকাশ আছে , কৃষিকে তিনি বেশ উচ্চতায় নিয়েছেন তাতে কোন সন্দেহ নাই ।



১০ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৮

শাহ আজিজ বলেছেন: আমাদের মতামতে বেশ মিল আছে দেখছি । কাল সন্ধ্যায় পর্দা উঠবে । ধন্যবাদ ডঃ আলী ।

১৪| ১১ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:১০

জ্যাক স্মিথ বলেছেন: যার যে বিষয়ে নলেজ সবচেয়ে কম তাকে উক্ত বিষয়ে মন্ত্রী করা হউক।

১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: তাইতো হয়ে চলেছে এই দেশে । দুঃখিত ।

১৫| ১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৫

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের মন্ত্রীকুলদের নিয়ে আমার কোন আগ্রহ নাই। কারন এরা যেই লাউ সেই কদুতে বিশ্বাসী।

১১ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৩

শাহ আজিজ বলেছেন: জ্যাক তা আগেই বলে দিয়েছে । ডাক্তারদের ধরে ধরে ত্রান আর শিক্ষা মন্ত্রী বানালে দেশের অবস্থা এরকমই হবে ।

১৬| ১১ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: @সোনাগাজী বলেছেন:অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্প মন্ত্রী ও সায়েন্স এন্ড টেকনোলোজী মন্ত্রী বিদেশী বাংলাদেশী পাওয়া যায় কিনা, দেখার দরকার।

- খুব ভালো প্রস্তাব (আপনি পূর্বেও বলেছিলেন এমনটা ) ,অন্তত এই সকল ক্ষেত্রে উপদেষ্টা নিয়োগ করতে পারেন শেখ হাসিনা। তাতে আগামী ৫ বছরেই দেশ পাল্টে যাবে। ভাবতে ভালোই লাগে ,কিন্তু বাস্তবে এটা কোনোদিন হবে না এই দেশে।

১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১

শাহ আজিজ বলেছেন: চীনারা যেমন কিসিঞ্জারের কনসালটেন্সিতে শত শত আমেরিকান উদ্যোক্তাদের চীনে এনেছিলেন বিনিয়োগে তেমনি তাদের উতপাদিত পন্য আমেরিকাতেই পাঠিয়ে চীনকে শীর্ষ উৎপাদন রাষ্ট্র করেছিলেন । বাংলাদেশের তেমন উদ্যোগ দেখিনা । চীনারা আমায় বলেছিল আমাদের সরকার ব্যাবস্থা স্থিতিশীল নয় তাই তারা বিনিয়োগে আগ্রহী নয় । এখন তো সরকার স্থিতিশীল কৈ উদ্যোগ তো নজরে আসেনা । চীনা পন্থীরা পিকিং যায় চাঁদা উঠাতে আর সস্তা হোটেলে গড়াগড়ি খেতে । প্রচুর সম্ভাবনাময় বাংলাদেশ দাড়িয়ে আছে সেই জায়গায় যা ৯০ তে ছিল । জাপানিদের প্রডাকশন হাব হতে পারে বাংলাদেশ । চীনাদেরও এবার কষে ধরতে হবে । বিনিয়োগ নিরাপত্তা আসল জিনিস । সেই নিরাপত্তা বলয় তৈরি করতে হবে আগে । নির্বাচন পূর্ব সময়ে আগুন রাজনীতি সব পণ্ড করেছে ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

বিজন রয় বলেছেন: মন্ত্রীসভায় তো ঘুরেফিরে তারাই আসবে।
তাতে দেশের কোন ভাল খবর বয়ে আনবে বলে মনে করি না।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

শাহ আজিজ বলেছেন: খুব সোজাসুজি উত্তর দিলেন ।

১৮| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: দেখি শেখ হাসিনা কি করেন।
তবে শিক্ষামন্ত্রী থেকে দীপুমনিকে অবশ্যই বাদ দিতে হবে।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: দিপুমনি বহাল দেখলাম টি ভি তে ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০৬

ফিনিক্স পাখির জীবন বলেছেন: যারে যেই মন্ত্রণালয়ই দেন না কেন, করোনা - শিক্ষানীতি - বাজারনীতি - অর্থনীতি - তামিমের অবসর, সব কিছু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আর বানী ছাড়া হয় না।

অতএব, এতগুলা অথর্বকে মন্ত্রী না বানায়ে প্রধানমন্ত্রীর কাছে সব মন্ত্রণালয় ন্যাস্ত করে দিলেই ল্যাঠা চুকে যায়। উনিও মনে মনে তাই চান, স্বীকার করেন আর নাই করেন।

১১ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

শাহ আজিজ বলেছেন: আমার তো মনে হয় প্রধান মন্ত্রিকে তার উপদেষ্টারা বুদ্ধি দেন , এদের কারো কারোকে আমি জানি এবং চিনি ।


তামিম ? কোন তামিমের কথা বলছেন ?

২০| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৮

ফিনিক্স পাখির জীবন বলেছেন: আকরাম খান সাহেবের ভাতিজা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.