নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরশুদিন থেকে শীতের কবলে কাবু হয়ে পড়েছি । একটা গরম পানি ভর্তি ব্যাগ সকল সময়ের সঙ্গী । একটা হুডি কিনে ঠ্যাকা দিচ্ছি ঠাণ্ডা বাবাজিকে । দালান কোঠা সব হিম শীতল । একটু আগে স্যুপ খেলাম । মিটারে ১৭ সেল চলছে । সকাল থেকে ১৬ - ১৯ ওঠা নামায় ব্যস্ত । উত্তরাঞ্চলে কুয়াশা বৃষ্টি হয়ে ঝরছে । আমি ডিসেম্বর মাসে সেই ৯৯ সালে রাজশাহী , ঠাকুরগাঁও ছিলাম চীনাদের সাথে । জিন আর ভদকা সাথে গরম চীনা তরকারি শরীর গরম রেখেছিল । তখন বয়স ২৫ বছর কম ছিল । এখন ২৫ বেড়েছি আর বুড়ো হাড় শীতে কাপছে । আপনারা যারা উত্তরাঞ্চলে আছেন তারা আসুন ব্লগে । শুনান সুখ দুঃখের কাহিনী , ছবি দেবেন কিন্তু ।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬
শাহ আজিজ বলেছেন: আবওয়াবিদরা বলছে দুটি তাপমাত্রার মধ্যে ফারাক কম বলেই শীত বেশী অনুভুত হচ্ছে ।
২| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৫
আঁধারের যুবরাজ বলেছেন: আমার এখানে - 3°C ।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: আপনি বলেননি কোথায় আপনি , দেশে না আমেরিকায় ?
৩| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৮
ঢাবিয়ান বলেছেন: ডিসেম্বরেতো এবার একেবারেই শীত ছিল না। জানুয়ারীতে শীত পড়েছে। দেশে হিটারগুলো কেন যেন ঠিকমত কাজ করে না। ইলেক্ট্রিসিটি লোড নিতে পারে না বা এই জাতীয় কোন সমস্যা আছে। আমি বিদেশ থেকেও হিটার কিনে নিয়ে গেছি, কিন্ত কোন লাভ হয়নি। হাড়কাপুনি ঠান্ডায় আসলেই খুব কষ্ট হয় সবার।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: ভয়ঙ্কর কষ্ট । আমার বৈকালীন বৃদ্ধ সঙ্গিরা বলছেন তারা এরকম দুর্বিষহ শীত দেখেননি । চীনারা ৪০ বছর আগে পোস্টবক্সের মত টিউবে কয়লা দিয়ে আগুন জালিয়ে দিলে ঘর গরম থাকত । পরে সব গরম পানির আওতায় এলে কয়লা বন্ধ হয়ে গেছে । গ্রামাঞ্চলে এখনো চালু আছে ।
৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩১
নয়ন বড়ুয়া বলেছেন: সাবধানে থাকবেন দাদা...
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: ঈশ্বরের অপার কৃপায় সুস্থ আছি ।
৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬
মোহাম্মদ গোফরান বলেছেন: বেশী ঠান্ডা এই বছর।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: হুম , একটু বেশিই বটে । চিটাগং সমুদ্রের পারে , ঠাণ্ডা নেই , বাইচা গেছো ।
৬| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৬
কামাল১৮ বলেছেন: আমাদের এখানে বাইরে মাইনাস ১৮ডিগ্রি সেলসিয়াস।ঘরে প্লাস ২৪।আপনারতো অভিজ্ঞতা আছে।গরম পানি বাদ দিয়ে হিটার ব্যবহার করুন।সারা ঘর গরম থাকবে।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০০
শাহ আজিজ বলেছেন: পিকিঙ্গে গরম পানির কারবুরেটর ছিল তাতে সারা বাড়ি গরম থাকত । এখানে হট ওয়াটার ব্যাগ ব্যাবহার করছি ।
৭| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৩
জুন বলেছেন: জানালা দরজা বন্ধ, হিটার চলছে ফুল স্পীডে, পায়ে কম্বল চাপা তারপর ও মনে হচ্ছে নাকটা শীতে লম্বা হয়ে যাচ্ছে আর পাদু’টো বরফের টুকরো
বিদেশে যারা থাকে তাদের অনেকেই ইভেন ব্লগের বাইরে আমার আত্মীয় স্বজনরাও বলে "এতেই তোমাদের শীত লাগে! আমাদের তো সামার" কিন্ত আজিজ ভাই তারা বোঝে না তাদের বাড়ি গাড়ি কাপড় চোপড় যেভাবে শীত প্রটেক্টেড আমাদের তো তেমন না। আমাদের থাই এর জানালার মাঝে ফাকা। সেখান দিয়ে টানেল এফেক্ট হয়, সারাবাড়িতে হিটিং সিস্টেম নাই। চারিদিক দিয়ে শীত এসে জাকিয়ে বসে ঘরে
কিন্ত কার কাছে কই মনের কথা
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: আমি হট ওয়াটার ব্যাগ নিয়ে বসি শুই আর এভাবেই চলছে আমার জীবন । পিকিঙ্গের ঠাণ্ডাকে ভয় করতাম না কারন পুরো দালান হিটিং সিস্টেমে ঘেরা । প্রথম বছর খুব কষ্ট হয়েছিল । আমাদের থাই জানালা দরজা বেশ ভাল , ফাকা নেই কোথাও ।কাবাবের কয়লা মাটির হাড়িতে বারান্দায় নিয়ে জালিয়ে ধোয়া কমলে ঘরে আনতে হবে , কয়েক ঘণ্টার আরাম । এরপরের কাজ কয়লা দেয়া আস্তে ধীরে । আর মাত্র কয়দিন এরপর ঠাণ্ডা কমে যাবে । ইলেকট্রিক লেপ কিছু আরামের হবে , ঢাকায় পাওয়া যায় গুলশানে ।
৮| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৪
মিরোরডডল বলেছেন:
আমার বোন তার শ্বশুরবাড়ি উত্তরাঞ্চল থেকে ঘুরে আসলো।
সেখানে নাকি ফ্রিজিং কোল্ড, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না।
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: টি ভি তে তাই দেখলাম । প্রচণ্ড কষ্ট গরিব মানুষের ।
৯| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৩৩
স্প্যানকড বলেছেন: এই শীতে দেখলাম কৃষক গোড়ালি পানিতে নেমে ধান বুনছে। রংপুর কিছু মানুষ রাস্তায় আগুন পোহাচ্ছে কেউ কেউ ফুটপাতে শুয়ে আছে। সময় টিভির রিপোর্ট। সবচেয়ে খারাপ লাগছে, এক ভদ্রমহিলা বলছে, ছালা গায়ে শুতে হয়। ইশ ! কি মারাত্মক কষ্ট। আসলে সকলের এদের জন্য এগিয়ে আসা উচিত। সরকার কত দিবে? দিলে দিল না দিলে নাই। ভালো থাকবেন। সাবধানে থাকবেন।
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: কৃষক হচ্ছে সেই মানুষ যার শীত গ্রীষ্ম নেই , সব সইতে পারে । সবাই সবার মত করে সাহায্য করা উচিত এই বস্ত্রহীন মানুষদের ।
১০| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: দেশে বেড়াতে এলাম। ঠান্ডা বেশী নয় তবে এখানকার বাড়ীগুলো ঠান্ডার উপযোগী করে বানানো নয়। ঠান্ডার কারনে এখানকার ইট-পাথরের বাড়িগুলো অনেকটাই ফ্রিজারের মতো, দীর্ঘক্ষণ শীতল থাকে। বিষয়টি বেশ বিরক্তিকর মনে হওয়াতে ক'দিন আগেই আমি হিটার কিনে নিয়ে এসেছি। আমার কাজ করার রুমটিতে বেশ গরম থাকে। মজা করে বসে বসে লিখতে পারছি
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: খুব ভাল হিটারে বসে কাজ করছেন আরামে । ভাল থাকুন ।
১১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ভোর এবং সন্ধ্যার পর শীত বাড়ে।
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০০
শাহ আজিজ বলেছেন: এখন দিনেও ঠাণ্ডা বাড়ছে মাঝে মধ্যেই ।
১২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩
জুন বলেছেন: গরম পানির বোতল বা হট ওয়াটার ব্যাগ আমি ভয় পাই। একবার মুখ খুলে গিয়ে বিপজ্জনক অবস্থা। আমাদের থাই দরজা জানালাতেও ফাক নেই কিন্ত তারপর ও একটা ঠান্ডা আসে। আসলে সারা বাসায় ঠান্ডার দেশের মত হিটার সিস্টেম নেই বলে। ঘরে একটা হিটার ইউজ করি। তবে ভালো কোম্পানির, সারা রুম গরম করতে পারে।
দাড়ান আমার হিটারের একটা ছবি দেই
১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯
শাহ আজিজ বলেছেন: হুম , এটাই বহুল ব্যাবহৃত ইলেকট্রিক হিটার । ভিতরে তেল আছে । চীনের দক্ষিনাঞ্চলের শহরগুলিতে সেন্ট্রাল হিটিং সিস্টেম নেই , উত্তরে আছে । দক্ষিনে এই হিটারের ব্যাবহার প্রচুর । উত্তরে এই হিটার সব দালানের গায়ে সাটা এবং বাইরে থেকে আসা প্রচণ্ড গরম পানিতে ঘর গরম থাকে ।
১৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৪
বিজন রয় বলেছেন: ঢাকায় শীত কি খুব বেশি?
এখনো তো ১১/১২তে নামেনি।
কয়েক বছর আগে নেমেছিল। সে তুলনায়?
তবে বাইরের জেলাগুলোতে ৮/৯/১০ চলছে।
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫২
শাহ আজিজ বলেছেন: মিটারের দিকে তাকালে ঢাকার ঠাণ্ডা বোঝা যাবে না । তাকাতে হবে ঠ্যাঙের কাপুনির দিকে
উত্তরের জেলাগুলোর ভয়াবহ অবস্থা ।
১৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৫
সাহাদাত উদরাজী বলেছেন: আজকে ঢাকাতে ২১ ডিগ্রী, তাতেও হাড় কাঁপছে!
১৫ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৩
শাহ আজিজ বলেছেন: আমি পাচ্ছি ১৮ । শহরের মধ্যে তাপমাত্রা একটু বেশী ।
১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮
বাউন্ডেলে বলেছেন:
সৈয়দপুর। ৮.৮
১৬| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০
বাউন্ডেলে বলেছেন:
সৈয়দপুর ৮.৮
১৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০১
বাউন্ডেলে বলেছেন:
সৈয়দপুর ৮.৮
১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৪
শাহ আজিজ বলেছেন: অনেক কষ্ট করেছেন ছবি তোলার জন্য , ধন্যবাদ আপনাকে ।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:৫১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এ বছর এখন পর্যন্ত শীত আছে। ভালোই শীত গেল।
২৬ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: হ্যা গেলো সামারে পশ্চিমা আবওয়াবিদরা একথা বলেছিল আসছে শীত তীব্র হবে , হয়েছেও তীব্র ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২
সোনাগাজী বলেছেন:
১৭ ডিগ্রি সেল: তো ভয়ংকর কিছু না; এত শীত লাগছে কেন?