নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্তাহ দুই আগে কে বা কারা একডজন কুকুর ছানা রেখে গেছে রুপনগর খালের কালভার্ট এর পাশের এতটুকু খালি জায়গায় । সাদা ধবধবে কুকুর ছানা যখন একসাথে হুটোপুটি খেলে তখন আসলেই মন নরম হয়ে যায় । তারপর থেকেই পথচারী আর খবর পাওয়া দুরের লোকজন ওদের দেখতে আসছে । বিস্কিট রুটি , খিচুড়ি সব রেখে যাচ্ছে ওদের খাবার জন্য । একটা কাঠের প্যাকিং বাক্স রাখা যাতে ওরা ঘুমুতে পারে । প্রতিদিনই বাচ্চা একটা দুইটা করে কমছে । টের পেলাম ৫০০ টাকায় কুকুর ছানা বিক্রি হচ্ছে কিন্তু বিক্রেতাকে আজও অবধি দেখিনি । চরম ঠাণ্ডা বাতাসে বাচ্চাগুলো কাপছে । একটা বস্তা কিনে দিলাম , কেউ কেউ পুরাতন জামা কাপড় দিচ্ছে । পাশের বস্তির শিশুদের একটা দল ওদের সেবা যত্নে লেগে গেছে । কাছেই দোকানে মুরগি বিক্রি হয় জবাই করে । কেউ একজন নাড়িভুঁড়ি এনে দিতেই হাপুস হুপুস করে খেল । আমিও পরিচিত একজনকে অনুরোধ করলাম তো সে মুরগির নাড়ি ভুঁড়ি দিয়ে গেলো । পেট ফোলা বাচ্চা দেখলে টেনশন থাকে না যে ওরা ক্ষুধার্ত । সর্বশেষ ২টি কুকুর ছানা আছে । যাকে বলেছিলাম আর টাকা দিয়েছিলাম বুঝলাম সে ঠিকমত খাবার না দিয়ে টাকা মেরে দিচ্ছে । এই বস্তির লোকজন এক একটা ক্রিমিনাল । সাথের শিশুরাও তেমনি অভ্যস্ত হচ্ছে অপরাধে । আজ আবার ঠাণ্ডা হাওয়া বেড়েছে । শেষ দুটি ছানা টিকে আছে নাড়িভুঁড়ি খেয়ে । ঐ দুটোর কি হবে জানিনে তবে ওরা সুস্থ আছে ।
আমার অনাহুত দেখভাল বস্তির ছেলেপিলে পছন্দ করছে না টের পেলাম ।
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৮
শাহ আজিজ বলেছেন: একটা কুকুর ১২ টা বাচ্চা দিয়েছে বিশ্বাস করিনি । কিন্তু সবার চেহারা সুরত একই রকম ।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৯
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,
আহা.... কি কিউট বাচ্চাগুলো!
সুস্থ থাকুক বাবুরা!
২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭
শাহ আজিজ বলেছেন: প্রথমে সাদা ধবধবে কুকুরগুলো একসাথে দেখলে কি যে ভাল লাগত । এখন গোসল ছাড়াই ময়লা হয়ে গেছে ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২০
বিজন রয় বলেছেন: কুকুরের বাচ্চাগলোকে যে মানুষ কিছুটা হলেও যত্ন নিচ্ছে, এটা জেনে ভালো লাগল।
২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০৫
শাহ আজিজ বলেছেন: হুম , সবার সেকি উৎসাহ যে পিচ্চিদের মধ্যে মারামারি লেগে গেলো ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: রাস্তার কুকুরকে যারা মমতা করে, তাদের আমার ভালো মানুষ মনে হয়।
আমিও সুযোগ পেলে ওদের খেতে দেই।
২৩ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ , আজও দেখলাম কুকুর ছানা দুটো ভাল আছে ।
৫| ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৪
কামাল১৮ বলেছেন: কুকুর ছানাদের আদর করতে খুব ভালো লাগে।এখানে খুব একটা কুকুর ছানা দেখা যায় না কিন্তু কুকুর দেখা যায় প্রচুর।অনেকেই কুকুর পালে।সবার কুকুর বাঁধা থাকে।ছাড়া কুকুর দেখা যায় না।
২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৮
শাহ আজিজ বলেছেন: ওরা ভাল আছে । পেট ভরে মুরগির নাড়ি ভুঁড়ি খায় আর টুক টুক করে ঘুরে ফিরে বেড়ায় । কানাডার কুকুর আইন নিশ্চয় বেশ কঠিন ।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: কুকুর গুলো এই শীতে কিভাবে বেচে থাকবে? কে ওদের সময় মতো খাবার দেবে?
২৪ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫০
শাহ আজিজ বলেছেন: বেচে আছে । কাপড় , বস্তা দিয়ে কাঠের বাক্সে থাকছে । দুবেলা মুরগির নাড়ি ভুঁড়ি খাচ্ছে । ভাল আছে ।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একটা কুকুর কত্তগুলা বাচ্চা দেয়। বাউট্টা কুকুরে ভরে গেছে শহর