নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। আহা বেচারা

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০২



মিরপুর ১ আড়ং এ গেছি ফতুয়া আর প্যান্ট কিনতে । নামার সময় লিফটের অপেক্ষায় আমরা । সামনের গুতু গুতু বালক তার মাকে কিসব হিসাব দিচ্ছে । ১৩ দিন আর মাত্র শুনে ভাবলাম ইদের ব্যাপার নিশ্চয়ই । না ইদ নয় , পয়লা বৈশাখ । বাচ্চাদের কি আগ্রহ রঙ্গিন মুখোশ আর নানাবিধ ফেস্টুন নিয়ে । ওর মা বলল বৈশাখী মঙ্গল শোভাযাত্রার রঙের কাছে ইদ ম্লান হয়ে গেছে । একেই বলে স্বাভাবিক বিপ্লব । যারা যা কিছু স্বাভাবিক উপায়ে গ্রহন করতে চায় তাদের তাই করতে দিন । আমরা ইদ শোভাযাত্রা করতে পারি , পারি নাকি ?



ছবি দুটো প্রতীকী

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১২

শায়মা বলেছেন: ঈদ শোভাযাত্রা ! ভালো বুদ্ধি দিয়েছো ভাইয়া। নতুন যুগের নতুন ভাবনা। তবে জানোই নতুন কিছু প্রতিষ্ঠা করতে গেলে লড়াই আর তাতে জীবনও দিতে হতে পারে। কাজেই যেমন আছি তেমন থাকাই উত্তম নয়তো বেঘোরে প্রাণ যেতে পারে। :(

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৬

শাহ আজিজ বলেছেন: তোমাকে অনেক ধন্যবাদ শায়মা মনি । সময় গড়ালে জীবনযাত্রাও বদলে যায় । ইদ শোভাযাত্রা পুরাতন ঢাকাইয়ারা করত । কাল ক্রমে তা বন্ধ হয়ে গেছে ।

২| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:২৮

ইএম সেলিম আহমেদ বলেছেন: ঈদ শোভাযাত্রা?? ফাজলামো পেয়েছেন??? X((

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪১

শাহ আজিজ বলেছেন: জী , পেয়েছি , কি করবেন এখন??

৩| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: ইদ দেখে মনে হলো দাদা আপনি ২০১৯ এসএসসি পাস করেছেন
আগাম ঈদের শুভেচ্ছা জানাই সব সময় ভাল থাকবেন

৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৫

শাহ আজিজ বলেছেন: হটাত এস এস সি প্রসঙ্গ এলো কেন ?

ইদ নয় ঈদ হবে , এইতো । এসব কোন ব্যাপার না ।

৪| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: নতুন বানান ত তাই মনে হলো নতুন ছাত্র
রাগ করবেন না মজা করলাম

৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৩

শাহ আজিজ বলেছেন: B-)

৫| ৩১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৫৯

:) :) :) :) :) বলেছেন:

৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৫

শাহ আজিজ বলেছেন: B-))

৬| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: মিরপুর ১ আড়ং এ আমিও গিয়েছিলাম কন্যাকে নিয়ে।

৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪৪

শাহ আজিজ বলেছেন: হুম , বলেছিলে আগে ।

৭| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৯

নাহল তরকারি বলেছেন: ঈদ আর পহেলা বৈশাখ দুইটি ভিন্ন উৎসব। ঈদ ধর্মীয় উৎসব। তেমনি পহেলা বৈশাখ বাঙ্গালী জাতির উৎসব। দুর্গা পূজা, স্বরস্বতি পূজা যেমন ধর্মীয় উৎসব। পহেলা বৈশাখ তেমন ধর্মীয় উৎসব না। এটা সামাজিক উৎসব। দুইটা একত্রে মিশিয়ে ফেলা উচিৎ হবে না। সমস্যা আছে।

৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৯

শাহ আজিজ বলেছেন: আমি মেশানোর চেষ্টা করিনি । শিশুদের আগ্রহ ব্যাক্ত করেছি মাত্র ।

৮| ৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৪৪

কামাল১৮ বলেছেন: শিশুরা ঈদে তেমন আনন্দ পায় না।কোরবানী ঈদে তো আনন্দদ আরো কম পায়।সবাই মাংস নিয়ে ব্যস্থ থাকে।পহেলা বৈশাখের আনন্দ অন্য রকম মাত্রা পায়।এক শ্রেনীর লোক বন্ধ করতে চায়।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৪

শাহ আজিজ বলেছেন: এই এক শ্রেনির লোকের হাতে রাষ্ট্র বন্দী হয়ে আছে ।

৯| ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ১২:২৯

আমি ব্লগার হইছি! বলেছেন: মিরপুর ১ এর আড়ং এ আমি ও গিয়েছিলাম। ঈদ শোভাযাত্রা ব্যাপারটা খারাপ না। পুরানো ঢাকায় নাকি হ্য় শুনেছিলাম।

০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: পুরানো ঢাকার ওরা জমাতে পারেনি তাই ছেড়ে দিয়েছে ।

১০| ০১ লা এপ্রিল, ২০২৪ ভোর ৫:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভাইয়া, আইডিয়াটা কপি করে আমার ফেবুতে দিচ্ছি।

আপনি থাকলে আমি অর্গানাইজ করতে পারি। প্রেস ক্লাবের সামনে থেকে অথবা অপরাজেয় বাংলা থেকে।

০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: আমি এখন গন কেস । অন্যদের নিয়ে চেষ্টা করা যেতে পারে ।

১১| ০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.