নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। হিট ওয়েভ

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:১৯




গতকাল চারতালার জানালা দিয়ে আড়াইটা এবং সাড়ে চারটা নাগাদ দমকা লু হাওয়া বয়ে গেল । শরীরে অস্বাভাবিক হল্কা লাগতেই চমকে উঠলাম । এমন গরম গোবি মরুভুমিতে লেগেছিল । নিচে নেমে খোজ নিতেই জানলাম গরম লাগছে বটে তবে আমার মত আগুনের হল্কার স্বাদ পায়নি এই লেভেলে । তাহলে এত তীব্র তন্দুরি চুলার মত হাওয়া একটু উপর দিয়েই বইছে । ভর দুপুরের রোদ্দুর এড়িয়ে চলাই উত্তম । সাথে পানির বোতল রাখুন যাতে হিট স্ট্রোক এ আক্রান্ত না হন । ভাল থাকুন ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৪

শায়মা বলেছেন: তোমারও কি হিট স্ট্রোক হয়েছিলো ভাইয়া?

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২৫

শাহ আজিজ বলেছেন: বেশ আগে একবার হয়েছিল , বেচে গেছি ।

২| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৪

মায়াস্পর্শ বলেছেন: সাথে ছাতা রাখা আবশ্যক। সুতি কাপড় পড়তে হবে ,সাধ্য অনুযায়ী ফল,শাকসবজি খেতে হবে।

০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: সাথে পানি রাখাটা জরুরি

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:২৯

নাহল তরকারি বলেছেন: কি যে গরম পড়ছে। বাপ রে বাপ।

০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: ভয়ংকর ।

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



ভয়ংকর।

০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

শাহ আজিজ বলেছেন: এবারের গরম আমার কাছে গরম বলেই মনে হচ্ছে ।

৫| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বেশ গরম পড়েছে! আজ দুপুরেও গরম লেগেছে বেশ।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: আবহাওয়া ঠিক চলমান রাজনীতির মত আচরন করছে ।

৬| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:১৯

কামাল১৮ বলেছেন: বয়স্কদের সাবধানে চলা ফেরা করতে হবে।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: হুম , এই উপদেশটা বুড়োরাই মানে না ।

৭| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: তীব্র গরমে বাইরে না যাওয়াই উত্তম।

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: কিন্তু যাদের যেতেই হবে , না গেলে খাওয়া জুটবে না , তাদের কি হবে ?

৮| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০০

BM Khalid Hasan বলেছেন: ক্লাইমেট যেভাবে পাল্ট গেসে, তাতে অচিরেই মরুভূমি হবে। অলরেডি মরুভূমির েদেশগুলোতে বৃষ্টি হচ্ছে, গাছপালা হচ্ছে। পৃকুতি কিন্তু ব্যালেন্স বজায় রাখতে পছন্দ করে। তাই আমাদের উল্টো হবে।

০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:১০

শাহ আজিজ বলেছেন: হুম , টের পাচ্ছি বদল হওয়া দিনগুলো । মরুতে তুষারাপাত কি আশ্চর্য তাই না ? পৃথিবী বদলে যাবে কিন্তু আমরা থাকব না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.