নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন জানি জেগেছিল শোক
স্তব্ধ এই শরীর কাঠামোতে
প্রকাশহীন , অমলিন নিস্তব্ধতায় পূর্ণ
ঘষে মেজে দিতে সফেদ ঝিনুক চূর্ণ
আমি জেগেছি অফুরন্ত নিশি ও দিবস
তবুও জাগেনি সুখ হয়ে উন্মুল
ধরণীর এই জল পাটাতনে নিস্তব্ধ অচলায়তনে
-------------------------
অসমাপ্ত
শাহ আজিজ /এপ্রিল ৪ / ২০২৪ । রূপনগর / দুপুর ১।০০
০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১০
শাহ আজিজ বলেছেন: ভাল থেকো , ধন্যবাদ ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫১
মাস্টারদা বলেছেন: শুধু আক্ষরিক আধুনিক কবিতা টানে না আমায়। সাথে সাথে ভাবেরও আধুনিকতা চাই। আজকাল কবি কোথায়, সবাই করে অনুরণন। তবে লাগেনি সুখ উভয় মানে হয়েছে উত্তরণ।
০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ মাস্টারদা ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৯:২২
স্প্যানকড বলেছেন: একজন কবি কখনো ঘুমায় না এ সত্য । খুব সুন্দর হয়েছে । ভালো থাকবেন সব সময়
০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৯:৩২
শাহ আজিজ বলেছেন: একজন কবি ঘুমের ভেতরে স্বপনে মগ্ন থাকে ।
ধন্যবাদ স্পান ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ১০:১৩
কামাল১৮ বলেছেন: এতো সুন্দর কবিতা কিন্তু অসাপ্ত কেনো?
০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০২
শাহ আজিজ বলেছেন: ভাব জগতে পরিবর্তন এসেছে , স্মৃতি শক্তি মুষড়ে পড়েছে বলে অনেক কিছুই ভুলে যাই , এখানেও তাই ঘটেছে । আমার অনেক লেখাই অসমাপ্ত থেকে যাচ্ছে ডায়রিতে এই ভেবে আবারো যদি পুনরজাগরন হয় , কলকলিয়ে লাউয়ের ডগার মত বেয়ে ওঠে , তখন জাপটে ধরব প্রেয়সীকে -------------।
৫| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: কিছু কিছু কথা অসমাপ্ত থাকলেই ভালো শোনা যায়। এ কবিতাটিও তাই।
কবিতাটি লেখার স্থান, কাল ও ক্ষণ উল্লেখ করায় আরও ভালো হয়েছে। আমিও আমার সবগুলো লেখায় এসব উল্লেখ করে থাকি। সব সময় না হলেও, কিছু কিছু সময় এটা পাঠককে কবিতার সাথে নিজেকে রিলেট করতে সহায়তা করে।
"ধরণীর এই জল পাটাতনে" -- কথাটা খুব সুন্দর! + +
০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৫৬
শাহ আজিজ বলেছেন: এ শব্দটি এই প্রথম কলমের ডগায় এসে গেল , ব্যাস বসিয়ে দিলাম । পাঠক জলের পাটাতন খুজে বেড়াক হা হা হা ---- ।
ধন্যবাদ খায়রুল আহসান , ভালোবাসা নিরন্তর ।
৬| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার হয়েছে।
০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩৬
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সাধু ।
৭| ০৬ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৭
মিরোরডডল বলেছেন:
আজিজের লেখা কবিতা পড়লাম, ভালো লাগলো।
এরকম লেখেনা কেনো?
হোক ছোট বা অসমাপ্ত, তারপরও লিখবে।
০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪৬
শাহ আজিজ বলেছেন: লিখি তবে ছাপি না । করোনার সময় থেকে লেখালেখি কমে গেছে । কবিতাতে বার্ধক্যর ছাপ পড়েছে ।
অনেক ভালোবাসা ডল ।
৮| ০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৬
শাহ আজিজ বলেছেন: গাজি ভাই ধন্যবাদ । ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কবি দা
সুখ জলের মতো ধরা দেখ
আর হাঁসের মাংসে গন্ধ ছড়ুক;
অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল
অনেক ভাল থাকবেন