নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিলা তার মাটির চুলা নিভিয়ে আশপাশে যা আছে তা গুছিয়ে চৌকির উপর রেখে বেধে দিল । জিজ্ঞাসা করলাম বাড়ি কবে যাচ্ছেন ? কাল সকালে সদরঘাটে বরিশালের লঞ্চ ধরব । আজকের ভাঙ্গা হাটে কয়েকজন বসে আমার আশপাশ দিয়ে সবাই সবার পরিকল্পনা আওড়াচ্ছে । ইঞ্জিন রিকশা চালকএর সংখ্যাই বেশি । তবে সবার কথায় হতাশার সুর । কাপড় কেনা হয়নি । কিনবে কিনা এই শব্দটি উচ্চারিত হল না । ইদের পূর্ববর্তী আড্ডায় আমি এই প্রথম । ইফতারির সময় একটা কলা খাই বা ওই মহিলার বানানো আলুর চপ , পিয়াজু । ফুটপাত ঘেসে আবাসিকের মোড়ের কাছে ওরা পাশাপাশি বেশ কটা চায়ের দোকান খুলেছে । নিন্ম বিত্তের মানুষের ভিড় বেশি । আজকের ঢাকা অন্যরকম শীতল । সামনের ৬টা দিন এমন শীতল থেকে আবারো জেগে উঠবে ঢাকা । আমি কোথাও যাব না , ঢাকাতে থাকব । রূপনগরের খালি রাস্তায় হাঁটবো , দলের বুড়োদের সাথে আড্ডা দেব । আমার বাড়ি ফেরার তাড়া নেই । মেয়ের সংসারে বোঝা হয়ে এদিক ওদিক করে কাটিয়ে দেব । গান আর পি সি সম্বল । চলে যাবে যে কোন ভাবে হোক ।
এইবার কেন জানি নিজেকে খুব একা মনে হচ্ছে ।
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৫
শাহ আজিজ বলেছেন: আমার দুঃখগুলো কেন জানি চাগিয়ে উঠেছে ।
২| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০০
রানার ব্লগ বলেছেন: আসলেই এইবার ঈদে মানুষের কেনা কাটার তেমন একটা চাপ নাই । সবাই কেমন একটা শূন্যতায় ভুগছে । অবশ্য অর্থশালীদের কথা আলাদা। তাদের ঈদ সারা বছর লেগে থাকে ।
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৭
শাহ আজিজ বলেছেন: নিন্মবিত্তদের অবস্থা ভয়ানক খারাপ । ওদের এই ইদে সেমাই জুটবে কিনা সন্দেহ ।
৩| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০১
মিরোরডডল বলেছেন:
মেয়ের সংসারে বোঝা হয়ে এদিক ওদিক করে কাটিয়ে দেব
এভাবে কেনো ভাবছে?
মেয়ে যখন একসময় বাবার কাছে ছিলো, তখন কি সে বোঝা ছিলো?
এখন বাবাও মেয়ের কাছে বোঝা না, সন্তানতুল্য।
এইবার কেন জানি নিজেকে খুব একা মনে হচ্ছে ।
কোন একা না।
ব্লগে আসবে, আমরা সবাই আছি এখানে।
ভুলে গেলে হবে না, এটা আমাদের ব্লগ পরিবার, এখানে কেউ একা না।
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৩
শাহ আজিজ বলেছেন: কিছুটা সাহস ফিরিয়ে দিলে ডল ।
৪| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কি আর করবেন! সবার সাথে থেকে ভালো থাকার চেষ্টা করবেন আর কি!
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৩০
শাহ আজিজ বলেছেন: তাই থাকতে হচ্ছে আর হবে ।
৫| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:২৯
আমার বাংলা টুমি বলেছেন: কোন একা না।
০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৩০
শাহ আজিজ বলেছেন: হুম , আসলেই তাই ।
৬| ০৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৩
আহলান বলেছেন: একটা সময়ে প্রায় সবাইকেই এমন একটা নিঃসঙ্গ সময় কাটাতে হয় .... আল্লাহ সহায় !
০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০৭
শাহ আজিজ বলেছেন: আলহামদুলিল্লাহ ।
৭| ০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৪৪
কামাল১৮ বলেছেন: বয়স হলে সরকার দায়িত্ব না নিলে কারো না কারো বোঝা হয়েই বাঁচতে হয়।তবে অনেক ছেলে মেয়ে বোঝা ভাবে না।তারা এটাকে দায়িত্ব মনে করে।
০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৩
শাহ আজিজ বলেছেন: আমি বৃদ্ধ আবাসের চিন্তা করছিলাম ।
৮| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:৪০
মিরোরডডল বলেছেন:
কামাল১৮ বলেছেন: তবে অনেক ছেলে মেয়ে বোঝা ভাবে না।তারা এটাকে দায়িত্ব মনে করে।
বাবা মা কে করা অবশ্যই সন্তানের দায়িত্ব।
কিন্তু শুধুই কি তাই? ভালোবাসা কি নেই?
তাদের মুখে হাসি দেখলে আমরা ভালো থাকি, তারা কষ্ট পেলে আমরা কষ্ট পাই।
হয়তো এটাকেই মায়া বা ভালোবাসা বলে।
০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: আমার বাবা প্যারালাইজড হয়ে বিছানায় , আমি আর মা সেবা দিয়েছি । আমি বেশ শংকিত আমার সেবা কে করবে । ক্যান্সার আক্রান্ত আমার স্ত্রীকে বিছানায় সেবা দিয়েছি । ভাবছি ওল্ড হোমে চলে যাব , আর যাই হোক কষ্টটা পাবনা ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি একা নন, ব্লগ আর ফেইসবুকে থাকুন। কত মানুষের ভিড়।
বাট, পোস্টটায় অনেক করুণ বিষাদের সুর বুনে দিয়েছেন। এত চড়া মূল্যের বাজারেও আমরা হয়ত বেশ ভালোই আছি, কিন্তু যাদের কথা বললেন, ওরা সারাজনমই নিঃস্ব। ওরা সুখী হোক, এই কামনা থাকলো।