নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। এ কেমন আস্কারা !!

০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:০৪

প্রধানমন্ত্রী বলেছেন যে, কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন মোকাবেলা করা হয়, সে ক্ষেত্রে যেন মনে রাখা হয় তারা ভবিষ্যতের নাগরিক। প্রথাগত অন্য অপরাধীদের সঙ্গে যেন না মিলিয়ে ফেলা হয়। তাদের জন্য বিশেষ কাউন্সিলিয় করার ব্যবস্থা, কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রাখা- এই ধরনের সুযোগ-সুবিধাগুলোও যেন রাখা হয়।



আমার মনে হয়েছে এতে কিশোররা আরও উস্কানি পেল এবং তারা আরও দ্বিগুণ গতিতে অপরাধ কর্ম চালিয়ে যাবে । একজন প্রধানমন্ত্রীর কাছে এরকম মশকরা আশা করিনি । এতে আইনি পর্যায়ে অপরাধ আরও বাড়বে । আওয়ামী লিগে একটি শুদ্ধি অভিযান প্রয়োজন ।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৪

কামাল১৮ বলেছেন: প্রধান মন্ত্রী ঠিকই বলেছেন।নরডিক দেশগুলিতে সকল আপরাধির সাথেই এমন ব্যবহার করা হয়।যার জন্য জেলখানা গুলি বন্ধ হয়ে যাচ্ছে। অপরাধির অভাবে।আমাদের জেলে গেলে অপরাধী আরো বড় আপরাধী হয়ে বের হয়ে আসে।

০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১২

শাহ আজিজ বলেছেন: কি জানি আপনারাই ভাল বুঝেন । কিন্তু হটাত এদের ব্যাপারে এত নরম সুর কেন ?

২| ০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: কেন , আপনি কি মনে করেন মাইরের উপ্রে ঔষধ নাই ? =p~

০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৩

শাহ আজিজ বলেছেন: আপাতত নাই । যেসব খুন করেছে সেই বিচার আদালতেই হবে । ড্রইং রুমে নয় ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:২৯

নাহল তরকারি বলেছেন: জঙ্গী বাহিনী ও কিশোর গ্যাং এর মধ্যে কোন পার্থ্যক দেখি না।

০৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৫০

শাহ আজিজ বলেছেন: ঠিক বলেছেন । এরা ভবিষ্যতে লীগের আইনি পাণ্ডা বাহিনি হবে ।

৪| ০৯ ই এপ্রিল, ২০২৪ রাত ১:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: সব ইস্যুতে "জিরো টলারেন্স" থাকলেতো সমস্যা। যেমন দেশের মানুষ তেমন তাদের নেতৃত্ব। যত্তসব।

০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৫

শাহ আজিজ বলেছেন: একটা পরিবর্তন চাই ।

৫| ০৯ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: বলতে চেয়েছি এসব ইস্যুতে "জিরো টলারেন্স" না থাকলেতো সমস্যা। এ ধরনের কুলাঙ্গার "ভবিষ্যৎ নাগরিক" না থাকলে বাংলাদেশের কোন সমস্যা হবে বলে আমার মনে হয় না। উপরের মন্তব্য মুছে দেয়া অনুরোধ থাকছে। ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬

শাহ আজিজ বলেছেন: ওরা না থাকলেই কি ? এতই দামি কিশোর গ্যাং ?

৬| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাংলাদেশ জাতিসংঘভুক্ত দেশ, কিছু বিষয় আন্তর্জাতিক নিয়মানুসারে নির্ধারিত হয়।

০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৭

শাহ আজিজ বলেছেন: একটু খোলাসা করে বলুন ।

৭| ০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৩৫

BM Khalid Hasan বলেছেন: এটা ঠিক যে পৃথিবীর সব দেশে ক্রাইম করলেও তার হিউম্যান রাইটস থাকে। কিন্তু ওইসব দেশের মানুষের মাইন্ড সফট, রাস্তায় একটা বিড়াল মরা দেখেও তারা শক খায়। তারা কাউন্সেলিংয়ে একটা পযায়ে রিয়েলাইজেশন করে নিজেকে শুধরে নেবার চান্স থাকে। কিন্তু আমাদের মত থার্ড ওয়াল্ড কান্ট্রির বস্তিতে যেখানে বাপ মার কেয়ার নাই ছেলে মেয়ে কি করলো, আদর যত্নের বালাই নেই, সেখানে এসব কিশোরদের মানসিক অগ্রগতির সম্ভাবনা খুবই কম বা নেই। আমার মনে হয় রাজনৈতিক অকাজ কুকাজে এদের ব্যবহার করা যায় বলেই মন্ত্রী মিনিস্টাররা এইসব আইন শিথিল করতে বলে আর প্রধানমন্ত্রী সেটাই ফোকাস দিয়েছে।

০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৭

শাহ আজিজ বলেছেন: এক্স্যাক্টলি সত্যি বলেছেন । এরাই লীগের ভবিষ্যৎ মাসল হবে ।

৮| ০৯ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

অক্পটে বলেছেন: এই কিশোর গ্যাং হল আওয়ামীলীগের প্রোডাক্ট। ১৫ বছর আগে এরা ছিলনা। আপনি খবর নিয়ে দেখেন এরা কাদের হয়ে কাজ করে। আমি এমনই তিন চারটি গ্যাং এর খোজ খবর নিয়েছি। এরা সবাই আওয়ামীলীগের স্থানীয় নেতাদের কথায় ওঠে বসে এবং তারাই তাদের লালন পালন করে। থানার এবং ওসির কাছে আমি নালিশ নিয়ে গিয়েছি। ওসি আমাকে পরামর্শ দিয়েছে খামোখা এসবে জড়াবেন না। স্থানীয় আমলীগ নেতারাই ওদের পালন করে, ওই নেতাদের কাছে গিয়ে ব্যপারটা মিমাংশা করিয়ে নিন।

প্রধানমণ্ত্রীর কথায় আপনি যা বুঝেছেন আমিও তাই বুঝেছি।

০৯ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ । এদের রাশ টানতে না পারলে সামাজিক অবস্থা ভেঙ্গে পড়বে । কোথাও কোথাও যে পাল্টা আঘাত হানা হবে না তার নিশ্চয়তা নেই ।

৯| ০৯ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৪১

রানার ব্লগ বলেছেন: এই গুলা যাযাবর গ্রুপ। যখন যে দল ক্ষমতায় তাদের হয়ে কাজ করে। এই সব কিশর গ্যাং এর আড়ালে বুড়া গ্যাং জড়িত।

০৯ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: বুড়ো গ্যাং নিপাত যাক , ধ্বংস হোক ।

১০| ১৭ ই এপ্রিল, ২০২৪ সকাল ৮:৩৩

ইমরান আশফাক বলেছেন: ওদের মা-বাবাদের ও ধরে কিন্চিৎ কচলামি দিতে ভুল হয় না যেন।

১৭ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:১৭

শাহ আজিজ বলেছেন: কোন কোন মা বাবার উস্কানি আছে নিশ্চয়ই । তবে অধিকাংশ মা বাবার নিয়ন্ত্রনের বাইরে এই বখাটেরা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.