নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। রম্য

২৬ শে মে, ২০২৪ দুপুর ১২:৪১


জাতীয় পরিচয় পত্রে ভূল সংশোধন কক্ষে মহিলা অফিসার বললেন - কি করতে পারি?

- সুতির নাইটি টা ঠিক করতে হবে।

এই শুনে মহিলা তো রেগে আগুন। খেঁকিয়ে উঠলেন রীতিমতো।
- অসভ্যতা করছেন? জানেন, আমি কি করতে পারি?

- জানি তো। সেজন্যই এসেছি। বাবা-মা আদর করে আমার নাম রেখেছিল সুধীর। সুধীর মাইতি। আপনারা জাতীয় পরিচয় পত্রে লিখে দিলেন সুতির নাইটি?

পাশে বসে স্বপন'দা কেঁদে দিলেন। বললেন - আপনার তো তবুও ভদ্র অবস্থা মশাই। আমার কথা ভাবুন। নাম স্বপন ঘোষ আর এনআইডি তে আসলো 'স্বপ্নদোষ'"। বলি, এই ৭২ বছর বয়সে কি এসব থাকে নাকি???

পিছনে দাঁড়ানো রোদন দে কেঁপে ওঠে বললেন, "ওদিকে আমার র যে চ হয়ে গেল, এই দুঃখের কথা আমি কাকে বলবো?"

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২৪ ভোর ৬:১৩

ডঃ এম এ আলী বলেছেন:





দারুন হয়েছে রম্য কথন ।
জাতীয় পরিচয় পত্রে নামের বানান ভুলের যে কী জ্বালা,
তা ভুক্তভোগী মাত্রই জানেন।
জাতীয় পরিচয় পত্রে নামের বানান ভুলের খপ্পরে পড়লে
কৃষ্ণচন্দ্র মজুমদারের সেই কবিতার কথা স্মরণ হবে অনেকের
‘কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে
দংশেনি যারে?’

২৭ শে মে, ২০২৪ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: পোস্ট সরিয়ে নিয়েছিল , এখন দেখছি আবার দিয়েছে।

২| ২৭ শে মে, ২০২৪ দুপুর ১:২৯

বিষাদ সময় বলেছেন: যদিও উপকূলের অবস্হা বেগতিক তারপরও আপনার জোকস পড়ে হাসি ধরে রাখতে পারলাম না।
জোকসগুলো সংগৃহিত, না স্বরোচিত?

২৭ শে মে, ২০২৪ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: সংগৃহীত ।

৩| ২৭ শে মে, ২০২৪ দুপুর ১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হা হা হা...... জাতীয় পরিচয় পত্রে যে কত হরেক ভুল তার কোন ইয়ত্তা নেই।

২৭ শে মে, ২০২৪ রাত ৮:১২

শাহ আজিজ বলেছেন: অথচ এরা বিশ্ববিদ্যালয় পাশ-------------------------

৪| ২৭ শে মে, ২০২৪ দুপুর ২:৩৫

অধীতি বলেছেন: ভাই আপনে পারেনও বটে। রম্য স্যালুট।

২৭ শে মে, ২০২৪ রাত ৮:১২

শাহ আজিজ বলেছেন: আমি শুধু কপি করেছি ----------------

৫| ২৮ শে মে, ২০২৪ রাত ১২:২২

জ্যাক স্মিথ বলেছেন: ব্যাপক বিনুদিত হইলুম। =p~

২৮ শে মে, ২০২৪ সকাল ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জ্যাক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.