নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত

৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:২৭

গেল রাতে ১৪ দলের সভায় জামাত- শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহন করা হয় । আগামি পরশু এসঙ্ক্রান্ত ঘোষণা দেওয়া হবে । হটাত করেই দেশ অশান্ত হয়ে উঠবে । সাবধানে থাকবেন সবাই ।


নিষিদ্ধের প্রক্রিয়া কেমন করে হয় বিজ্ঞ কেউ আমায় জানাবেন ।

সবচে খুশি হবে গোফরান ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৪৪

খাঁজা বাবা বলেছেন: নিষিদ্ধ হলে তারা ক্লিন ইমেজে নতুন দল গড়তে পারবে।
আওয়ামীলিগের কোন লাভ হবে বলে মনে হয় না।

২| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জামাত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি যখন চরমে ছিল, তখন নিষিদ্ধ করা হয় নাই। সরকার হয়ত ঝোঁকের মাথায় এ কাজটা এখন করেই ফেলবে, কিন্তু এ মুহূর্তে এটা একটা সুইসাইডাল অ্যাক্ট হবে। জ্যাক স্মিথ-এর লাস্ট পোস্টে তিনি খুব সুন্দর করে বিষয়টা লিখেছেন, পড়ে দেখতে পারেন। তারা সম্ভবত কোনো নতুন দলের পক্ষে নয়; নতুন দল করার কথা অনেক পুরোনো, নতুন দল করতে চাইলে অনেক আগেই করে ফেলতো। তবু, তারা যদি দেশের মঙ্গল চায়, নিজেদের গতর থেকে চিরকালের কালিমা মুছে নতুন রূপে আসাই উত্তম হবে।

৩| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা ১৪ দলের সভায় সিদ্ধান্ত হয়, সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে নয়, ১৪ দলের প্রধান হিসাবে সভাপতিত্ব করেন, ওটা কোনো সরকারি সিদ্ধান্ত নয়।

৭১ টিভিতে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। প্রক্রিয়া সম্পর্কে আইনজীবী ও বিশেষজ্ঞদের মতামত নেয়া হচ্ছে। প্রক্রিয়া খুব জটিল হবে। খুব সহজ ভাবে একটা নির্বাহী আদেশেই সরকার এ ঘোষণাটা দিয়ে ফেলতে পারে। কেউ বললেন, আদালতে যেতে হবে এর জন্য। প্রক্রিয়া বা ঘোষণা হয়ত খুব সহজে দিয়ে ফেলা যাবে, কিন্তু তার প্রতিক্রিয়া খারাপ হবে বলে মানুষের ধারণা।

আমরা সাধারণ নাগরিক, যাদের কোনো দলের সাথেই কানেকশন নেই, পড়বো মহামুশকিলে - কারণ, দুই পক্ষই আমাদের শত্রু মনে করবে।

৪| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৪

আহলান বলেছেন: ওই দলের নেতা কর্মী তাহলে বিএনপিতে চলে যাবে বা নতুন দল গঠন করবে। এদেরকে তখন কিবাবে প্রতিরোধ করবে? নিশ্চই এই ব্যপার স্যাপার গুলো অদ্যপান্ত ভেবেই বর্তমান ১৪ দল এই সিদ্ধান্ত নিয়েছে। এমনো হতে পারে এতোকাল তারা জামাতকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো কোন কায়দায়, এখন আর সেটা সম্ভব হচ্ছে না বা প্রয়োজন নেই .... কি আছে দেশের রাজনীতিতে আল্লাহই জানেন ...

৫| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৮

সোনাগাজী বলেছেন:



জামাত-শিবির আমাদের জাতিতে পংগু মানুষ সৃষ্টি করে চলেছে; এই কারখানা বন্ধ যদি করতে পারে, জাতি টিকে থাকবে; না;হয় জাতি আফগান, লেবানন, ইয়েমেন বা সুদানের মতো হয়ে যাবে।

৬| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ১১:২৮

হাবিব ইমরান বলেছেন:
এমনিতেই দেশে শাটডাউন, কারফিউ। কার্যত দেশ অচল। এখন এগুলা করে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। এসব কেন? দেশকে কারা অস্থিতিশীল করছে? আমারতো মনে হচ্ছে সরকার চায় না আন্দোলন থেমে যাক। বিভিন্ন উস্কানিমূলক কাজ করে সরকার এগিয়ে যাচ্ছে। নমনীয়তা অস্পষ্ট। সরকার আসলে কী চায় এখনো বুঝে আসছে না। সরকার দেশের প্রতি আন্তরিক হলে বহু আগেই সমঝোতায় চলে আসতো।

৭| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৯:৩০

কিশোর মাইনু বলেছেন: এইগুলো সব হচ্ছে নাটক। জামাত শিবির নিষিদ্ধ করতেছে মারাচ্ছে। এতদিন কয় ছিলা??? ঘাস কাটতিছিলা???
শালার ১৩/১৪তে সবাই যখন গলা ভাংগি ফেলতিছিলাম চিল্লাইতে চিল্লাইতে রাজাকারের ফাসি আর জামাতকে নিষিদ্ধ করার জন্য তখন কই ছিলা???

১০ বছর পরে যখন বেপাকে পড়ছে তখন আসছে নটাংকি মারাইতে, দেশপ্রেম দেখাইতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.