নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/reel/1168141487572227
যা বললেন সেনা প্রধান ----------
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
শাহ আজিজ বলেছেন: গরু মেরে জুতো দান ।
২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৯
মিথমেকার বলেছেন: লেখক বলেছেন: গরু মেরে জুতো দান।
তা মন্দ বলেননি..
০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
শাহ আজিজ বলেছেন:
৩| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: একটা জিনিস বোঝা যাচ্ছে অহিংস আন্দোলনকারীদের প্রতি আর্মি গুলি ছুঁড়বে না। এটাই অনেক পাওয়া জনতার জন্য। মাঠের আর্মিরা জনতার পালস বুঝতে পাড়ছে এখন। তারা নিরীহ জনতাকে টাচ করবে না। তাদের জন্য নিরপেক্ষ থাকাটাও জনতার জন্য অনেক পাওয়া। আর্মির জুনিয়র অফিসাররা তরুণ ছাত্র জনতার পক্ষে আছে। কিন্তু তারা শৃঙ্খলিত তাই মুখে কিছু বলতে পাড়ছে না।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:৫৫
শাহ আজিজ বলেছেন: আর্মি এ পি সিতে বসে ছাত্রদের গুলি করছে বি বি সিতে দেখলাম ।
৪| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: সহিংসতা হলে গুলি করছে। এটা তারা করবেই এবং করার দরকার আছে। এই আন্দোলনে সহিংসতা ঢুকানোর কোন প্রয়োজন নাই। একটা ভিডিওতে দেখা যাচ্ছে আর্মি ছাত্রলীগের বিরুদ্ধে গুলি করছে এবং পাশে জনতা বাহবা দিচ্ছে। মাঠের আর্মি আর আর্মির জেনারেলের মন মানসিকতা এক হবে না। মাঠের আর্মির এবং জুনিয়র আর্মির পালস জেনারেলদের বুঝতে হয়। এগুলির বিপরীতে কোন বুদ্ধিমান জেনারেল যাবে না। গেলেই বিপদে পড়বে। এই কারণেই আর্মির অফিসারকে দেখে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাদেরকে বোঝানো হয়েছে আর্মি জনতার বিরুদ্ধে না। তবে তারা সহিংসতা প্রতিহত করবে। এটাই জনতার জন্য এখনকার মত যথেষ্ট।
০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন: হুম , গ্রহণযোগ্য ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
মিথমেকার বলেছেন: