নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনার পদত্যাগের খবরে পাল্টে গেলো ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম। হাসপাতালের নামফলক থেকে 'বঙ্গবন্ধু শেখ মুজিব' লেখাটি উঠিয়ে পূর্বের নামে ফের নামকরণের সাইনবোর্ড লাগানো হয়েছে হাসপাতালটিতে।
এখন সেখানে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে হাসপাতালটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন।
০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮
শাহ আজিজ বলেছেন: যে অবস্থা চলছে তাতে নাম করন , বদলের অভ্যাসটা তুলে দিলে ভাল হয় ।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১২
কাঁউটাল বলেছেন: গুড আইডিয়া
তাইলে BSMMU এর নাম পরিবর্তন করে শহীদ ছাত্রদের কারও নামে যেমন শহীদ আবরার মেডিকেল ইউনিভার্সিটি (SAMU) রাখা যায়।
০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৭
শাহ আজিজ বলেছেন: ওটা পোস্ট গ্র্যাজুয়েটই থাক । নাম সাটা নাম মোছা ভাল কাজ বা ভাল অভ্যাস নয় ।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৯
করুণাধারা বলেছেন: দাঁড়ান! কাজকর্ম শেষ করে লিস্ট দিচ্ছি, কত কিছুর নাম বদলাতে হবে! দুইজনের নামে মোট ১৩৮টা নামকরণ পেলাম!
০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩০
শাহ আজিজ বলেছেন: দিন আমরা মজা লই ।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৪
মেঠোপথ২৩ বলেছেন: ফরিদপুর মেডিকেল কেন ?
০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১
শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা ফরিদপুরে ।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮
নতুন বলেছেন: বিভিন্ন প্রতিস্ঠানের নাম জনগন ভালবাসা থেকে দিয়ে থাকে।
আয়ামীলীগের চাটুকারীতার মাধ্যমে দেওয়া নাম মানুষ মুছে ফেলবে সেটাই সাভাবিক।
শেখ হাসিনার এই কাজে তার নিজের ইমেজের সাথে, বঙ্গবন্ধুর ইমেজেও প্রশ্নবৃদ্ধ করেছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য এই প্রযন্ম ভেঙ্গে ফেলেছে, গত ১৫ বছরে কেমন একটা প্রযন্ম গড়ে উঠেছে? যারা মামুনুল,আজহারীর ওয়াজে উদ্ভুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় না।
০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৩
শাহ আজিজ বলেছেন: এই গোটা প্র্যাকটিস টাই বাজে অভ্যাস । এই অভ্যাস তুলে দিতে হবে ।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৮
আহলান বলেছেন: হাসিনার পাশাপশি তার চামচা গুলাকেও দেশ ছাড়া করলে , পরবর্তিতে কেউ চামচামি করার সাহস পেতো না। নেতা আসে নেতা যায়, চামচা গুলার কিছু হয় না। তাই এই অবস্থা ! সচিব থেকে পিওন সব গুলাই চামচা ...চাটুকার ! এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া উচিৎ!
০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫২
শাহ আজিজ বলেছেন: উচিত বক্তব্য ।
৭| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
প্রামানিক বলেছেন: দু’দিন পরে বঙ্গবন্ধু সেতুও যমুনা সেতু হয়ে যাবে।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: তাই হোক ।
৮| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৬
নতুন বলেছেন: মানুষ মাত্রই তোশামদি পছন্দ করে। বুঝতে হবে মানুষ কেন বেশি তেল দিতেছে।
কেউ আমাকে বেশি বস বস করে গদগদ হলে আমি জিঙ্গাসা করি. কি চাও ঝাইড়া কাশো।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: হুম
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১০
আঁধারের যুবরাজ বলেছেন: গত ষোলো বছর ধরে উনি নাম পরিবর্তনের খেলা খেলেছেন। তার পরিবারের সবার নাম সব কিছুতে চাপিয়ে দিয়েছিলেন। অথচ যদি মানুষের জন্য কাজ করতেন ,আজ এই পরিণতি হতো না। ইতিহাসের পাতায় ,মানুষের হৃদয়ে নাম লেখা থাকতো।