নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। ভারতের সাবেক কূটনীতিক, সুরক্ষা বিশেষজ্ঞ, বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন, ড. ইউনূসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। খবর ডয়চে ভেলের।
ও পি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডিডাব্লিউকে জানিয়েছেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়।’
শ্রীরাধার মতে, ‘ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু এখনকার পরিস্থিতিতে ড. ইউনুসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প।’
বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রিভা গঙ্গোপাধ্যায় দাস। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ড. ইউনূসকে চিনি না। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন। আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন।’
সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন। এই সুরক্ষা বিশেষজ্ঞও ডিডাব্লিউকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ড. ইউনূসই সবচেয়ে ভালো বিকল্প।
শান্তনু মুখোপাধ্যায় মনে করেন, ‘ড. ইউনূস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য। ছাত্ররাও তাকে চাইছে। সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য। তিনি ব্যালান্স করে চলতে পারবেন।’
তিনি বলেছেন, ‘তবে ড. ইউনূসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা। সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা।’
প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন, ‘ড. ইউনূস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলির কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ডিডাব্লিউকে তিনি বলেছেন, ‘ড. ইউনূসই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প। তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।’
বাংলাদেশে এত দ্রুত যে পটপরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেননি ভারতের এই বিশেষজ্ঞরাও।
রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেন, ‘সরকার গঠনের পর অসন্তোষ ছিল, ছাত্ররা অখুশি ছিল, আন্দোলন হচ্ছিল, সেটা সকলেরই জানা। কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি।’
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪০
শাহ আজিজ বলেছেন: আমি তাকে জানতাম না , ধন্যবাদ আপনাকে ।
২| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮
আহলান বলেছেন: তবে ডঃ ইউনুসকে সর্ব্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ভারত কখনোই চাইবে না আমাদের দেশটা ষ্ট্যাবল হোক। সে কখন কাকে দিয়ে কোন চাল মারে , সেটা জানা যাবে না।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪০
শাহ আজিজ বলেছেন: এটা আমার মাথায় প্রথম থেকে ছিল । তাই লেখাটা তুলে দিলাম ও দেব ।
৩| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫২
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশে এখন দক্ষ মানুষ ১ জনই আছেন, তিনি ড: ইউনুস; বিশ্বের সেরা দক্ষ ফাইন্যানসিয়ালদের মাঝে উনার নাম উঠবে; তবে, এবার উনাকে সামনে রেখে জাতিকে আফগানী বানাবে কোমলমতি শিবিেরা।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪২
শাহ আজিজ বলেছেন: সহমত , ধন্যবাদ ।
৪| ০৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪
কামাল১৮ বলেছেন: গনতন্ত্রকে কতটা বিকশিত করে এখন এটাই দেখার বিষয়।যত সম্ভব তাড়াতাড়ি দেশকে শান্ত করে নির্বাচন দেয়া দরকার।বেশিদিন থাকতে চাইলে বাংলার জনগন ওনাকে ঝাটাপিটা দিয়ে তাড়াবে।বিএনপি মনে হয় খুশি না।
০৭ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: দুই বুড়ি কার্যত আউট । আমরা পেশাদার মানুষকে ক্ষমতায় দেখতে চাই ।
৫| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:১১
বিষাদ সময় বলেছেন: ড. মুহাম্মাদ ইউনুস এর রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে জানতে নিচের লিন্কে ঘুরে আসতে পারেন-
Muhammad Yunus
ধন্যবাদ।
৬| ০৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৫
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: ডঃ ইউনুস এর খেল শুরুর আগেই আগ বাড়িয়ে তেমন কিছু বলতে চাই না। যদিও এটা ঠিক যে এই মুহূর্তে তিনিই সবচেয়ে গ্রহণযোগ্য মানুষ। তবে খুব সুবিধের লোক যে নন তা বলাই বাহুল্য। খেলা শুরুর পর বোঝা যাবে আসলে সে কেমন ঘোড়া।
০৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫০
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি রুপে ধরা দেয় ।
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ডঃ ইউনুসের কাছে আমি বেশী কিছু আশা করি না। তবে হাসিনা ক্ষমতায় নেই এটাতেই আমি অনেক খুশি। পরবর্তী রাক্ষস বা ডাইনি কে হবে সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যারা হাসিনাকে ধাওয়া দিয়ে দিল্লী পাঠাতে পেড়েছে তারা যে কোন জালেমকে শায়েস্তা করার শক্তি রাখে। এটা কোন অলীক কল্পনা না উদাহরণ আমাদের সামনেই আছে কয়েকদিনের ঘটনাপঞ্জির মধ্যে। তাই রাজনীতিবিদরা সাবধান। ভয় হোল ছাত্ররা লোভে পড়ে যেতে পারে বা পরিকল্পিতভাবে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হতে পারে। ছাত্রদের অভিজ্ঞতা কম তাই এই ধরণের ফাঁদে পড়ার সম্ভবনা আছে।
০৯ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪২
শাহ আজিজ বলেছেন: রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ক্যান্সার ঢুকিয়ে গেছে হাসিনা । ইউনুসের একার পক্ষে এসব জঞ্জাল হটানো সম্ভব নয় । আমেরিকা যেহেতু আমাদের পাশে আছে তাতেই ভরসা।
©somewhere in net ltd.
১| ০৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২০
আঁধারের যুবরাজ বলেছেন: শ্রীরাধা দত্ত হচ্ছে মোদির আর এক গোবেলস। বিগত সময়গুলিতে সে শেখ হাসিনার পক্ষে লিখেছে । এই গিরিগিটি এখন এখন উল্টো কথা বলছে ।