নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। ডাকাত ডাকাত ডাকাত

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৬






রাত তিনটায় কন্যা ডেকে তুলল , উত্তেজিত কণ্ঠে বলল ডাকাত পড়েছে , ঐ শোন মাইকিং হচ্ছে । রাত তিনটা ঘুমের জন্য পিক আওয়ার । আমি কেমন এলো মেলো হয়ে বললাম নেটের দরজা লাগিয়ে ডাকাত ঠেকাবে ? চিল্লায়ে বলল যা বলছি করো । সাইরেন বাজিয়ে সেনাদল গেল । আমাদের আরামবাগ বেশ চুপচাপ জায়গা । মাইকের আওয়াজ শুনতে শুনতে শুয়ে পড়লাম । জানলাম পল্লবী , ই সি এম আর উত্তরায় দল বেধে ডাকাতি করছে । সকালে ভিডিও দেখলাম ই সি এমে এক দল ডাকাতকে আর্মি পেটাচ্ছে । পেটানোর স্পিড দেখে বিড় বিড় করে বললাম ব্যাটা মাইর দেয়াও শেখো নাই , তোমাদের দ্বারা কিসসু হবে না । ১৫,২০ জনের ডাকাত দল কম নয় । শুনলাম ঢাকার বাইরে থেকে ভাড়ায় ডাকাত এনেছে । বাহ ভাড়ার বহরে নতুন সংযোজন । উত্তরায় বসবাসকারি নেটজেনরা লাঠি সোঠা নিয়ে ঘুমায় । তারা এত বেশি সংখ্যায় রাস্তায় নেমেছে বেশ একটা জমজমাট ব্যাপার হয়ে গেল ।

যাক সাবধানে রাত কাটাতে হবে । আমাদের বেশ প্রটেকটেড বাড়ি । তাছাড়া একজন এস পি , সি আই ডি তিনটি বন্দুক পিস্তল বসবাস করে। ক্যামেরা দিয়ে পুরো বাড়ি ঘেরা । আপনারা সাবধানে থাকবেন ।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৩

সোনাগাজী বলেছেন:



ইহা ডাকাতী নয়, কোমলমতিদের আগমণে উহাদের ছোট বন্ধুরা এক মাস্তি করছে

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯

শাহ আজিজ বলেছেন: অনুশীলন করছে মাত্র ।

২| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: গত রাতে ঝালকাঠিতেও একই অবস্থা। তবে ডাকাত ধরাপড়েছিলো কিনা জানি না। আমার ঘুমের সমস্যা হয়ে গেলো।

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: পিক আওয়ারে ঘুম ভাংলে সহজে ঘুম আসে না ।

৩| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫

তানভির জুমার বলেছেন: এখনো পর্যন্ত আর্মির হাতে যত ডাকাত ধরা পড়লো তার প্রায় সব ছাত্রলীগ/ আওয়ামী লীগের কর্মী। তারা এটাও স্বীকারোক্তি দিচ্ছে যে কে তাদের টাকা দিয়েছে এবং কার নির্দেশে এসব লুটপাট করছে।

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৪

শাহ আজিজ বলেছেন: আওয়ামী লীগের ইজ্জত হরন ।

৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: আমিও শুনে অবাক যে এই বিজয়ের পরে এই রকম ছোটলোকী করতে ডাকাতদেরও লজ্জা পাওয়া উচিৎ ছিলো। নির্লজ্জ বেহায়া ডাকাতদের ধরে ঝুলাই রাখা উচিৎ।

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬

শাহ আজিজ বলেছেন: ডাকাতদের অর্থের দরকার আর পাতি নেতাদের দরকার চলতি প্রশাসনকে বেকায়দায় ফেলা ।

৫| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১০

তানভির জুমার বলেছেন:

০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৯

শাহ আজিজ বলেছেন: এক্সট্রা রাগের কারন গেল ১৫ বছর এককভাবে লুটপাট ।

৬| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪১

নাহল তরকারি বলেছেন: আইনশৃঙ্খলার অবনতি।

০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৩

শাহ আজিজ বলেছেন: এই জরুরী সময়ে অনেকেই সুযোগ নিচ্ছে ।

৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: উৎসবের মত অবস্থা। ছাত্র জনতা রাত জেগে ডাকাত পাহারা দিচ্ছে। হুমায়ূন আহমেদ থাকলে আরেকটা গল্প লিখে ফেলত এই বিষয় নিয়ে।

এগুলি আসলে ডাকাত না, এগুলি টোকাই টাইপের হিরইনঞ্ছি। সম্ভবত আওয়ামীলীগ টাকা ঢেলেছে ডাকাতি করার জন্য। অথবা পুলিশ না থাকার কারণে টোকাইগুলি সুযোগ নেয়ার চেষ্টা করছে।

০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫

শাহ আজিজ বলেছেন: এই আওয়ামি লীগ গেল ১৫ বছর দেশ শাসন করেছে , বিশ্বাস হয় । এরা আওয়ামি ডাকাত লীগ ।

৮| ০৯ ই আগস্ট, ২০২৪ রাত ৩:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:

এগুলো ডাকাত না।
জামাত শিবিরের এজেন্ট। হিন্দু বাড়ি লুট এবং মন্দির এবং মূর্তি ভাঙার জন্য ভাড়া করা হয়েছিল। এখন মূর্তি ভাঙ্গা এবং হিন্দু বাড়ির লুট শেষ।
রক্তের স্বাদ একবার পেলে যা হয় এখন শুরু হয়েছে মুসলমান বাড়ি সকল বাড়ি সুযোগ পেলেই ডাকাতি লুট।

০৯ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৬

শাহ আজিজ বলেছেন: আওয়ামি ডাকাত লীগ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.