নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। ফুল কোর্ট মিটিং ডাকায় হাইকোর্ট ঘেরাও করার ডাক ছাত্র আন্দোলনের, সভা স্থগিত

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১২



সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে শনিবার একটি জরুরি ফুল কোর্ট সভা ডাকার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আদালত ঘেরাও এর কর্মসূচি দেয়ার পরে সেটি স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।দুপুরের দিকে শত শত শিক্ষার্থী হাইকোর্ট ঘেরাও করে রাখে।

শনিবার সকাল ১০টার দিকে ভার্চুয়াল মাধ্যমে বিচারপতিদের সভাটি করার কথা ছিল। কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমান পরিস্থিতিতে কীভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল সাড়ে ১০টায় ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

তবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় হাইকোর্ট অভিমুখে মিছিলের ডাক দেয় এই প্ল্যাটফর্মের সমন্বয়করা।বৃহস্পতিবার প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।এ বিষয়ে সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ শনিবার তার ফেসবুক স্ট্যাটাসে আরও বলেন, “আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন”।

এ অবস্থায় শনিবার সকালে ফুল কোর্ট সভা স্থগিত করেন প্রধান বিচারপতি।

বি বি সি

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২১

সোনাগাজী বলেছেন:



কোমলমতিদের আগের ইতিহাস ভয়ংকর; এরা ১৯৭১ সালে শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, লেখকদের হত্যা করেছিলো; বিচারপতিদের বুদ্ধি কম; ওদের ভয়ে সেনাপ্রধান প্যান্টে হিস্যু করছে গত কিছুদিন।

২| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৭

নতুন বলেছেন: যেই বিচারপতি ৪-৫ শত হত্যাকান্ডে কথা বলেনা, শেখ হাসিনার কথায় উঠে বসে সে নৈতিক ভাবে কতটা যোগ্য দেশের প্রধানবিচারপতি হবার জন্য?

১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০

শাহ আজিজ বলেছেন: উত্তম জবাব ।

৩| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই বিচারপতি পদ গ্রহণের সময় ডিবির হারুনের কাছে থেকে সোনার তলোয়ার নিয়েছে আর ছাত্রলীগের কাছে থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছে। আগের জমানায় জেলা জজও পাবলিক বিয়ে শাদী এবং সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতো নিরপেক্ষতা অবলম্বন করার জন্য।

৪| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮

নতুন বলেছেন: প্রধান বিচারপতি একটা দেশের ইশ্বের প্রতিনিধীর মতন ন্যায় বিচারের স্তম্ভ রুপে থাকার কথা।

কোথাও বিচার না পেলে মানুষ প্রধান বিচারপতির কাছে ন্যায় বিচার পাবেন।

একটা দেশে প্রধানবিচারপতিই পারে প্রধানমন্ত্রী এবং রাস্টপ্রতির অন্যায়ের বিচার করতে।

আমাদের দেশের এই প্রতিস্ঠানগুলি যেন রাজনিতিকদের পকেটে না যেতে পারে তার জন্য সবার সচ্চার হওয়া উচিত।

৫| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৯

আহলান বলেছেন: পুতুল বিচারপতিদের দিয়ে তো ন্যয়পরতা আশা করা যায় না, মানে মানে কেটে পড়াই উত্তম হবে।

৬| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শেখ হাসিনার পুতুল বিচারপতিদের বিশ্বাস করা যায়না।

৭| ১০ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮

পবন সরকার বলেছেন: এই বিচারপতিদের পক্ষপাতমূলক বিচারের কারণেই এতোগুলো প্রাণ ঝরে গেল।

৮| ১১ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৩২

কামাল১৮ বলেছেন: ছাত্রদের মধ্য থেকে একজনকে বসিয়ে দেন এই পদে।নয়তো কোন আলেম কে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.