নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১০ আগস্ট) আওয়ামী লীগ সমর্থকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দাবি করেছে, তারা বার্তাটি দেখেছে।সেখানে শেখ হাসিনা বলেছেন, “আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারতাম।”
শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশি শক্তির দ্বারা “ব্যবহৃত” না হওয়ার জন্য সতর্ক করেছেন।
২৩ মে সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশের ভূখণ্ডে বিদেশি একটি রাষ্ট্রকে বিমান ঘাঁটি স্থাপনের অনুমতি দিলেই ৭ জানুয়ারির নির্বাচনে তাকে (শেখ হাসিনা) নির্বিঘ্নে পুনর্নির্বাচিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।
বার্তায় শেখ হাসিনা আরও বলেছেন, “লাশের মিছিল যাতে দেখতে না হয়, সে জন্য আমি পদত্যাগ করেছি। তারা আপনার (শিক্ষার্থী) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। আমি তা হতে দিইনি।”
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় শেখ হাসিনা দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, “আমি শিগগির ফিরব, ইনশাআল্লাহ। পরাজয় আমার, কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি।”
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৫
শাহ আজিজ বলেছেন: হয়ত ইউ এস ইতিমধ্যে নতুন অ্যাসাইনমেনট শুরু করেছে ।
২| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যুক্তরাষ্ট্রের আর কাজ কাম নাই!!!!
উনি কোন প্রমাণ ছাড়াই কথা বলছেন।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭
শাহ আজিজ বলেছেন: ঐ সময় কাটাতে হাবিজাবি লিখছে । পুত্রকে লেলিয়ে দিয়েছে খালেদা জিয়ার দিকে ফালুর স্থান দখল করার জন্য ।
৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২০
নতুন বলেছেন: জয়ের বুদ্ধিকম সে কি বলতে কি বলে তার ঠিক নাই।
আর উনাকে কেউই নিতে চাইছেনা। আর বুঝতে পারছে যে ভারত তাদের ব্যবসার সার্থেই হাসিনাকে সাহাজ্র করতে চাইবেনা কিছুদিন পরেই।
আর ভারতের সাথে বন্দিবিনিময় চুক্তিআছে। তাই আদালত যদি দাবী করে তবে ভারত তাকে পাঠিয়ে দিতে পারে।
তবে আমার মনে হয় উনার এবং দেশের ভালোর জন্র উনাকে বেলারুসেই পাঠানো উচিত।
৪| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২
নাহল তরকারি বলেছেন: অনেকে বলতাছে “New World Oader" এর প্রভাব দেশে পড়তে শুরু করেছে। আপনার এই ব্লগটি পড়ে আমার New World Oader কনসেপ্টটি মাথায় আসলো। New World Oader এর থিউরিটি কেন আমার মাথায় আসলো সেটা বলে বুঝাতে পারবো না। আপনি কি তাই মনে করেন যে, New World Oader আমাদের দেশেও প্রভাবিত করবে?
৫| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নাহল তরকারি :
Oader কি ?
৬| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৩
আঁধারের যুবরাজ বলেছেন: মা /ছেলে মিলে এবং তাদের প্রভুদের সাহায্যে সাম্প্রদায়িক কার্ড খেলা শুরু করেছে। দেখা যাক কতদূর কি করতে পারে।
৭| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭
পবন সরকার বলেছেন: দেশে আসতে চাইলেও দেশে মুক্ত থাকতে পারবেন কিনা সন্দেহ। উনার রেখে যাওয়া আইন দিয়েই উনাকে আটক করা হতে পারে।
৮| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
রাসেল বলেছেন: লেখক বলেছেন: ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা।
তবে কি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির কোনো ভূমিকা নাই।
৯| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: হাসিনার কথায় ওনার দলের লোক আর আগের মত লাফাবে না। সামনে রাজনীতি কঠিন হয়ে যেতে পারে যদি এই সরকার কিছুটা দীর্ঘ সময় থাকতে পারে। শেখ হাসিনার আসলে লজ্জা শরম বলে কিছু নেই। অন্য কেউ হলে লজ্জায় অন্তত কিছুদিন চুপ থাকতো। শেখ হাসিনার মাতাল ছেলে বলে যে তার মা পদত্যাগ করেনি। আজকে আবার শেখ হাসিনা বলছে যে সে পদত্যাগ করেছে। জনগণের জন্য বিনোদনের ব্যবস্থা করছে হাসিনা।
ওনার এই বারের পতনে অনেকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খেয়েছে। সেই দলে আমেরিকাও ছিল। আরও ছিল বিএনপি, জামাত। পতন ঘটিয়েছে
ছাত্ররা। সেনাবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়েছে জনগণের বিপক্ষে না গিয়ে। তারা চায়নি সারা বিশ্বের কাছে সেনাবাহিনী খুনি হিসাবে পরিচিত হউক। ইউ এন মিশনের ব্যাপারটাও আছে। সেনাবাহিনীর বউ বাচ্চারাও ছাত্রদের পক্ষে ছিল। অবসর প্রাপ্ত সামরিক অফিসারদের মধ্যে আওয়ামীলীগ বিরোধী লোক বরাবরই বেশী। তারাও মাঠে নেমেছে।
১০| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৬
দি এমপেরর বলেছেন: ছেলে বলছে পদত্যাগ করেনি আর মা বলছে পদত্যাগ করেছে। কোনটা বিশ্বাস করব?
১১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫১
কামাল১৮ বলেছেন: খালেদা জিয়ার এখন আর ফালুর মতো লোকের দরকার নাই,তার দরকার আপনার মতো একজন লোকের।যে সুন্দর সুন্দর কথা বলে তার মনটা ভালো রাখবে।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫১
শায়মা বলেছেন: কোথাও যেতে পারছে না বলে হয়ত সত্যিই তাকে ফিরে আসতে হবে। তবে এইসব বলাতে তো যুক্তরাষ্ট্র আরও বেশি খেপে যাবে তার উপরে।