নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। কিন্তু কেন ??

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৭






রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে মারধরের শিকার হয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পিটুনির শিকার এসব নেতাকর্মীকে পরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে দলটির নেতাকর্মীরা মারধরের শিকার হন।এমন অবস্থার মধ্যে ভোরে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বর যায়। সেখানে গিয়ে তারা গণপিটুনির শিকার হন। পরে তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সকাল ১০টা পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে প্রবেশ করতে দেখা যায়নি। পুরো ধানমন্ডি ৩২ নম্বর এখন ছাত্র-জনতার দখলে।

একটা খুব খারাপ উদাহরন হয়ে রইল বাংলাদেশের ইতিহাসে । এই ছাত্র জনতা যা করছে তার সব টুকুর সমর্থক নই আমি । এরা সীমার বাইরে চলে গেছে বা যাচ্ছে । নিয়ন্ত্রনের বাইরে গেলে তা আমার আপনার সবার জন্য বিপজ্জনক । উপদেষ্টাদের বলি এদের নিয়ন্ত্রন করুন ।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৪

আহসানের ব্লগ বলেছেন: সমন্বয়কেরাই তো বললো রাস্তায় নামলে পা ভেঙ্গে দেবে। স্বাধীনতা। এ স্বাধীনতা পাকিস্তানীদের।

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৬

শাহ আজিজ বলেছেন: একটা বিশাল অর্জন যেন বুড়িগঙ্গায় ভেসে না যায় ।

২| ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৯

বিষন্ন পথিক বলেছেন: স্বাধীন বাংলাদেশের রূপকারের বাড়ি পুড়িয়ে দেশ স্বাধীনের উল্লাস

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৯

শাহ আজিজ বলেছেন: হুম , আমরা প্রান্তসীমায় অবস্থান করছি ।

৩| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: বঙ্গবন্ধু বেঁচে থাকলে আজ বলতেন,
বিরাট খারাপ উদাহরণ হইয়া গেলো।
আমার চাটার দলের এই অবস্থা করলি?
অরা ত ফুল নিয়া আসছিলো, বোমা তো আনে নাই।
কেন এমন করলি?
এত কম দামি রশি দিয়া বাঁধলি!
তরা রাজাকার
তরা আল বদর
তরা বিম্পি
তরা জোমাত্‌!

দুর হ

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: দুঃখিত , এর জবাব নেই।

৪| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৩

বাকপ্রবাস বলেছেন: আগে ওদের সম্মিলিত বিচার হওয়া দরকার, তারপর তারা মাঠে নামবে, সে পর্যন্ত ধোলাইখালে থাকা ভাল

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: বুঝিনি , একটু বুঝিয়ে লিখুন ।

৫| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১০

এক্সম্যান বলেছেন: এই খারাপ উদাহরন উনারাই শুরু করেছিলেন। যাকে খুশি পিটিয়ে শিবির বলে পুলিশে দিতেন। আমরা সেইম অবস্থা চাই না।

তবে আমি আশা করি মানুষের ক্ষোভ কমতে শুরু করলেই আসতে আসতে অবস্থার উন্নতি হবে।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৩

শাহ আজিজ বলেছেন: ক্ষোভের শেকড় এখন দিল্লিতে । বাকিদের ধাওয়ার উপর রাখলেই চলবে ।

৬| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৫

আদিত্য ০১ বলেছেন: কাল শাহবাগে এই তথাকথিত ছাত্র আন্দোলনের মোড়কে থাকা সেই নেতাগুলো জামাত শিবির ও ছাত্রদল দিয়ে ঘোষনা দিয়েছে যে আজকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যেই আসবে তাকেই পিশে ফেলবে, তখন মানবতা বিরোধী হয় না?

বাহ কি সুন্দর কথা, ক্ষমতা চিরদিনের না, দুদিনের লম্ফঝম্ফ, আওয়ামীলীগ ক্ষমতায় গেলে এদের তখন পিশলে তখন মানবতা বিরোধী, যাইহোক এইসব ছাত্র আন্দোলনের মোড়কে নামা নেতাদের বিচার এমনই হবে এইটা নিশ্চিত। শুধুই সময়ের ব্যবধান

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২

শাহ আজিজ বলেছেন: ছাত্রদের বিজয় জামাত , ছাত্রদলের হাতে চলে গেল ।

৭| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২২

নতুন বলেছেন: অতি উতসাহি কাজ।

আগের মতন সন্ত্রাসী কাজ করলে তো চলবেনা।

১৫ ই আগস্টের কাড একটু সাবধানে খেলতে হবে।

ঘৃনা না ছড়িয়ে আয়ামীলীগের নাটক করা বন্ধ করতে হবে।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭

শাহ আজিজ বলেছেন: এবারের শোক দিবস পালনে ৩২ নম্বরে না গেলেও চলত । উত্তপ্ত কড়াইতে পানি আর তেল না মেশালে ভাল হতো । রাতের বিশাল কম বয়েসিদের মিছিলে ছাত্র ছিল খুব কম , ছিল অজস্র টোকাই । সাধারন মানুষের উপর হামলা করে বরং ৩২ নম্বরের গ্রহনযোগ্যতা বাড়িয়ে তুলেছে ফালতু বিপ্লবিরা ।

৮| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত তাড়াহুড়া কীসের । একবার শ্রদ্ধা না জানালেও চলবে, এরা দোয়া করুক মনে মনে। এখন জনতা উত্তেজিত। ধীরে ধীরে স্বাভাবিক হউক

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮

শাহ আজিজ বলেছেন: উত্তম বচন ।

৯| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই গরম সময়ে কেন ওরা মাঠে নামলো?

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৮

শাহ আজিজ বলেছেন: ওদের পেছনে অন্য কেউ খেলছে ।

১০| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪২

আহলান বলেছেন: আমাদের দেশের রাজনীতির চর্চা খুবই খারাপ। দেখেন নাই বেগম জিয়াকে কিভাবে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বিতাড়িত করে সেখানে কোয়র্টার বানিয়ে দিয়েছে? জিয়ার মাজারে যাওয়ার কাঠের পূল আওয়ামি সরকার সরিয়ে রেখেছিলো, যেনো সেখানে যাওয়া না যায়। এসব নোংরা রাজনীতি তো আমাদের ঐতিহ্য। আমার তো মনে হয় আজকে সবার টুঙ্গিপাড়া যাওয়া উচিৎ, এখানে তো কোন শোক দেখার বা দেখানোর কিছু নাই।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২

শাহ আজিজ বলেছেন: ঘরে বসে দোয়া কালাম পড়ুন ।

১১| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২

নতুন বলেছেন: লেখক বলেছেন: এবারের শোক দিবস পালনে ৩২ নম্বরে না গেলেও চলত । উত্তপ্ত কড়াইতে পানি আর তেল না মেশালে ভাল হতো । রাতের বিশাল কম বয়েসিদের মিছিলে ছাত্র ছিল খুব কম , ছিল অজস্র টোকাই । সাধারন মানুষের উপর হামলা করে বরং ৩২ নম্বরের গ্রহনযোগ্যতা বাড়িয়ে তুলেছে ফালতু বিপ্লবিরা ।


১৫ আগস্ট নিয়ে জয় এবং আয়ামীীলগের পরিকল্পনা ছিলো সোডাউন করার। তাদের কথায় সেই রকমের ইঙ্গিত ছিলো। সেটা না থাকলে গত রাতের এই আয়োজন থাকতো না ।

তবে সরকার থেকে এর পরে এমন বিষয়গুলি নিয়ে আরো সচেতন হওয়া উচিত বলেই আমি মনে করি।

বর্তমানের আয়ামীলীগ এবং শেখ হাসিনা সরকার জঘন্য কাজ করেছে এটা ঠিক।

কিন্তু মুক্তিযুদ্ধের পেছনে বঙ্গবন্ধুর অবদান ভুলে যাওয়াও ঠিক না। সেটা আরেকটা ভুল করা হবে।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৫

শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি ।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৮

শাহ আজিজ বলেছেন: জী , সঠিক কথা বলেছেন ।

১২| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি অবাক হই নি।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০১

শাহ আজিজ বলেছেন: এতখানি আশা করিনি । ৩২ নাম্বার নিয়ে মানুষের আগ্রহ বাড়িয়ে তুলেছে বিপ্লবিরা ।

১৩| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪

কাঁউটাল বলেছেন: নীতিকথা না ঝাইড়া চুপ থাকেন। গত ১৫ বছর আপনেরার নীতিকথা আর চেতনার কথা শুনতে শুনতে কান পঁচে গেছে।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৬

শাহ আজিজ বলেছেন: কারে কইতাছো ?

১৪| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন মধুপাড়ায় বিষ মৌমাছির দল
দেখবো খেলা শুনব আগুন ছালা
জ্ঞান হবে অজ্ঞানি পাপ----------------
সব এখন সাপ !

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৪

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১৫| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৬

গোবিন্দলগোবেচারা বলেছেন: কুত্তালীগের সাফল্য হলো গত ১৫ বছরে তারা বঙ্গবন্ধুকে গণমানুষের নেতা হতে দলীয় নেতায় পরিণত করেছে।

কোথায় আজ কাউয়া? কোথায় আজ হেলমেট বাহিনী? লাল নীল সাদা সব ঘোড়া দাবায় দেব।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০০

শাহ আজিজ বলেছেন: কাউয়া এখন সিঙ্গাপুরের বাঙ্গালিদের কাঁধে ।

১৬| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯

এম ডি মুসা বলেছেন: বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক নয়। যার যার কৃতকর্মের নিজে দায়ী। তাই বঙ্গবন্ধু সকলের। বঙ্গবন্ধু কে সম্মান জানানো উচিত। এই দেশের ভাগ করে খাওয়ার চিন্তা বাদ দিতে হবে। আগের মত নৈরাজ্য সৃষ্টি পছন্দ নয়

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৩

শাহ আজিজ বলেছেন: উত্তম বচন , মুসা ।

১৭| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, একটা বিষয় বিজ্ঞানের তত্ত্ব কিংবা দুনিয়াবী নিয়মেও একই আছে। তা হলো -

''প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রক্রিয়া আছে" - এখন এটাই হচছে ।

যদিও তা হওয়া উচিত নয় তবে এ ক্ষেত্রে আওয়ামীলীগকে কেন বিশ্বাস করা যায়না তার পিছনে অনেক কারন আছে। আর তাদের দীর্ঘ দিনের অন্যায় অবিচারের কারনে তাদের যেখানে কিছুটা সংযম দেখানো উচিত সেখানে তারা তা না করে কিছুটা হলেও ভুল করছে। জনগনকে কিছুটা সময় দেয়া উচিত যাতে তারা আওয়ামীলীগের দোষগুলি ভুলে যায়। তারপরেই মাঠে নামা উচি. সেটা হতে পারে ৬ মাস কিংবা ১ বছর।

ততদিন একটু ধৈর্য্য ধরলে আখেরে তাদেরই লাভ। অবশ্য এটা আমার অভিমত। এর সাথে আপনি কিংবা বাকী সবাই একমত নাও হতে পারেন।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮

শাহ আজিজ বলেছেন: এইসব নিয়ে সকালটা শুরু হয়েছে । ভেবে দেখলাম ৩২ নাম্বার আর টুঙ্গিপাড়া সরকারি ট্রাষ্ট হিসাবে অধিগ্রহন করা যায় । বাংলাদেশের অন্যতম রুপকারের বাড়িটি একটি মিউজিয়াম করা যেতে পারে । টুঙ্গিপাড়া সরকার অধিগ্রহন করবে । লিগারদের যাবতিয় লুট করা টাকা মিউজিয়াম তৈরিতে ব্যয় হবে । জিয়ার মাজার বগুড়াতে যাবে । পাবলিক প্লেসে কোন মাজার হবে না।

১৮| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৫

সোনাগাজী বলেছেন:




১৯৭১ সালের যাদের পিতারা জাতির বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিলো, তারা সেটা চালু রাখবে।

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪০

শাহ আজিজ বলেছেন: আর একটু খোলাসা করে লিখুন ।

১৯| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫১

এস.এম.সাগর বলেছেন: ই জেনারেশনটা আজ শেখ হাসিনা কে টেনে নামালো - দেশ ব্যাপী ছড়িয়ে থকা মুজিবের শত শত মূর্তি তিন ঘন্টার মধ্যে ধ্বংস করে ফেললো - সেই জেনারেশন টাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ১২ পর্যন্ত প্রতিটি বছর প্রতিটি সাবজেক্ট এর বইয়ে শেখ মুজিব চ্যাপ্টার মুখস্ত করতে হয়েছে|
ওদের ইতিহাস শিক্ষায় মাওলানা ভাসানী নেই, তাজউদ্দীন এর কোন নামোল্লেখ নেই|
ঢাকা ক্যান্টনমেন্টের যেই বাড়িতে জিয়াউর রহমান সাহেব ১৯৭২ সাল থেকে ছিলেন মৃত্যু পর্যন্ত - উচ্ছেদ হওয়া পর্যন্ত যেখানে খালেদা জিয়া থাকতেন - সেই বাড়িটি শেখ হাসিনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিলেন|
শেখ হাসিনা শেখ মুজিবের যে গড লাইক পারসোনালিটি ক্রিয়েট করতে চান - সেই পারসোনালিটি কে নার্চার করার জন্য জিয়াউর রহমান কে শুধু ইতিহাস থেকে উচ্ছেদ করলেই হবে না - তার বাড়ি গুঁড়িয়ে দিলেই হবে না - তাকে জাতীয় শত্রু বানাতে হবে! হাসিনা মুজিবের যেই ন্যারেটিভ তৈরী করেছেন - সেখানে শুধু জিয়াই জাতীয় শত্রু না; ভাসানী তাজুদ্দিন অদৃশ্য না - এমন কি মুক্তি যুদ্ধের দ্বিতীয় প্রধান এ কে খন্দকার ও জাতীয় শত্রু হয়ে যান|
এখন যে মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে - তা মুজিবের প্রতি আক্রোশ থেকে না - তা হচ্ছে হাসিনা মুজিব এর গড লাইক কাল্ট ক্রিয়েট করেছিলেন প্রতি আক্রোশ থেকে| আজ পনেরোই আগষ্ট - আজ যদি ছাত্র জনতা বাধ্যগত ভাবে শোকাভিভূত না হয় - তার কারণ মুজিব না| মুজিব চরম মূল্য দিয়ে চলে গিয়েছেন - তার প্রতি মানুষের ক্ষোভ নাই আর| আজ এই শোকের প্রকাশ টা ফিকে হয়ে গিয়েছে শেখ হাসিনার মুজিব কাল্ট নিয়ে বাড়াবাড়ির কারণে|
আজ অনেককেই দেখলাম ৫০ বছর আগের হত্যাকাণ্ডের জন্য শোক প্রকাশ করছেন - কিন্তু এই লোকগুলো নিজেদের চোখের সামনে গত মাসে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো নিয়ে একটা কোথাও বলেন নাই!

২০| ১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৯

পুরানমানব বলেছেন: ইহারা পলিটিক্যাল সিভি ভারী করিতে গিয়েছিলো। ইহাদের ভাবনা এই যে , পাছায় বাড়ি পড়িলেই ইহা একটা এক্সপেরিয়েন্স। মাইর খাওয়া যদি ভবিষ্যতে ভালো কিছু বইয়া লয়ে আসে খারাপ কি ?
ইহারা মনে হইতাছে ভুলিয়া গিয়াছে ইহাদের মাম্মা আজিকে লাড্ডু ভক্ষণ করিয়া উবুদ হইয়া ঘুমাইতাছে দিল্লির কোলে।

২১| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯

অশুভ বলেছেন: আমার ধারণা আন্দোলনের সাথে জড়িত সাধারণ ছাত্ররা পাল্টা ক্যুয়ের ভয়ে এই কাজ করছে। আর অন্যান্য রাজনৈতিক দলগুলা এর ফায়দা নিচ্ছে।
যাইহোক, ১৫ বছর ধরে তারা যা করেছে সেটা কোনো প্রকার প্রশ্ন ছাড়াই সাধারণ জনগণ মুখ বুজে সহ্য করেছে। আর ১৫ দিন পার না হতেই হাঁপিয়ে উঠলেন।

২২| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৩

আঁধারের যুবরাজ বলেছেন: হাসিনা আজকে সকল নেতা কর্মীদেরকে ৩২ নম্বরে যেতে বলেছে। এই দিকে "প্রতিবিপ্লবের " কথা বাতাসে ঘুরছে। শত শত লাশের পরে একটি বিপ্লবের পরে স্বৈরাচারের পতন হয়েছে।কিছু মানুষের মনে প্রচন্ড ক্ষোভ রয়েছে। তারা সেটা নানা সুযোগে প্রকাশ করার চেষ্টা করবে ,এই বিষয়টা মাথায় রেখে তাদের সেখানে আজকে না গেলেও হতো। পরে পরিস্থিতি শান্ত হলে তারা যেতে পারতো।

আওয়ামীলীগের পাতানো ফাঁদে পরে গেলো ! আওয়ামীলীগ চাইবে যে কোনো ভাবে বর্তমান অবস্থাকে খারাপ ভাবে তুলে ধরতে। অতিতিতে বিএনপির আমলে তারাতো ঠিকই যেতে পারতো সেখানে ,আজকে বাধা আসবে সেটা তারাও জানতো।

২৩| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩১

পবন সরকার বলেছেন: এযাবৎ ছাত্রলীগ যা করেছে ততটুকুর মধ্যে থাকা দরকার তার চেয়ে বেশি কিছু করলে এটা ছাত্রদের বেশি বাড়াবাড়ি হবে।

২৪| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২১

অক্পটে বলেছেন: বঙ্গবন্্ধুর প্রতি শ্রদ্ধা নাই কুত্তালীগের কারনে। আপনার এত তারাাতারি কুইয়া গীত গাওয়ার দরকার নাই।

২৫| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





সহ-ব্লগার নতুন এর কথার সাথে একমত - ১৫ আগস্ট নিয়ে জয় এবং আয়ামীীলগের পরিকল্পনা ছিলো সোডাউন করার। তাদের কথায় সেই রকমের ইঙ্গিত ছিলো। সেটা না থাকলে গত রাতের এই আয়োজন থাকতো না ।
দিন এখন আওয়ামী লীগের ঔদ্ধত্যকে সহ্য করার নয়!
১৫ বছর ধরে জমতে থাকা জন-মানুষের তীব্র ক্ষোভকে একটু প্রশমিত হতে দিন।

২৬| ১৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৫

নতুন বলেছেন: যারা দেশ বিরোধী, দূনিতিবাজ, ক্ষমতার জন্য বসে আছে তারা কি চাইবে?

তারা চাইবে আবার ক্ষমতায় আসতে।

এখন তারা কি করতে পারে???

তারা জনগনের মনে এই পরিবর্তনের চেস্টা ভুল এবং আগের আয়ামীলীগ ভালো ছিলো সেটার চেস্টা করবে।

অতিউতসাহিরা অনেক কাজ করছে যেটা এই সরকারকে নিয়ন্ত্রন করতে হবে। তাদের ইমেজ নস্টের চেস্টা হবে। সেটা মোকাবেলা করতে হবে। এখন আক্রমন শুধুই অস্র না বরং প্রপাগান্ড দিয়েও হবে।

যারা গত ১৬ বছরে একটা ফেসবুক স্টেটাস দিয়ে প্রতিবাদের সাহস পায় নাই তারাই এখন বড় বড় পোস্ট লিখে ছি ছি করবে।

সকল লুট, হামলার নিন্দা জানাই। কিন্তু দেশের সব মানুষ এক রকমের না। আর সবাইকে নিয়ন্ত্রনে রাখা সরকারের পক্ষে সম্ভব না। তাই সচেতন জনগনের কাজ খারাপ কিছু দেখলে সেখানে প্রতিবাদ কর।

২৭| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অমর ব্যাক্তিদের সম্মান ফটকে কিংবা তার কোন স্থাপত্যে হয়না, তা হবে মননে। যারা তাকে সম্মান করার করছে মননে, লালন করছে হৃদয়ে। কিন্তু যারা লোক দেখানো করছে তাদের উদ্দেশ্য অন্য কিছু হতে পারে বলে এই ব্যবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.