নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি।। সত্য বলাই কাল হল

১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০০



স্বরাষ্ট্র উপদেষ্টা সাখওয়াত এম হোসেনকে তার পদ থেকে সরিয়ে দিয়ে পাট মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
উনি মুখ ফসকে বলে ফেলেছিলেন, আন্দোলনে পুলিশের গুলির চাইতে অন্য কারো গুলিতে মানুষ বেশি মারা গেছে। ৭.৬২ বুলেট দিয়ে মারা হয়েছে যা বাংলাদেশে কোন বাহিনীর কাছে নাই। ওগুলো অত্যাধুনিক আর্মস। গুগল করলেই এই অস্ত্র সম্পর্কে ধারণা পাওয়া যায়। এগুলো ব্যাবহার করে ন্যাটো জোট আর কিছু ব্যাবহার করে জংগিরা যে আর্মসগুলো নানাভাবে বেহাত হয়ে গেছে।
যাই হোক, উনি জাতিকে এই তথ্য দেয়ার মূল্য চুকালেন। সাখওয়াত হোসেন থাকতে পারলেন না।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি আওয়ামীলীগের প্রশংসা করার কারণে পদ হারিয়েছেন। উনি ছাত্রদের মানসিক অবস্থা বুঝতে পারেননি। এই পরিস্থিতিতে আওয়ামীলীগের পক্ষে কোন ভালো কথা বলা যাবে না (ভালো কিছু থাকলেও বলা যাবে না)। কারণ মাত্র কয়েকদিন আগে আওয়ামীলীগ ১ হাজার মানুষ হত্যা করেছে আর ১০ হাজার মানুষকে আহত বা পঙ্গু করেছে। উনি আর্মির লোক তাই এগুলি বোঝেন নাই। আর্মির লোক কিছু জিনিস কম বোঝে। বয়সের কারণেও হয়তো নতুন প্রজন্মকে উনি বুঝতে পারেননি।

২| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১২

অব্যক্ত কাব্য বলেছেন: এই কথাতো সাখাওয়াত সাহেব বলেন নাই।
এই কথা বলেছে অন্য এক সাবেক সেনা কর্মকর্তা।
সাখাওয়াতকে মূলত আওয়ামীলীগকে সংগঠিত হওয়া নিয়ে কথা বলায় সরিয়ে দেয়া হয়েছে।

৩| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১২

ইমরান আশফাক বলেছেন: উনি ছিলেন সবচেয়ে চৌকষ (smart ) ব্যাক্তি সমস্থ উপদেস্টাদের মধ্যে। উনাকে সরাতে ব্যাধ্য হয়েছেন ইউনুস সাহেব। কিন্তু কার বা কাদের নির্দেশে এইরুপ করা হলো সেটা জানা দরকার।

৪| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৩

মিথমেকার বলেছেন:
স্বৈরাচারী হাসিনা দিল্লীতে চুপ করে বসে নেই। সে তার প্রিয় চুপ্পুকে চিরকুট লিখেছে। ওখানে বসেই সে যেভাবে পারে ষড়যন্ত্র করে চলেছে। প্রতিবিপ্লব ঘটানোর নানান ফন্দিফিকির করছে।
আর এই লোককে কিভাবে যাচাই বাছাই ছাড়া নিয়োগ দেয়া হলো এটাই জনতা বুঝতে পারছে না।
অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু ইমপোস্টের প্রবেশ করেছে। এদের খুঁজে বের করে বহিষ্কার করা জরুরি!

৫| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮

স্বাধীন বাংলার পরাধীনতা বলেছেন: ৭.৬২ মিমি দেশের সব বাহিনী ব্যাবহার করে, সামরিক বাহিনী, পুলিশ, বিজিবি সবাই

আর উনি আওয়ামী লীগ নিয়ে এমন কিছু বলছেন বলে মনে হয় নাই আমার যে কোনো প্রো আওয়ামী সমর্থন ও তার কথা গুলো আওয়ামী লীগের প্রশংসা হিসেবে দেখবে। এটাই প্রতীয়মাণ হয় যে, ওনার কথা গুলো সমস্যা না, কারো কারো জন্য হয়তো উনিই সমস্যা, সময়ের সাথে সেটা স্পষ্ট হবে।

৬| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই, উনি কিছু সত্যি কথা হয়ত বলেছেন। তা ঠিক আছে।

তবে দেশের পরিবর্তিত যে অবস্থা এবং উনি যে জায়গার তথা স্বরাষ্ট্রের মত গুরুত্বপূর্ণ জায়গার দায়িত্বে থেকে কথা বলায় সংযত হওয়া দরকার ছিল । ছিল জনমানুষের মনের দিকটাও আমলে নেয়া।

আওয়ামীলীগের পতন হয়েছে ৬ মাস কিংবা ১ বছর হয়নি। হয়েছে কয়েক দিন।
উনি যা বলেছেন তা দেশবাসী সবাই দেকেছেন মিডিয়ার কল্যাণে। উনি যা বলেছেন সে সব মিথ্যা হয়ত নয় তবে টাইমিংটা ভুল ছিল। আরও কিছুদিন পরে আওয়ামীলীগের পক্ষে এ কথাগুলো বললে তেমন বিরুপ প্রতিক্রিয়া হতনা, যতটা এখন হয়েছে।
আর এসব কথার প্রেক্ষাপটে দুপক্ষেরই ভুল বুঝা-বুঝির সুযোগ ছিল। আর তাই উনাকে সরিয়ে দিয়ে এক হিসাবে ভালই হয়েছে বলে মনে হয়।

অবশ্য এ আমার অভিমত। নীতি নির্ধারকরা কিংবা আপনি আমার সাথে একমত নাও হতে পারেন।

৭| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮

আদিত্য ০১ বলেছেন: সাখাওয়াত সাহেব কয়দিন আগে নিরপেক্ষভাবে সাংবাদিকদের সামনে বলেছেন, আন্দোলনে যাদেরকে গুলি করা হয়েছে, সে অস্ত্র পুলিশের কাছে থাকে, এইটা উনি তদন্ত করে বের করতে চাইছিলেন, এতগুলা মানুস মারা পিছনে কারা লেঞ্জা দুদিনেই বের হইতো, এই ভয়ে তাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানো হয়েছে, কারন এই আন্দোলনে অনেক গুলি অন্য কোন পক্ষ করেছে,

শিবির জামাত পূর্ব পরিকল্পিত ভাবে কোটা আন্দোলন ঢাল হিসেবে ব্যবহার করে সরকার পতন করতে চেয়েছে। তারা অনেকদিন ধরে সুযোগ খুজতেছিলো। আন্দোলনকে উত্তপ্ত করতে এবং দেশ বিদেশের জনতাকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে লাশের প্রয়োজন ছিলো। অন্যদিকে সরকারের প্রয়োজন ছিলো আন্দোলন থামিয়ে দেশ ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা। তাই সরকার প্রথমে ঢিলেমি করলেও অবস্থা বেগতিক দেখে আন্দোলনকারীদের দাবি মেনে নেয়। সরকারকে দাবি মেনে নিতে দেখে সমন্বয়করা সন্তুষ্টি প্রকাশ না করে উল্টো আরো দাবি বাড়াতে থাকে। আন্দোলন থেকে যেনো কিছুতেই সাধারণ মানুষের সমর্থন কমে না যায় এবং তাদের হাত থেকে যেনো আন্দোলন হাতছাড়া না হয়ে যায় সেজন্য "আমার ভাই মরলো কেনো আর আমার ভাইদের জেল থেকে মুক্ত করতে হবে" বলে নতুন করে আন্দোলনের বেগ বাড়িয়ে দেয়। জামাত শিবির জানতো পুলিশ যাদের ধরেছে সরকার তাদের এমনি এমনি ছাড়বেনা। কারণ তারা আসলেই ছাত্র কিনা প্রসাশন অন্তত এইটুকু তো যাচাই করবেই। কিন্তু সেসব যাচাই বাছাই করতে গেলে "কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেড়িয়ে যাওয়ার" মতো অবস্থা তৈরী হবে। তখন সমন্বয়কদের মাধ্যমে সাধারণ ছাত্রদের ক্ষেপিয়ে তোলা হল "আমার ভাই মরলো কেনো জবাব চাই" বলে আওয়াজ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার অবশ্যই কঠোর হবে এটা জামাত শিবির জানতো। তখন তারা সাধারণ ছাত্রদের পুলিশের সামনে দাঁড় করিয়ে দেয়। আর শিবির আন্দোলনে মিশে সাদা পোশাকে স্নাপিং ও ৭.৬২ বুলেট ব্যবহার করে লাশ ফালায়, কারণ যতো লাশ পড়বে সরকার ততো কোণঠাসা হবে মানুস ক্ষেপে উঠবে।

এইটা দীর্ঘ পূর্ব কল্পনার ছক আকা ছিলো শিবির ও জামাতের। তারা সুযোগের অপেক্ষায় ছিলো, সময় মত ইমপ্লিমেন্ট করেছে।

১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৬

শাহ আজিজ বলেছেন: আমিও এমনটি ভাবছিলাম । আন্দোলনকে বেগবান থার্ড পার্টি করেছে। জামাত তো তাহলে বেশ ক্ষমতাবান আর্মসের দিক দিয়ে । রোহিঙ্গাদের কষে পিটানো দরকার ।

১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:০০

শাহ আজিজ বলেছেন: লীগের শুটাররাও করতে পারে । কিন্তু ফল হয়েছে বিপরীত ।

৮| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: টোকাই লীগ যেমন করছিল, এই সমন্বয়করাও তেমন করছে। এই স্বৈরাচার পতনের আন্দোলনকে স্বাধীনতা যুদ্ধ বলে, আসল স্বাধীনতার মর্যাদা ক্ষুন্ন করার দু:সাহস দেখাচ্ছে। বিএনপি জামায়াত চায়নি সাখাওয়াত সাহেব উপদেষ্টাদের মধ্যে থাকুক স্পেশালি চায়নি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকুক তাই হয়েছ। এই সমন্বয়করাও টোকাই লীগের সন্ত্রাসী দের মত আচরণ করছে, স্বাধীনতার মহান স্থপতির সমাধিতে ফুল দিতে যাওয়ার অপরাধে লেংটা করে পিঠাচ্ছে। এখনো স্বৈরাচার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের মায়ের চোখের পানি পড়া থামেনি,অথচ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে - হিন্দি গান লুংগি ডান্স এর সাথে নাচছে। এরা দুইজন ছেলে মেয়েকে রিক্সায় দেখলে হয়রানি করছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বৈরাচার পতনের আন্দোলন এর সাথে তুলনা করছে। স্বৈরাচারী দেরকে রাজাকারের সাথে তুলনা করে ৭১ এ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দের প্রতি ঘৃণা কমানোর ঘৃন্য প্রয়াস চালাচ্ছে। রোকেয়া প্রাচীকে পিটয়ে শিল্পীদের ধমক দিচ্ছে দেশে শিল্পী গিরী চলবেনা। শিবিরের অত্যাচারে অনেক সমন্বয়ক পদত্যাগ করছে।

৯| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬

প্রকাশিত বলেছেন: ভাই আমরা তো জানি ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীরা কিভাবে পুলিশের সাথে থেকে থেকে সাধারণ ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করেছিল। দেশের মানুষকে আর এতো বোকা ভাববেন না!

১০| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪

ধুলো মেঘ বলেছেন: প্রকাশিত ভাই আসল কথা বলে ফেলেছেন। হাসিনার পুলিশ লীগ এত ভক্সোদ না যে সরকারের সরবরাহ করা বুলেট ব্যবহার করে খুন করবে। সাখাওয়াত সাহেব এই তথ্যটা জানতেন না, বা জেনেও চতুরের মত একটা মন্তব্য করে বসলেন আর মনে করলেন তিনি একাই চালাক, আর বাকি সব ভোদাই। তবে সরকারকে অবশ্যই জবাব দিতে হবে ৫ তারিখে বিমানবন্দর দিয়ে উর্দ্ধশ্বাসে পালানো পুলিশের ড্রেস পরা ঐ হারামীগুলো কারা। তাহলে সব প্রশ্নের জবাব বেরিয়ে আসবে।

১১| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫০

নতুন বলেছেন: ছাত্রলীগের পীর আউলিয়ারা পুলিশের পাশে কি করছিলেন এমন অনেক ভিডিও আছে।

আয়ামীলীগের দল গোছানোর কথা বলাতেই তিনি অনেকের বিরাগভাজন হন।

১২| ১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২

রানার ব্লগ বলেছেন: বাক স্বাধিনিতার জন্য আবার নামতে হতে পারে ।

১৩| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনার বাড়ি যেহেতু মিরপুরে, হেলমেট লীগের কান্ড আপনার না জানার কথা না। একটু কষ্ট করে কাউরে জিগাইয়েন বিআরটিএ ভবনে কারা আগুন দিছিলো। একজন দুইজন না , শত শত না, হাজার হাজার সাক্ষী আছে।

১৪| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৮:১৫

মেঠোপথ২৩ বলেছেন: আপনি ব্রিগেডিয়ার সাখোয়াতের কথা টূইস্ট করেছেন। উনি মোটেও এ কথা বলেন নাই যে, পুলিশের চাইতে অন্য কারো গুলিতে বেশি মানুষ মারা গেছে। সোমবার সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন যে, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার (গুলি) কম লাগছে তাদের। সিভিলিয়ান পোশাকে ৭.৬২ রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা। কাদের হাতে ৭.৬২ রাইফেল গেল। সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের হাতে ৭.৬২ রাইফেল আছে, সেটা মেনে নিলাম; কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে। সুত্র " যুগান্তর

আর দেখেন যে, আপনি কিরকম কথাগুলো টূইস্ট করলেন!!!!!! আপনি মিথ্যা ও অসত্য সংবাদ পরিবেশন করেছেন বিধায় ব্লগ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

১৫| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৪৩

ক্লোন রাফা বলেছেন: মুল কথা হলো উনি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে থাকলে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে অসুবিধা হোতে পারে। একজন মুক্তিযুদ্ধের সৈনিক হিসেবে জামাত/ শিবিরের জন্য প্রতবন্ধকতা সৃস্টির চেষ্টা অব্যাহত রাখবেন অবশ্যই। সব কিছুর বিবেচনায় তাকে সরিয়ে দিয়েছেন।

১৬| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ আদিত্য ০১ শয়তানী কথা বাদ দেন, ত্যানা পেচাতে হবেনা সবাই বোঝে কেউ ফিডার খায়না। বর্তমানে ফিডার খাচ্ছে দলান্ধরা।

১৭| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: গত পনের বছরে আওয়ামীলীগের কি কোনো ভালো কাজ নেই?

১৮| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩০

আদিত্য ০১ বলেছেন: @সৈয়দ মশিউর রহমান

নতুন কি-ওয়ার্ড আবষ্কির হচ্ছে,

ত্যান-প্যাচানো, দলান্ধ, দালালি, ফিডার খায় না, আর কি কি আছে জানায়েন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.