নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। মুঝে বাংলা আতা নেহি

১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭



বাংলাদেশের নাগরিক হলেও বাংলা পড়তে পাড়েন না শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বর্তমানে তিনি রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে ১০ দিনের রিমান্ডে রয়েছেন। একই মামলায় তার সঙ্গে রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকও।জানা গেছে, রিমান্ড চলাকালে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো লিখিতভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে সেখানেই ঘটেছে বিপত্তি। ছোটবেলা থেকে পাকিস্তানে বেড়ে ওঠায় বাংলা পড়তে পারেন না। ফলে লিখিত অভিযোগগুলো তাকে পড়ে শুনিয়েছেন আনিসুল হক। ওই সময় এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন সালমান এফ রহমান।

ডিবি কার্যালয় সূত্রে জানা যায়, ডিবি অফিসে যে খাবার রয়েছে সেগুলোই খাচ্ছেন সালমান ও আনিসুল। বিজনেস টাইকন সালমান এফ রহমান পছন্দ করেন চিকেন জাতীয় খাবার। তিনি শুক্রবার (১৬ আগস্ট) মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন। আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ। তিনি ডিম ও শিং মাছের ঝোল দিয়ে খেয়েছেন। এছাড়া ডিবির হাজতখানার ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন।

কীভাবে তাদের সময় কাটছে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা জানান, বসে থাকেন, ঘুমান, খান এবং নামাজ পড়ে সময় কাটান তারা।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট থানাধীন টিটি কলেজের বিপরীত পাশে কাদের আর্কেড মার্কেটের সামনে সংঘর্ষে গুরুতর জখম হন ওই এলাকার একটি পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলী। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ডিএমপির নিউমার্কেট থানায় দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তারা বর্তমানে ডিবি হেফাজতে আছেন। তবে হত্যা মামলাটি তদন্ত করছে নিউমার্কেট থানা পুলিশ।

সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজিসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ‘দরবেশ’ হিসাবে বহুল পরিচিত সালমান এফ রহমানের শেয়ারবাজার কারসাজিতে নিঃস্ব হয়ে অনেকে আত্মহননের পথও বেছে নেন। এসব বিষয় নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪

আহলান বলেছেন: সালমান সাহেব নাকি শেখ কামালের আকাম কুকামের পার্টনার ছিলেন। নারী ভোগ থেকে শুরু করে সব ধরণের মাস্তিতে আবাহনী ক্লাবে তাদের উপস্থিতি ছিলো।

১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৮

শাহ আজিজ বলেছেন: যেহেতু আমি তাদের পার্টনার ছিলাম না তাই কিছুই বলতে পারব না ।

২| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪

এম ডি মুসা বলেছেন: পড়তে এসেছি কিছু বলতে নয়

১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯

শাহ আজিজ বলেছেন: ঠিক হ্যায় ঠিক হ্যায়-------------------------

৩| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯

রাসেল বলেছেন: প্রকৃত অপরাধের মামলা হবে, অপেক্ষায় রইলাম।

১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২২

শাহ আজিজ বলেছেন: আমরাও অপেক্ষায় ------------------

৪| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৪৭

প্রামানিক বলেছেন: দেখা যাক রিমান্ডে দরবেশ বাবা কি বলে

৫| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫০

শাঙ্কোপাঞ্জা বলেছেন:
নামাজ পইড়া সময় কাটায়?!!!!!
দেইখেন আবার দরবেশ বাবায় দুই চাইরটা জীন পরী না হাজির কইরা ফ্যালে।

৬| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১

রানার ব্লগ বলেছেন: দরবেশের চাপা বরাবর কইসা চটকনা মারেন । বাংলা ঝরঝরিয়ে পড়তে ও বলতে পারবে !!!

৭| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৪

দি এমপেরর বলেছেন: হিন্দি আতা হ্যায় কিয়া?

৮| ১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার স্ত্রী নন-বেঙ্গলি (বিহারী বা ঐ টাইপের)। সালমান সাহেব পাকিস্তান আমলে সম্ভবত উর্দু/ ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করেছেন। এই কারণে বাংলা পড়তে বা লিখতে পারেন না। ওনার মায়ের পূর্বপুরুষ ছিলেন ইশা খান।

৯| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৭

অস্বাধীন মানুষ বলেছেন: উপযুক্ত এবং সঠিক বিচারের আওতায় আনার আশাকরি।

১০| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪৩

কামাল১৮ বলেছেন: পুলিশ জানে কার মামলা কি ভাবে সাজাতে হবে।কার কাছ থেকে টাকা খেয়ে ফাইনাল রিপোর্ট দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.