নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে মেট্রোরেল চালু করার কথা ছিল। তবে এ দিন মেট্রোরেল চলাচল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জানা গেছে, মূলত কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রো রেল চালু করতে পারছে না ডিএমটিসিএল।সূত্র বলছে, বড় কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মবিরতিতে আছেন কর্মচারীরা। এ জন্য বর্তমানে কোনো কারিগরি সমস্যা না থাকলেও মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
এ জটিলতা নিরসন করে কবে নাগাদ মেট্রোরেল রেল চালু করা যাবে, তাও নিশ্চিত নয়। লিখিতভাবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় কর্মচারীরা।
ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের জানান, কর্মচারীদের যৌক্তিক সব দাবি মেনে নেবেন তারা। এ বিষয়ে নিশ্চয়তাও দেওয়া হয়েছে। তবে কর্মচারীরা ডিএমটিসিএলের পর্ষদে পাস করার পর কর্মবিরতি প্রত্যাহার করতে চান। দ্রুতই সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আসা উপদেষ্টাকে বিষয়টি অবহিত করার চেষ্টা করা হবে। তিনি আশা করছেন, একটা নির্দেশনা পাবেন।
২| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১১
কামাল১৮ বলেছেন: মেধাবিদের কাছে এটা কোন ব্যাপার না।তারাই চালু করে দিবে।
৩| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ২:১৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: চিন্তা করা যায়, দেশের প্রতিটি শিরায়-উপশিরায় কিভাবে বিষ ছড়িয়ে রেখেছে গত ১৫ বছরে যে মাথা কেটে ফেলে দেওয়ার পরও এই বিষের কারণে আগানো যাচ্ছে না!
৪| ১৯ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২১
নাহল তরকারি বলেছেন: দ্রব্যমূল্যের যা দাম, সে অনুযায়ী তাদের বেতন ভাতা বাড়ানো উচিৎ।
৫| ১৯ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৫
নতুন বলেছেন: এ জটিলতা নিরসন করে কবে নাগাদ মেট্রোরেল রেল চালু করা যাবে, তাও নিশ্চিত নয়। লিখিতভাবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় কর্মচারীরা।
অবস্থা বুঝে ঝামেলা করছে তারা।
আশা করি দ্রুত মিটমাট করে মেট্রো চালু করতে পারবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৭
অস্বাধীন মানুষ বলেছেন: আরে কিছের কর্ম বিরতি সব ভয়ে পালিয়েছে