নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। নক্ষত্রের রাত

১৯ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯



"নক্ষত্রের রাত" এর শ্যুটিং শেষ হবার পর শাওনের সাথে হুমায়ূন আহমেদের দেখা হবার সুযোগ হচ্ছিল না। প্রায়ই শাওনের বাসায় ফোন করে উদ্ভট সবকিছুর খোঁজ করেন তিনি। তখন ছিল ল্যান্ডফোনের যুগ। কথা হতো মাত্র চার- পাঁচ মিনিট।
হুমায়ূন আহমেদ তার এক স্থপতি বন্ধুর বাসা থেকে ফোন দিয়ে এক দেড় ঘন্টা কথা বলতেন। শাওন কলেজ বান্ধবীদের সাথে গ্রুপ স্টাডিজ এর অজুহাতে নিজের রুমে ফোনের লাইন নিলেন।
এসব ফোনালাপে হুমায়ুন তার স্ত্রীর সাথে দূরত্ব এর কথা বলতেন, কতদিন বাসার বাইরে বন্ধুর বাসায় থেকেছেন এসব বলতেন।
একদিন শাওন মায়ের হাতে ধরা পড়ে গেলেন। শাওনের মা রুমে এসে কষে একটা চড় বসালেন। ফোন ড্রইংরুমে চলে গেল। শাওনের রুম লন্ডভন্ড করে হুমায়ূন আহমেদের দুইটা চিঠি পেলেন। বাকি চিঠিগুলো শাওনের বান্ধবীর কাছে থাকায় রেহাই পেল।
তারপর তিনি চিঠিগুলো আগুন দিয়ে পোড়াতে বললেন। চিঠি দুটো পুড়ে ছাই হওয়া পর্যন্ত শাওনের মা দাঁড়িয়ে রইলেন।
নাটকে অভিনয় বন্ধ করে দিলেন। ওইসময় "অদেখা ভুবন" নামে ধারাবাহিকে শাওনকে খুব করে চাইলেন হুমায়ূন আহমেদ। কিন্তু শাওনের মা দিলেন না।
তিনি সরাসরি হুমায়ূন আহমেদকে বলে দিলেন,

"আপনারা ক্রিয়েটিভ মানুষ। কিন্তু আমার মেয়েটা ছোট। সে এতকিছু বোঝেনা। দড়ি ও সাপের মধ্যে পার্থক্য করতে পারেনা।আপনি অভিজ্ঞ মানুষ। আপনি হয়ত লোহা খেয়ে হজম করতে পারবেন। আমার মেয়ে পারবেনা। আপনি আমার মেয়েকে এই খেলার বাইরে রাখবেন।"

তথ্য- Meher Afroz Shaon
©niaz

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:০৮

জ্যাক স্মিথ বলেছেন: হুমায়ুন আহাম্মেদের প্রায় সবগুলো নাটক সিনেমা আমার দেখা, নক্ষত্রের রাত দেখেছি কি না ঠিক মনে করতে পারছি না, না দেখলে দেখতে হবে।

১৯ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪০

শাহ আজিজ বলেছেন: হুমায়ুনের বই নাটক সিনেমা এত চর্চা হয়েছে যে এখন কেউ যদি বলে আবার হয়ে যাবে এক রাউনড ?

না করতে পারব না ।

২| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৫

কামাল১৮ বলেছেন: আপনি দেখি সবার হাড়ির খবর রাখেন।এতো সময় পান কোথা থেকে।

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০১

শাহ আজিজ বলেছেন: শরীরটা ভাল যাচ্ছে না । বিছানা থেকে পি সি , পি সি থেকে বিছানা । বিকালে বাসার সামনে হাঁটাহাঁটি ।

৩| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০১

ধুলো মেঘ বলেছেন: ভাই, নক্ষত্রের নাটকের শ্যুটিং শেষ হয় ১৯৯৪ সালে। তখন শাওনের বয়েস মাত্র ১৩ বছর। এই বয়েসী একটা মেয়ের সাথে হুমায়ুন আহমেদের মত একজন প্রগতিশীল ঘরানার মানুষ প্রেম করতে চাইবে কেন? এই বয়েসের একটা মেয়ে স্বামী স্ত্রীর দূরপ্ত্ব সম্পর্কেই বা কি বোঝে?

২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৪

শাহ আজিজ বলেছেন: প্রেম এমনই এক জটিল বিষয় যার আনাগোনা সহজে বোঝা যায় না ।

৪| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৫

কামাল১৮ বলেছেন: আপনার আর আমার একই অবস্থা।পার্থক্য আপনি পিসি আর আমি ট্যাব।

২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩২

শাহ আজিজ বলেছেন: B-)

২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.