নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদাদের সাথে নতুন চুক্তি :
দেখুন দাদারা ইলিশ মাছ ছাড়া চলতেই পারবে না। তাদের অনেক উৎসব আটকে যাবে। তাই, আমরা মানবতা দেখিয়ে একটা চুক্তি করি।
দাদাদের ইলিশ মাছ দিবো কিন্তু বিনিময়ে গরু দিতে হবে।
চুক্তির শর্ত থাকবে ১টি ইলিশ মাছের বিনিময়ে ১টি বড় গরু দিতে হবে। যতগুলো মাছ নিবে ততগুলো গরু দিতে হবে।
আপনাদের মতামত চাই!
২২ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৫
শাহ আজিজ বলেছেন:
২| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৯
ঊণকৌটী বলেছেন: একদম লাগবে না, প্রচুর ইলিশ মাছ এই দেশেই পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আর এবারের হিংসাতক আন্দোলন করে ভারত কে ভীষণ ভয় পাইয়ে দিয়েছেন তো এবারে চীন ও পাকিস্তান সীমান্তের মতই বাংলাদেশের বর্ডার ট্রিট করা হবে, পাকিস্তান ভারতের বিরোধিতা করে ভিক্ষার থালা নিয়া সারা দুনিয়ায় ঘুরছে, আর বাংলাদেশ তো ভারতের পেটের মধ্যে অবস্থান করছে, কি করে এতো আত্মবিশ্বাস আসে মনে আর জানেন কিনা জানিনা কলকাতা আর ত্রিপুরার মানুষ ছাড়া কেউই ইলিশ মাছ খায় না ,আরে আজকেই টাটকা 12⁰0 কিলোর মাছ মাত্র 1500/- কেজি খাইলাম
৩| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৭
ঊণকৌটী বলেছেন: আপনি প্রগতিশীল একজন মানুষ, আপনাকে আপনার কাজের জন্য সম্মান করি ,আপনি বয়সের দিক থেকেও অনেক সিনিয়র, একটা প্রশ্ন উত্তর দিতে সমস্যা না হলে বলবেন বাংলাদেশের মানুষ কি গণতন্ত্র বুঝে, না আবেগে চলে কিংবা হুতাইশে চলে
২২ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: আবেগে চলে ।
৪| ২২ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৯
কামাল১৮ বলেছেন: কানাডার লেকেও ইলিশ পাওয়া যায়।দেশে থাকতে এতবড় ইলিশ জীবনেও খাই নাই।দুই কেজির উপরে ওজন।
গরুর সাথে ইলিশ বিনিময় করবো না।কাটা তারের উপর দিয়ে বাশ কলের সাহায্যে কিভাবে গরু আনতে হয় সেটা আমরা জানি।গরুর একটু কষ্ট হয় এই যা।
এবার ইলিশ পানির দামে পাওয়া যাবে।
৫| ২২ শে আগস্ট, ২০২৪ ভোর ৪:৩৯
রবিন_২০২০ বলেছেন: @ঊণকৌটী , বাংলাদেশ নিয়ে আপনার এতো উদ্বেগ কেন? নিজের চরকায় তেল দিচ্ছেন না কেন দাদা? আমাদের দেখে আপনার যে জ্বলছে সেটা আমরা সবাই বুঝতে পারছি।
৬| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১৪
জুন বলেছেন: @উনকৌটি আপনি নিজের দেশের ব্লগে আপনার দেশ প্রেমের কথা লিখেন না ক্যানো! এখানে বিষোদগার কুৎসা এসব ছড়িয়ে বেড়াচ্ছেন ক্যানো! একটা প্রতিবেশী দেশের সাথে আপনাদের ভালো বা সৌহার্দ্যমুলক সম্পর্ক আছে? সব সময় দাদাগিরি করে বেড়ানো আপনাদের মোদী আর অমিতশাহের মত যা আদব কায়দা ভদ্রতা কোন কিছুর মধ্যেই পরে না। আপনি এই ব্লগে তাই করে বেড়ান দেখছি। আমাদের ভদ্রতার সুযোগ নেন আপনারা। আপনারা কি বাংলাদেশ গিলে খেতে চান যেমন খেয়েছেন সিকিমকে? আজকের যুগ বলে একটু কষ্ট হচ্ছে, আগে হলে পারতেন মনে হয়।
শাহ আজিজ ভাই আপনার পোস্ট বহির্ভূত মন্তব্যের জন্য আন্তরিক দু:খ প্রকাশ করছি। আমাদের গরুর দরকার নেই ওই সব হাড় জিরজিরে রুগ্ন গরু। আমাদের জনগনই প্রচুর গরু উৎপাদন করছে দেখেন না কোরবানির সময়? তাছাড়া বেশি গরু খেলে কোলস্টেরল বাড়ে ইলিশে কমে
২২ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৪
শাহ আজিজ বলেছেন:
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: পথে বসে যাওয়ার মতো ডিল দিলেন তবে আমি রাজি