নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। মধুপুরে লালন স্মরণোৎসব হবে ২৩ ফেব্রুয়ারি

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০৬




টাঙ্গাইলের মধুপুরে আগামী ২৩ ফেব্রুয়ারি লালন স্মরণোৎসব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মধুপুর লালন সংঘ।


এর আগে ফকির লালন সাঁইজির ১৩৪তম তিরোধান বর্ষ উদযাপন উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় লালন স্মরণোৎসব হেফাজতে ইসলামের আপত্তির মুখে বন্ধ হয়ে গিয়েছিল। আপত্তি জানিয়েছিল কওমি ওলামা পরিষদও।

সবুজ বলেন, 'আজ সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লালন স্মরণোৎসব হবে। হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দিয়েছে অনুষ্ঠান আয়োজনে তারা কোনো বাধার সৃষ্টি করবে না। আমাদের সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছে, কোনো ধরনের বিতর্কিত বক্তব্য দেওয়া হবে না এবং বিতর্কিত সংগীত পরিবেশন করা হবে না।'

'জনভোগান্তি এড়াতে মধুপুর বাসস্ট্যান্ডের পরিবর্তে মধুপুর অডিটোরিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে,' বলেন তিনি।

কার্যত ধর্মীয় মৌলবাদীরা জিতে গেলো লালন ইস্যুতে । ইউসুফ সরকার প্রায় নিস্ক্রিয় এ বিষয়ে । আগামিতে আরও নানা বিষয়ে ঠিক কি হবে তা পরিস্কার নয় । দেখুন বাংলা বছর নিয়ে কি ইস্যু সৃষ্টি করে মামুনুল জঙ্গিরা ।






মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

সৈয়দ কুতুব বলেছেন: লালনের কোন গান বিতর্কিত? অনেক দিন ধরে লক্ষ্য করছি টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, রংপুরের কিছু এলাকায় সাধু-সন্ত দের অনুষ্ঠান বাধা দেওয়া হচ্ছে। চিন্তা করে দেখেন, মাত্র একজন উপদেষ্টা তাদের থেকে নিয়োগ দেয়া হয়েছে যারা এসব বন্ধ করতে বাধা দেয়। যদি বিপ্লবী সরকার গঠিত হতো তখন থাকতো না কোন সংবিধান ইচ্ছামতো অর্ডিন্যান্স আর ডিক্রি জারী করে সব বন্ধ করে দিতো। বিএনপিকে ধন্যবাদ দেয় আমি সে কারণে। তরুণদের নতুন গঠিত দলের পিছনে এদের একটা সাপোর্ট আছে। মানুষ এখন বুঝে গেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৯

শাহ আজিজ বলেছেন: আমি ভীষণ হতাশ এদের নিয়ে । লালন উৎসব ফরিদপুরের দিকে আনলে ভাল হয় ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫২

এ পথের পথিক বলেছেন: আপনি লিখেছেনঃ কার্যত ধর্মীয় মৌলবাদীরা জিতে গেলো লালন ইস্যুতে । দেখুন বাংলা বছর নিয়ে কি ইস্যু সৃষ্টি করে মামুনুল জঙ্গিরা ।
ধর্মীয় মৌলবাদী বলতে কি বুঝিয়েছেন ?
মামুনুলকে জঙ্গি বললেন কোন স্ট্যান্ডার্ডে ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০

শাহ আজিজ বলেছেন: ওকে আর কি খেতাব দেওয়া যায় , বলুন । লালঙ্কে নিয়ে ওর এতো জ্বলাপোড়া কেন ? আপনাকে মামুনুলের শিস্য মনে হচ্ছে !!!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫

এ পথের পথিক বলেছেন: জনাব আমি কারো শিষ্য নই । আমি উসউয়াতুন হাসানাহ হিশেবে রাসুল সাঃ কে মানি । তার ওয়াজ বলেন বয়ান বলেন আমি শুনিনা । তিনি শান্ত ভাবে কথা বলেন না ।
আপনি তাকে কি কি খেতাব দিবেন আপনি জানেন । লালঙ্কে নিয়ে তার জালা পোড়া কেন একমাত্র সেই বলতে পারবে আমি জানিনা ।
আপনাকে দুটো প্রশ্ন করেছি উত্তর দিলে কৃতার্থ হতাম ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২১

শাহ আজিজ বলেছেন: একটাই জীবন একটাই পৃথিবী , সো এঞ্জয় । আসুন হানাহানি বাদ দিই । আপনার সাথে জমবে না আলাপ ।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

এ পথের পথিক বলেছেন: হানাহানির কথা আমি বলি নাই । :)
এঞ্জয় কিভাবে হবে ?
এঞ্জয় কে কিভাবে নিলে আপনার জন্য বা আমার জন্য আরো উপভোগ্য হবে কিন্তু এর বিরূপ প্রভাব অন্যের ওপরে পড়বে না ?

আপনি কথা শুরুর আগেই সিদ্ধান্ত নিয়ে নিলেন আলাপ জমবে না, কেমন য়ইল ভাই ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৮

শাহ আজিজ বলেছেন: আজ আলাপের মুডে নেই , আরেকদিন হবে ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:১৬

কামাল১৮ বলেছেন: লালন একজন মানবিক মানুষ ছিলো।মানুষই তার কাছে প্রধান।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: মধুপুরে লালন স্মরণোৎসব হবে না। জামাত শিবির অনুষ্ঠান বন্ধ করে দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.