![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওভালে অনর্থর পর কী হবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির পরবর্তী পদক্ষেপ? তা ছিল লাখ টাকার প্রশ্ন। আমেরিকার সঙ্গে ইউক্রেনের খনিজ-চুক্তি ভেস্তে যাওয়ার পর হোয়াইট হাউস থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় জ়েলেনস্কিকে। এরপর আমেরিকা থেকে তিনি সরাসরি ব্রিটেনে চলে যান। জ়েলেনস্কিকে দেখে বুকে জড়িয়ে ধরেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ১০, ডাউনিং স্ট্রিটে কিছু মানুষ জড়ো হয়েছিলেন জ়েলেনস্কিকে আমন্ত্রণ জানানোর জন্য। ইউক্রেনীয় প্রেসিডেন্টকে দেখে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। জানা গিয়েছে, ইউক্রেন ব্রিটেনের সঙ্গে এক ঋণ নথিও স্বাক্ষর করেছে।
শনিবার লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে স্টার্মারের সঙ্গে বৈঠক করেন জ়েলেনস্কি। ইউক্রেন এবং ব্রিটেনের মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। স্টার্মার এই যুদ্ধ কবলিত দেশকে ২.২৬ বিলিয়ন পাউন্ড লোন দিতে রাজি হয়েছে, যা ইউক্রেনের সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। এই অর্থ অস্ত্র তৈরিতেও ব্যবহার করা হবে ইউক্রেনের তরফে।
স্টার্মার জানান, ব্রিটেনের সম্পূর্ণ সমর্থন জ়েলেনস্কির সঙ্গে রয়েছে। তিনি আরও বলেন, ‘আমি রাশিয়ার এই অনৈতিক যুদ্ধ শেষ করার জন্য বদ্ধ পরিকর যা ইউক্রেনের সর্বভৌম এবং সুরক্ষা, শান্তি নিশ্চিত করবে।’ অন্যদিকে, স্টার্মারের সঙ্গে এই বৈঠক যে ফলপ্রসূ হয়েছে, তা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান জ়েলেনস্কিও। তিনি বলেন, ‘আমি অত্যন্ত খুশি যে ইউক্রেনের ব্রিটেনের মতো বন্ধু রয়েছে। আমি এই বিপুল সমর্থনের জন্য এখানকার মানুষকে ধন্যবাদ জানাতে চাই।’রাশিয়ার থেকে বাজেয়াপ্ত করা সম্পত্তি দিয়ে ব্রিটেনের ঋণ শোধ করার কথা বলেন জ়েলেনস্কি। এ দিন ফের পুতিনকে বিঁধে এই রাষ্ট্রপ্রধান বলেন, ‘যাঁরা যুদ্ধ শুরু করেছিলেন, তাঁদেরই ভুগতে হবে।’ উল্লেখ্য, জ়েলেনস্কি যে খনিজ-চুক্তিতে সই করে দেবেন, তা নিয়ে বিস্তর নিশ্চিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, যুদ্ধবিরতির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কিছুটা হলেও আপস করতে হবে, ট্রাম্পের এই প্রস্তাব মানতে চাননি জ়েলেনস্কি। ওভালে ট্রাম্পের সঙ্গে এই বিস্তর কথাকাটাকাটির পরে কী হবে তাঁর পরবর্তী পদক্ষেপ? সেই দিকে ছিল সব নজর। এই অবস্থায় ব্রিটেনের দ্বারস্থ হয়েছেন তিনি। জানা গিয়েছে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করবেন জ়েলেনস্কি।
০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:৪২
শাহ আজিজ বলেছেন: আমিও তাই মনে করি ।
২| ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ২:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প ভুলে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয়েছে। এর যোগ্যতা তৃতীয় বিশ্বের রাজনীতিবিদ দের মতো।
০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৫
শাহ আজিজ বলেছেন: আমি তো আজতক শুনিনি কোন রাষ্ট্র প্রধান আরেক রাষ্ট্র প্রধানকে বের করে দিয়েছে । দুর্ভাগা আমেরিকান জনগন ।
৩| ০২ রা মার্চ, ২০২৫ দুপুর ২:৪২
শিশির খান ১৪ বলেছেন: স্টারমার তো টিউলিপ কেও বাঁচানোর চেষ্টা করছিলো পারছে ? আমেরিকার সাথে মাস্তানি কইরা কেউ পারে না।
০২ রা মার্চ, ২০২৫ বিকাল ৩:৫৮
শাহ আজিজ বলেছেন: ও একটা শূয়র , দুর্ভাগা আমেরিকান জনগন তাঁরা একটা জারজকে নির্বাচিত করেছে ।
৪| ০২ রা মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
ধুলোপরা চিঠি বলেছেন:
ট্রাম্প নিজেই ডাকাত; তবে, ইউক্রেনের যুদ্ধের সাথে জড়িত সবাই ক্যাশ ডলার চুরি করাতে ট্রাম্প ও হোয়াইট হাউসের সবাই রাগ উড়ায়েছে জিলনস্কির উপর। আমেরিকা এই প্রথমবার যুদ্ধ করে লাভবান হওয়ার জন্য ইউক্রেনের খনিজ পদার্থ দখল করছে; খনিজ ডাকাতীতে ট্রাম্পের ব্যক্তিগত অংশ থাকবে।
গত ভোটে পুটিনের ক্যাশ ডলার আমেরিকায় এসেছিলো ট্রাম্পের জন্য।
০২ রা মার্চ, ২০২৫ রাত ৮:৫৩
শাহ আজিজ বলেছেন: এরা কমবেশি সবাই চোর ডাকাত ।
৫| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৮:০৬
সরকার পায়েল বলেছেন: হুম সময় মত পাঠাটিকে ভালো দামে বিক্রি করে দিবে l আমেরিকা ইউক্রেন বিক্রি করেছে ব্রিটেন বিক্রি করবে পুরো ইউরোপ l
০২ রা মার্চ, ২০২৫ রাত ৮:২০
শাহ আজিজ বলেছেন: কেনা বেচা সাদারাও করে ।
৬| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৮:৪২
কথামৃত বলেছেন: ইসরাইলকে আরো ৩০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে আমেরিকা
০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:৫২
শাহ আজিজ বলেছেন: দেবে আর নেবে মিলায়ে মিলিবে--------
৭| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৯:৪৪
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আসলেই আজিব। জেলেনস্কি বলতেছে "২০১৪ তে ক্রিমিয়া নিয়া নিলো, মানুষ মারলো, কেউ কিছু বললো না। পরে মারকেল আর ম্যাক্রোকে নিয়া সিজফায়ারও করলাম, তারপরেও তো আবার আক্রমণ করলো। প্রিজনার ছাড়ার কথা ছিলো ছাড়ে নাই। " আর জেডীর উত্তর "আমি তোমার দেশরে বাচাইতে চাইতেছি" ...... এ কেমন আক্রমণ। কিন্তু এর পরেও মাগাদের চিৎকার হইলো, আমার দেশরে অপমান করছে, ওভাল অফিস রে অপমান করছে। দুইশো বছরের এন্টাইটেলমেন্ট। নিজে গুঁতা খাইলে কেমন লাগে, এদের মনে নাই, আর এরা তো মনেই করে যে, জীবনেও এদের উপরে এমন কিছু আসবে না। হাস্যকর হতাশা ......
৮| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: ধাক্কা তো দেয়নি।
জাস্ট জেলেনেস্কির সাথে ট্রাম্প একমত হতে পারেনি। আবার জেলেনেস্কি ট্রাম্পের সাথে একমত হতে পারেনি।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১:৩৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মি. জ়েলেনস্কির সৎ সাহসই তার দেশকে হায়েনাদের হাত থেকে বাঁচাতে সহায়তা করবে।